বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs PBKS, IPL 2023: ভালো অফ স্পিনার না থাকায় ভুগলাম- ম্যাচ হেরে কার্যত ম্যানেজমেন্টকে তোপ শিখরের

KKR vs PBKS, IPL 2023: ভালো অফ স্পিনার না থাকায় ভুগলাম- ম্যাচ হেরে কার্যত ম্যানেজমেন্টকে তোপ শিখরের

শিখর ধাওয়ান। ছবি: পিটিআই

শেষ ওভারে যদি ব্যাটিং করা দলের জিততে ৬ রান প্রয়োজন থাকে, সেটা টি-টোয়েন্টিতে খুব বড় বিষয় হয় না। একজন বোলারের পক্ষে সেই চ্যালেঞ্জটা নিঃসন্দেহে কঠিন ছিল। যে কারণে শিখরও পাশে দাঁড়িয়েছেন আর্শের। ম্যাচের পর তিনি বলেছেন, ‘ম্যাচকে শেষ বলে নিয়ে যাওয়ার সব কৃতিত্ব ওরই ছিল।’

এ দিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটি শেষ বলের উত্তেজনায় পৌঁছেছিল। যাকে বলে একেবারে রুদ্ধশ্বাস পরিস্থিতি। পঞ্চম বলে রানআউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন আন্দ্রে রাসেল। এই পরিস্থিতিতে জিততে শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। আর্শদীপ সিং-এর করা ফুলটস বল সোজা ফাইন লেগের দিকে বাউন্ডারির বাইরে বের করে দেন রিঙ্কু। স্বস্তি পায় কেকেআর।

রিঙ্কুর ভয়ডরহীন লড়াকু মানসিকতার সৌজন্যেই কিন্তু নাইটরা এদিন ঘরের মাঠের লড়াইয়ে পঞ্জাবের থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নিতে পারলেন। সেই সঙ্গে তারা এক লাফে লিগ টেবলের আট নম্বর থেকে পাঁচে উঠে এল। ম্যাচ জিততে হলে শেষ ওভারে কেকেআর-এর প্রয়োজন ছিল ৬ রান। প্রথম চার বলে চার রান দেন আর্শদীপ। ২ বলে ২ রান প্রয়োজন ছিল নাইট রাইডার্সের। পঞ্চম বলে রাসেল রানআউট হয়ে যান। বড় ধাক্কা খায় কেকেআর। তবে বাজিমাত করেন রিঙ্কু। সোমবার রাতে ইডেনে পঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুন: ফের রিঙ্কু জলবা, এবার শেষ বলে চার হাঁকিয়ে প্লে-অফের লড়াইয়ে রাখল নাইটদের

তবে শেষ ওভারে যদি ব্যাটিং করা দলের জিততে ৬ রান প্রয়োজন থাকে, সেটা টি-টোয়েন্টিতে খুব বড় বিষয় হয় না। একজন বোলারের পক্ষে সেই চ্যালেঞ্জটা নিঃসন্দেহে কঠিন ছিল। যে কারণে শিখরও পাশে দাঁড়িয়েছেন আর্শের। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আর্শদীপের প্রচেষ্টা দুর্দান্ত ছিল। যে ভাবে ও শেষ ওভারে বল করেছে, খেলাকে শেষ বলে নিয়ে যাওয়ার সব কৃতিত্ব ওরই ছিল।’ সেই সঙ্গে তিনি ঘুরিয়ে ক্ষোভ উগরে দেন টিম ম্যানেজমেন্টের উপর। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের ভালো অফ-স্পিনার নেই, যেখানে বাঁ-হাতিরা এলে আমরা কিছুটা রান পাচ্ছি। এই উইকেটেও টার্ন হচ্ছিল, সেখানেই আমরা মার খেয়ে যাই।’

আরও পড়ুন: পাকিস্তান থেকে সরতে পারে এশিয়া কাপ, লঙ্কায় চলে যেতে পারে টুর্নামেন্ট- রিপোর্ট

ইডেনের উইকেট নিয়ে শিখর যোগ করেছেন, ‘হেরে খুব খারাপ লাগছে। অবশ্যই ভালো লাগছে না। এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না। শেষ পর্যন্ত অবশ্য ওরা ভালো খেলেছে।’

শিখর ধাওয়ানের ৪৭ বলে ৫৭ রানের পাশাপাশি লোয়ার অর্ডারে ঋষি ধাওয়ানের ১১ বলে ১৯ রান, শাহরুখ খানের অপরাজিত ৮ বলে ২১ আর হরপ্রীত ব্রারের ৯ বলে ১৭ রানের হাত ধরে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান করেছিল পঞ্জাব। জবাবে জেসন রয়ের ২৪ বলে ৩৮, নীতীশ রানার ৩৮ বলে ৫১, আন্দ্রে রাসেলের ২৩ বলে ৪২ এবং সর্বোপরি ম্যাচের হিরো রিঙ্কু সিংয়ের ১০ বলে অপরাজিত ২১ রানের সুবাদে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় কেকেআর।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৪ দিন আগেই হারিয়েছেন বাবাকে! দেশের স্বার্থে তবু মাঠে পাক অধিনায়ক! চোখ ভিজল জলে… কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল মামলা একসঙ্গে সুনিধি-শ্রেয়া! 'ছ্যায়লা'র সুরে মুগ্ধ নেটপাড়া বলছে, 'স্বপ্ন সত্যি হল…' আজ বাদে কাল লক্ষ্মীপুজো, পাঁচালি জোগার করেছেন? দরকার নেই, পড়ে নিন এখান থেকে ট্রুডোর মুখোশ খুললেন তাঁরই দেশের লোক! বিষ্ণোই গ্যাংয়ের যোগের দাবি কানাডার ‘থুতু মিশিয়ে খাবার পরিবেশন’! জোড়া অধ্যাদেশ জারি করে কড়া আইন আনছে যোগী সরকার প্যানগং সো-র কাছে বিশাল ঘাঁটি চিনের, খাঁ খাঁ করা জমিতে ৮ মাসেই উঠল ৭০ বিল্ডিং আতসবাজি প্রদর্শনীর সময় হাহাকার, ভিড়ে ঠাসা বারান্দা ভেঙে মৃত ২ IPL-এ বন্ধু! বর্ডার গাভাসকর সিরিজে শত্রু! সিরিজ শুরুর আগে গুরুর প্রশংসায় স্টার্ক প্রথম স্ত্রীর মৃত্যুর কয়েক বছর পরই হরিবংশের সঙ্গে আলাপ অমিতাভের মায়ের! বললেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.