ঐতিহাসিক টক্করের দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল আইপিএল। টসের সময় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদব, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক নীতীশ রানা এবং ম্যাচ রেফারির সঙ্গে মাঠেই থাকলেন হরমনপ্রীত কৌর। যিনি উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। শুধু তাই নয়, আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোনও টিকিট বিক্রি করা হয়নি। স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য ১৯,০০০ কিশোরীকে টিকিট দেওয়া হয়েছে। সেইসঙ্গে আজ হরমনদের জার্সি পরে কেকেআরের বিরুদ্ধে খেলছেন সূর্যকুমাররা। অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই যে জার্সি ব্যবহার করে, সেটা পরেই আইপিএলের ম্যাচ খেলছেন।
কেন আজ টসের সময় হরমন মাঠে এসেছেন?
'ESA' (এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল) দিবস উদযাপনের জন্য আজ বিশেষ উদ্যোগ নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ওই কর্মসূচি চালায় রিলায়েন্স ফাউন্ডেশন (নীতা আম্বানি)। খেলাধুলোর জগতে যে মেয়েরা আছেন, তাঁদের সম্মান জানিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল মুম্বইয়ের খেলোয়াড়রা যে জার্সি পরেন, সেটা পরেই আজ মাঠে নেমেছেন সূর্যকুমাররা। সেইসঙ্গে টসের সময় মাঠে আসেন WPL-এ মুম্বইয়ের অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমন।
মুম্বইয়ের সেই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, ‘আজ দুপুরে দুর্দান্ত কাজ করছে মুম্বই ইন্ডিয়ান্স। কোনও টিকিট বিক্রি করা হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে হাজির থাকবে ১৯,০০০ কিশোরী। ওদের হয়ে যে হরমনপ্রীত উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) জেতেন, তিনিও টসে থাকবেন। আশা করছি, তাদের মধ্যে কয়েকজন ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করবে।’
আরও পড়ুন: MI vs KKR Live: জগদীশনকে ফিরিয়ে শুরুতেই কেকেআর শিবিরে ধাক্কা দিলেন গ্রিন
একইসুরে ধারাভাষ্যকার তথা ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ইয়ান বিশপ বলেন, 'টাটা আইপিএল ২০২৩-এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের জন্য মাঠে ১৯,০০০ কিশোরী উপস্থিত আছে। আর অবশ্যই হরমনপ্রীত কৌর সেটাকে বাড়িয়ে ১৯,০০১ করেছে। দুর্দান্ত।' ওই টুইটের সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা।
আরও পড়ুন: KKR 'impact player': প্রকৃত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ কে? KKR-র কোচের সামনেই বাংলা নববর্ষে ফাঁস বড় খবর!
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।