বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs MI: 'প্রথম একাদশ বাছাইয়ে যুক্ত থাকেন CEO', দল পরিবর্তন নিয়ে বললেন KKR অধিনায়ক শ্রেয়স

KKR vs MI: 'প্রথম একাদশ বাছাইয়ে যুক্ত থাকেন CEO', দল পরিবর্তন নিয়ে বললেন KKR অধিনায়ক শ্রেয়স

কেকেআরের সিইও বেঙ্কি মাইসোরের সঙ্গে শ্রেয়স আইয়ার। (ফাইল ছবি, সৌজন্যে ভিডিয়ো KKR)

এবারের আইপিএলে প্রথম একাদশে অসংখ্য পরিবর্তন করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২৫ জনের স্কোয়াড যেখানে, সেখানে ইতিমধ্যে ২০ জনকে খেলিয়ে ফেলেছেন শ্রেয়স আইয়াররা। সেই পরিস্থিতিতে শ্রেয়স জানালেন, দল নির্বাচনের ক্ষেত্রে সিইও যুক্ত থাকেন।

দলের জয়ের মধ্যেই বিতর্ক উসকে দিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার। এবারের আইপিএলের প্রথম একাদশে একাধিক পরিবর্তনের প্রেক্ষিতে নাইট অধিনায়ক দাবি করলেন, মাঠে কোন দল নামানো হবে, তা বাছাইয়ের প্রক্রিয়ায় যুক্ত থাকেন সিইও।

আরও পড়ুন: KKR Qualification Criteria: MI-কে উড়িয়ে ভেন্টিলেশন চালু রাখল KKR, কীভাবে প্লে-অফে পৌঁছাতে পারবে? রইল অঙ্ক

সোমবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে উড়িয়ে দেওয়ার পর কেকেআরের প্রথম একাদশে লাগাতার পরিবর্তন নিয়ে শ্রেয়সকে প্রশ্ন করা হয়। তা নিয়ে নাইট অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে এটা (খেলোয়াড়দের বাদ দেওয়া) অত্যন্ত কঠিন কাজ। আমি যখন আইপিএল খেলতে শুরু করেছিলাম, তখন আমিও একই জায়গায় ছিল। আমরা কোচেদের সঙ্গে আলোচনা করি। অবশ্যই দল নির্বাচনের ক্ষেত্রে সিইও (বর্তমানে কেকেআরের সিইও হলেন বেঙ্কি মাইসোর) যুক্ত থাকেন। ’

এবারের আইপিএলে প্রথম একাদশে অসংখ্য পরিবর্তন কেকেআর। যেখানে ২৫ জনের স্কোয়াড আছে, সেখানে ইতিমধ্যে ২০ জনকে খেলিয়ে ফেলেছেন শ্রেয়সরা। সোমবার মুম্বইয়ের বিরুদ্ধেও পাঁচ পরিবর্তন করেছিল কেকেআর। অফফর্মের জন্য বাদ পড়ে যাওয়া বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তীদের প্রথম একাদশে ফেরানো হয়। কাকে বাদ দেওয়া হচ্ছে, কাকে ফেরানো হচ্ছে দলে, তা নিয়ে নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালাম খেলোয়াড়দের বার্তা দেন বলে জানিয়েছেন শ্রেয়স।

KKR vs MI ম্যাচের পর আইপিএলের পয়েন্ট তালিকা দেখে নিন

কেকেআর অধিনায়কের কথায়, 'ব্যাজ (নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালাম) খেলোয়াড়দের কাছে গিয়ে বলে যে তারা খেলছে না। সত্যি কথা বলতে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক খেলোয়াড় ব্যাপক সমর্থন করে। ওরা যেভাবে মাঠে নামে, প্রথম একাদশের সবাইকে সাহায্য করে, সেজন্য অধিনায়ক হিসেবে গর্বিত।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন