বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs MI Probable XI: নাইট টিম থেকে বাদ পড়তে পারেন রাসেল, মুম্বইয়ের জোফ্রা অনিশ্চিত

KKR vs MI Probable XI: নাইট টিম থেকে বাদ পড়তে পারেন রাসেল, মুম্বইয়ের জোফ্রা অনিশ্চিত

কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জিতবে কারা?

MI-এর বিরুদ্ধে নামার আগে KKR-কে চিন্তায় রেখেছে ওপেনিং জুটি। IPL-এর ৪টি ম্যাচ খেলার পরেও ওপেনিং নিয়ে সমস্যার সমাধান করতে পারেনি নাইটরা। প্রতি ম্যাচেই শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছে কলকাতা। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে সঠিক ওপেনিং জুটি বেছে নেওয়াই প্রধান চ্যালেঞ্জ হবে কেকেআর-এর।

এক দিকে টানা দুই ম্যাচ জয়ের পর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। খানিকটা অপ্রত্যাশিত ভাবেই। অন্য দিকে টানা দুই ম্যাচ হারের পর দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে গিয়ে তাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই পক্ষই একেবারে জেতার জন্য মরিয়া থাকবে।

তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড মোটেও ভালো নয়। দুই দল মোট ৩১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২২টি ম্যাচ জিতেছে মুম্বই। মাত্র ৯ ম্যাচ জিতেছে কেকেআর। এমন কী মুম্বইয়ের বিরুদ্ধে ৬৭ রানে অল আউট হয়ে যাওয়ার লজ্জার নজিরও রয়েছে কেকেআরের।

তার উপর আবার ৪৮ ঘণ্টার মধ্যে দু'টি ম্যাচ খেলতে হচ্ছে নাইটদের। তাও দুই শহরে। শুক্রবার কলকাতায়। রবিবার মুম্বইয়ে। আগের দিনের ম্যাচ খেলার ক্লান্তি নিয়েও শনিবার মুম্বই উড়ে গিয়েছে কেকেআর। প্রস্তুতির সুযোগ নেই। সরাসরি ম্যাচ খেলবেন চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা। যেখানে মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচের আগে পাঁচ দিন বিশ্রাম পেয়েছে।

আরও পড়ুন: হেরেও 2023 IPL টেবলের দুইয়ে LSG, চারে উঠল PBKS, অক্সিজেন পেল RCB, বেগুনি টুপির লড়াইয়ে মগডালে উড

আর মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে কেকেআর-কে চিন্তায় রেখেছে ওপেনিং জুটি। আইপিএলের চারটি ম্যাচ খেলার পরেও ওপেনিং নিয়ে সমস্যার সমাধান করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচেই শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছে কলকাতা। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে সঠিক ওপেনিং জুটি বেছে নেওয়াই প্রধান চ্যালেঞ্জ হবে কেকেআর-এর। আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে কে ওপেন করবেন, সেটাই দেখার। লিটন দাসের ভাগ্যের শিকে ছিঁড়বে? তবে একসঙ্গে দুই কিপার-ব্যাটারকে আদৌ খেলাবে নাইটরা? নাকি এন জগদীশন করবেন ওপেন?

এ দিন প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন আন্দ্রে রাসেল। রাসেল ব্যাট হাতে ছন্দে নেই। হায়দরাবাদের বিরুদ্ধে বল হাতে ইডেনে ৩ উইকেট নিলেও চোট পাওয়ায় পুরো কোটার বল করতে পারেননি। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা কম। সেই জায়গাতেই অলরাউন্ডার ডেভিড ওয়েইসকে খেলাতে পারে কেকেআর।

এ দিকে মুম্বই টিমের চোট আঘাত সমস্যাটা বড় বিপাকে ফেলেছে তাদের। জোফ্রা আর্চার যদি কেকেআর-এর বিরুদ্ধে খেলতে না পারে, তবে রিলি মেরেডিথই একাদশে থাকবেন।

আরও পড়ুন: কেন স্লো খেললেন, তার সাফাই দিতে দলে ব্যাটারদের ভূমিকা বোঝালেন কেএল রাহুল

ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা লাভজনক। নাইট রাইডার্স সম্ভবত সুয়াশ শর্মাকে তাদের ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করবে। বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে অদলবদল করা হবে।অন্য দিকে মুম্বাই তিন জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে শুরু করার পরে টিম ডেভিড এবং জেসন বেহরেনডর্ফকে অদলবদল করতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, আর্শাদ খান, পীযূষ চাওলা, রিলি মেরেডিথ, জেসন বেহরেনডর্ফ।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, আর্শাদ খান, পীযূষ চাওলা, রিলি মেরেডিথ।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), এন জগদীশান, বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল/ডেভিড ওয়েইস, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), এন জগদীশান, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল/ডেভিড ওয়েইস, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.