বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs PBKS: ফের সুপারহিট RRR, শেষ বলে চার মেরে কলকাতাকে ম্যাচ জেতালেন রিঙ্কু
শেষ বলে কলকাতাকে ম্যাচ জেতালেন রিঙ্কু। ছবি- বিসিসিআই।

KKR vs PBKS: ফের সুপারহিট RRR, শেষ বলে চার মেরে কলকাতাকে ম্যাচ জেতালেন রিঙ্কু

Kolkata Knight Riders vs Punjab Kings IPL 2023: বরুণ চক্রবর্তীর দুরন্ত বোলিংয়ের পরে ব্যাট হাতে সফল কলকাতার RRR (রানা, রাসেল, রিঙ্কু)। ইডেনে শেষ বলের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় নাইট রাইডার্সের।

মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স। এবার ঘরের মাঠে শিখর ধাওয়ানদের বিরুদ্ধে ফিরতি লেগের লড়াই ছিল নীতীশ রানাদের। স্বাভাবিকভাবেই বদলা নেওয়ার মানসিকতা চোখে পড়ে নাইটদের খেলায়। যদিও নিছক প্রতিশোধ নেওয়ার খাতিরে নয়, বরং প্লে-অফের দৌড়ে টিকে থাকার উদ্দেশ্যেই ইডেনে পঞ্জাবকে হারানো জরুরি ছিল কেকেআরের। কেননা লিগের বাকি সব ম্যাচগুলিই কলকাতার কাছে কার্যত ডু অর ডাই লড়াইয়ে পরিণত হয়েছে। অন্যদিকে পঞ্জাব কিংসও লিগ টেবিলে খুব স্বস্তিতে নেই। তারা কলকাতার থেকে তুলনায় সুবিধাজনক পরিস্থিতিতে ছিল ম্যাচের আগে। তবে ইডেনে পঞ্জাবকে হারিয়ে কলকাতা যেমন শেষ চারের দৌড়ে অক্সিজেন পায়, ঠিক তেমনই কেকেআরের সঙ্গে একই মেরুতে এসে ঠেকে ধাওয়ানদের চলতি আইপিএল অভিযান।

08 May 2023, 11:46:04 PM IST

ম্যাচের সেরা রাসেল

৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আন্দ্রে রাসেল।

08 May 2023, 11:35:25 PM IST

পঞ্জাবকে হারিয়ে পাঁচে উঠল কলকাতা

পঞ্জাব কিংসের ৭ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ উইকেটে এই জয়ের সুবাদে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে আসে কলকাতা। সুতরাং, শেষ ৩টি ম্যাচে কলকাতা জয় তুলে নিয়ে তাদের প্লে-অফে যাওয়া আটকানোর কথা নয়।

08 May 2023, 11:23:17 PM IST

রান-আউট রাসেল, শেষ বলে ম্যাচ জেতালেন রিঙ্কু

শেষ ওভারে আর্শদীপের প্রথম বলে কোনও রান ওঠেনি। দ্বিতীয় বলে ১ রান নেন রাসেল। তৃতীয় বলে ১ রান নেন রিঙ্কু। চতুর্থ বলে ২ রান নেন রাসেল। পঞ্চম বলে রান-আউট হন রাসেল। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন। কলকাতা ১৭৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। যদিও তিনি নন-স্ট্রাইকার প্রান্তে গিয়ে দাঁড়ান। জয়ের জন্য শেষ বলে ২ রান দরকার ছিল কলকাতার। শেষ বলে চার মেরে কলকাতাকে ম্য়াচ জেতান রিঙ্কু। ১০ বলে ২১ রান করে নট-আউট থাকেন রিঙ্কু। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। আর্শদীপ ৪ ওভারে ৩৯ রান খরচ করেন।

08 May 2023, 11:16:07 PM IST

কারানকে ৩টি ছক্কা রাসেলের

১৯তম ওভারে স্যাম কারানের দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম বলে ৩টি ছক্কা মারেন আন্দ্রে রাসেল। শেষ বলে ১ রান নেন তিনি। ওভারে ২০ রান ওঠে। ১৯ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১৭৪ রান। জয়ের জন্য শেষ ওভারে ৬ রান দরকার কলকাতার। রাসেল ৩৯ ও রিঙ্কু ১৬ রানে ব্যাট করছেন। কারান ৩ ওভারে ৪৪ রান খরচ করেছেন।

08 May 2023, 11:11:48 PM IST

২ ওভারে ২৬ রান দরকার কেকেআরের

১৮তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে ১টি করে চার মারেন রাসেল ও রিঙ্কু। ওভারে ১০ রান ওঠে। কলকাতার স্কোর ৪ উইকেটে ১৫৪ রান। জয়ের জন্য তাদের দরকার ১২ বলে ২৬ রান। রাসেল ২০ ও রিঙ্কু ১৫ রানে ব্যাট করছেন। আর্শদীপ ৩ ওভারে ৩১ রান খরচ করেছেন।

08 May 2023, 11:05:15 PM IST

৩ ওভারে ৩৬ রান দরকার কলকাতার

১৭তম ওভারে এলিসের বলে ১টি চার মারেন রাসেল। ১টি ছক্কা মারেন রিঙ্কু সিং। ওভারে ১৫ রান ওঠে। ১৭ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১৪৪ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩৬ রান দরকার কেকেআরের। রিঙ্কু ১০ ও রাসেল ১৫ রানে ব্যাট করছেন। এলিস ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

08 May 2023, 10:56:36 PM IST

হাফ-সেঞ্চুরি করেই আউট রানা

১৫.১ ওভারে রাহুল চাহারের বলে ২ রান নিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন নীতীশ রানা। তবে ঠিক পরের বলেই লিভিংস্টোনের হাতে ধরা পড়ে যান তিনি। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন নাইট দলনায়ক। কলকাতা ১২৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। ১৬ ওভার শেষে কেকেআরের স্কোর ৪ উইকেটে ১২৯ রান। ৯ রানে ব্যাট করছেন রাসেল। রাহুল চাহার ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

08 May 2023, 10:54:50 PM IST

৫ ওভারে ৫৮ রান দরকার কলকাতার

১৫তম ওভারে ন্যাথন এলিসের বলে ১টি চার মারেন আন্দ্রে রাসেল। ওভারে ৬ রান ওঠে। কলকাতার স্কোর ৩ উইকেটে ১২২ রান। এলিস ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

08 May 2023, 10:48:14 PM IST

বেঙ্কটেশ আইয়ার আউট

১৩.৪ ওভারে রাহুল চাহারের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ১৩ বলে ১১ রান করেন তিনি। কলকাতা ১১৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ১১৬ রান। রানা ৪৮ রানে ব্যাট করছেন। চাহার ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

08 May 2023, 10:45:40 PM IST

১০০ টপকাল কলকাতা

১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় কলকাতা নাইট রাইডার্স। স্যাম কারানের বলে ২টি চার মারেন রানা। ওভারে ১১ রান ওঠে। ১৩ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১০৯ রান। রানা ৪৩ রানে ব্যাট করছেন। কারান ২ ওভারে ২৪ রান খরচ করেছেন।

08 May 2023, 10:38:49 PM IST

চাহারের ওভারে ৬ রান

১২তম ওভারে ৬ রান খরচ করেন রাহুল চাহার। কলকাতার স্কোর ২ উইকেটে ৯৮ রান। রানা ৩৪ রানে ব্যাট করছেন। রাহুল ২ ওভারে ৯ রান খরচ করেছেন।

08 May 2023, 10:36:09 PM IST

লিভিংস্টোনের ওভারে ১৬ রান

১১তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন নীতীশ রানা। ওভারে মোট ১৬ রান ওঠে। কলকাতার স্কোর ২ উইকেটে ৯২ রান। রানা ৩০ রানে ব্যাট করছেন। লিয়াম ২ ওভারে ২৭ রান খরচ করেছেন।

08 May 2023, 10:31:57 PM IST

১০ ওভারে ১০৪ রান দরকার কলকাতার

দশম ওভারে রাহুল চাহার মাত্র ৩ রান খরচ করেন। অর্ধেক ইনিংস শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৪ রান দরকার তাদের। রানা ১৫ রানে ব্যাট করছেন।

08 May 2023, 10:28:52 PM IST

এলিসের ওভারে ৬ রান

নবম ওভারে ন্যাথন এলিসের ৬টি বলে ৬টি সিঙ্গল নেন কেকেআরের দুই ব্যাটার। ৯ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৭৩ রান। ১৩ রানে ব্যাট করছেন রানা। এলিস ২ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

08 May 2023, 10:18:33 PM IST

জেসন রয় আউট

৭.২ ওভারে হরপ্রীত ব্রারের বলে শাহরুখ খানের হাতে ধরা পড়েন জেসন রয়। ২৪ বলে ৩৮ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ৮টি চার। কলকাতা ৬৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার। ৮ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৬৭ রান। ১০ রানে ব্যাট করছেন রানা।

08 May 2023, 10:16:06 PM IST

লিয়ামের ওভারে জোড়া বাউন্ডারি জেসনের

সপ্তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে ২টি চার মারেন জেসন রয়। ওভারে ১১ রান ওঠে। ৭ ওভার শেষে কলকাতার সংগ্রহ ১ উইকেটে ৬৩ রান। ২৩ বলে ৩৮ রান করেছেন জেসন। ৮ রান করেছেন রানা।

08 May 2023, 10:13:17 PM IST

পাওয়ার প্লে-তে ৫০ টপকাল কলকাতা

ষষ্ঠ ওভারে স্যাম কারানের বলে ১টি চার মারেন নীতীশ রানা। ২টি চার মারেন জেসন রয়। ওভারে মোট ১৩ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৫২ রান। জেসন ২৯ রানে ব্যাট করছেন।

08 May 2023, 10:04:41 PM IST

রহমানউল্লাহ গুরবাজ আউট

৪.৪ ওভারে ন্যাথন এলিসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১২ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন আফগান তারকা। মারেন ১টি চার ও ১টি ছক্কা। কলকাতা ৩৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নীতীশ রানা। ৫ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৩৯ রান। জেসন ২১ রানে ব্যাট করছেন।

08 May 2023, 10:00:12 PM IST

আর্শদীপের ওভারে ১৬ রান

চতুর্থ ওভারে আর্শদীপ সিংয়ের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন রহমানউল্লাহ। ১টি চার মারেন জেসন রয়। ওভারে ১৬ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৩৬ রান। জেসন ২০ ও গুরবাজ ১৫ রানে ব্যাট করছেন। আর্শদীপ ২ ওভারে ২১ রান খরচ করেছেন।

08 May 2023, 09:54:16 PM IST

ঋষির ওভারে জোড়া বাউন্ডারি জেসনের

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ঋষি ধাওয়ান। ওভারে ২টি চার মারেন জেসন রয়। ওভারে মোট ১০ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ২০ রান। জেসন ১৬ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১৫ রান খরচ করেছেন ঋষি।

08 May 2023, 09:49:30 PM IST

আর্শদীপের ওভারে ৫ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন আর্শদীপ সিং। প্রথম বলেই চার মারেন জেসন রয়। ওভারে ৫ রান ওঠে। ২ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ১০ রান।

08 May 2023, 09:41:06 PM IST

রান তাড়া শুরু কলকাতার

রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করতে নামে জেসন রয়। তিনি সুয়াশ শর্মার বদলে মাঠে নামেন। রাজাপক্ষেকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ন্যাথন এলিসকে মাঠে নামায় পঞ্জাব। বোলিং শুরু করেন ঋষি ধাওয়ান। প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন জেসন। প্রথম ওভারে ৫ রান ওঠে।

08 May 2023, 09:23:37 PM IST

কলকাতাকে চ্যালেঞ্জিং টার্গেট দিল পঞ্জাব

শেষ ওভারে হর্ষিত রানার প্রথম বলে ছক্কা মারেন শাহরুখ খান। দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন তিনি। চতুর্থ বলে ১ রান নেন শাহরুখ। পঞ্চম বলে ছক্কা হাঁকান হরপ্রীত। ওভারে মোট ২১ রান ওঠে। নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব কিংস ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে। সুতরাং জয়ের জন্য কলকাতার দরকার ১৮০ রান। ৯ বলে ১৭ রান করেন হরপ্রীত। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ৮ বলে ২১ রান করেন শাহরুখ খান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। হর্ষিত রানা ৩ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট নেন।

08 May 2023, 09:16:56 PM IST

১৫০ টপকাল পঞ্জাব কিংস

১৯তম ওভারে বৈভব আরোরার বলে ২টি চার মারেন হরপ্রীত ব্রার। ১টি চার মারেন শাহরুখ খান। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৯ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৭ উইকেটে ১৫৮ রান। শাহরুখ ৬ ও হরপ্রীত ১১ রানে ব্যাট করছেন। বৈভব ৩ ওভারে ৩২ রান খরচ করেন।

08 May 2023, 09:07:58 PM IST

স্যাম কারান আউট

১৭.২ ওভারে সুয়াশ শর্মার বলে রহমানউল্লাহ গুরবাজের দস্তানায় ধরা পড়েন স্যাম কারান। ৯ বলে ৪ রান করেন তিনি। পঞ্জাব ১৩৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরপ্রীত ব্রার। ১৮ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৭ উইকেটে ১৪৩ রান। সুয়াশ ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

08 May 2023, 09:04:07 PM IST

বরুণের তৃতীয় শিকার ঋষি

১৬.৫ ওভারে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ঋষি ধাওয়ান। ১১ বলে ১৯ রান করেন ঋষি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। পঞ্জাব ১৩৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহরুখ খান। বরুণ ৪ ওভারে ২৬ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।

08 May 2023, 08:58:56 PM IST

উইকেটহীন নারিন

১৬তম ওভারে ৭ রান খরচ করেন সুনীল নারিন। পঞ্জাব কিংসের স্কোর ৫ উইকেটে ১৩১ রান। ১১ রানে ব্যাট করছেন ঋষি। নারিন ৪ ওভারে ২৯ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

08 May 2023, 08:51:34 PM IST

শিখর ধাওয়ান আউট

১৪.৪ ওভারে নীতীশ রানার বলে বৈভব আরোরার হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ৪৭ বলে ৫৭ রান করেন তিনি। মারেন ৯টি চার ও ১টি ছক্কা। পঞ্জাব ১১৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষি ধাওয়ান। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১৫ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৫ উইকেটে ১২৪ রান।

08 May 2023, 08:48:00 PM IST

ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি ধাওয়ানের

১৩.৩ ওভারে সুনীল নারিনের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫০ রানের গণ্ডি টপকান ধাওয়ান। ১৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১১৭ রান। ধাওয়ান ৫৫ রানে ব্যাট করছেন। নারিন ৩ ওভারে ২২ রান খরচ করেছেন।

08 May 2023, 08:42:46 PM IST

জিতেশ শর্মা আউট

১২.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে রহমানউল্লাহ গুরবাজের দস্তানায় ধরা পড়েন জিতেশ শর্মা। ১৮ বলে ২১ রান করেন তিনি। মারেন ২টি চার। পঞ্জাব ১০৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান। ১৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১০৯ রান। ধাওয়ান ৪৮ রানে ব্যাট করছেন। বরুণ ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

08 May 2023, 08:37:44 PM IST

১০০ টপকাল পঞ্জাব

১২তম ওভারে সুনীল নারিনের বলে ২টি চার মারেন শিখর ধাওয়ান। ওভারে ১১ রান ওঠে। ১২ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ১০৪ রান। ধাওয়ান ৪৬ রানে ব্যাট করছেন। নারিন ২ ওভারে ১৪ রান খরচ করেছেন।

08 May 2023, 08:33:38 PM IST

সুয়াশের ওভারে ১১ রান

১১তম ওভারে সুয়াশ শর্মার বলে ১টি ছক্কা মারেন জিতেশ। ১টি চার মারেন ধাওয়ান। ওভারে ১১ রান ওঠে। ১১ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৯৩ রান। ধাওয়ান ৩৭ ও জিতেশ ২০ রানে ব্যাট করছেন। সুয়াশ ৩ ওভারে ২২ রান খরচ করেছেন।

08 May 2023, 08:29:33 PM IST

অর্ধেক ইনিংস শেষ

দশম ওভারে সুনীল নারিন মাত্র ৩ রান খরচ করেন। অর্ধেক ইনিংস শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৮২ রান। ধাওয়ান ৩৩ রানে ব্যাট করছেন। ১৩ রান করেছেন জিতেশ।

08 May 2023, 08:23:17 PM IST

সুয়াশকে ছক্কা হাঁকালেন জিতেশ

নবম ওভারে সুয়াশ শর্মার বলে ১টি ছক্কা হাঁকান জিতেশ। ওভারে মোট ৯ রান ওঠে। ৯ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৭৯ রান। ধাওয়ান ৩২ ও জিতেশ ১১ রানে ব্য়াট করছেন। সুয়াশ ২ ওভারে ১১ রান খরচ করেছেন।

08 May 2023, 08:19:07 PM IST

বরুণের ওভারে ৬ রান

অষ্টম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ১টি চার মারেন শিখর ধাওয়ান। ওভারে মোট ৬ রান ওঠে। ৮ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৭০ রান। ধাওয়ান ৩১ রানে ব্যাট করছেন। বরুণ ২ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

08 May 2023, 08:15:12 PM IST

সুয়াশের ওভারে ৬ রান

সপ্তম ওভারে বল করতে আসেন সুয়াশ শর্মা। ১টি বাই-চার পেয়ে যায় পঞ্জাব। ওভারে মোট ৬ রান ওঠে। ৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৬৪ রান।

08 May 2023, 08:07:30 PM IST

লিয়াম লিভিংস্টোন আউট

৫.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লিয়াম লিভিংস্টোন। পঞ্জাব রিভিউ নিলেও আম্পায়ার্স কলে মাঠ ছাড়তে হয় লিয়ামকে। তিনি ৯ বলে ১৫ রান করেন। মারেন ৩টি চার। পঞ্জাব ৫৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জিতেশ শর্মা। পাওয়ার প্লে-র ৬ ওভারে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৫৮ রানষ ধাওয়ান ২৫ রানে ব্যাট করছেন।

08 May 2023, 08:01:48 PM IST

৫০ টপকাল পঞ্জাব

পঞ্চম ওভারে আন্দ্রে রাসেলের বলে ৩টি চার মারেন লিয়াম লিভিংস্টোন। ১টি চার মারেন শিখর ধাওয়ান। ওভারে ১৯ রান ওঠে। ৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৫১ রান। ধাওয়ান ২০ ও লিয়াম ১৪ রান করেছেন।

08 May 2023, 07:52:44 PM IST

ভানুকা রাজাপক্ষে আউট

৩.৪ ওভারে হর্ষিত রানার বলে রহমানউল্লাহ গুরবাজের দস্তানায় ধরা পড়েন ভানুকা রাজাপক্ষে। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। পঞ্জাব ২৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন। ৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৩২ রান। হর্ষিত ২ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

08 May 2023, 07:48:14 PM IST

বৈভবের ওভারে ৫ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন বৈভব আরোরা। তৃতীয় বলে চার মারেন ধাওয়ান। ওভারে মোট ৫ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ২৬ রান। ১৪ রানে ব্যাট করছেন ধাওয়ান। বৈভব ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।

08 May 2023, 07:41:22 PM IST

প্রভসিমরনের দুরন্ত ক্যাচ ধরলেন গুরবাজ

দ্বিতীয় ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। প্রথম ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন শিখর ধাওয়ান। চতুর্থ বলে ১ রান নেন গব্বর। ওভারের শেষ বলে গুরবাজের দস্তানায় ধরা পড়েন প্রভসিমরন। দুরন্ত ক্যাচ ধরেন রহমানউল্লাহ। ৩টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১২ রান করেন প্রভসিমরন। পঞ্জাব ২১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভানুকা রাজাপক্ষে।

08 May 2023, 07:32:57 PM IST

ম্যাচ শুরু, বৈভবের প্রথম ওভারেই ১২ রান

ক্যাপ্টেন ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামেন প্রভসিমরন সিং। কলকাতার হয়ে বোলিং শুরু করেন বৈভব আরোরা। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন প্রভসিমরন। পঞ্চম ও ষষ্ঠ বলে আরও ২টি চার মারেন তিনি। প্রথম ওভারে ১২ রান তোলে পঞ্জাব। 

08 May 2023, 07:18:47 PM IST

দু'দলের পরিবর্ত ক্রিকেটার

কলকাতা- জেসন রয়, অনুকূল রায়, নারায়ন জগদীশান, লকি ফার্গুসন ও কুলবন্ত খেজরোলিয়া।পঞ্জাব- ন্যাথন এলিস, সিকন্দর রাজা, অথর্ব টাইডে, মোহিত রথী ও ম্যাথিউ শর্ট।

08 May 2023, 07:16:49 PM IST

পঞ্জাবের প্রথম একাদশ

প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, রাহুল চাহার ও আর্শদীপ সিং।

08 May 2023, 07:13:35 PM IST

কেকেআরের প্রথম একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা।

08 May 2023, 07:02:42 PM IST

টস জিতল পঞ্জাব

কলকাতার বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফিরতি লিগ ম্যাচে টস জিতল পঞ্জাব কিংস। টস জিতে শিখর ধাওয়ান শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে নাইট রাইডার্স। পঞ্জাব ম্যাথিউ শর্টকে বসিয়ে ভানুকা রাজাপক্ষেকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয়। কলকাতা তাদের কম্বিনেশনে বদল করার পথে হাঁটেনি। কেকেআর প্রথম একাদশে তিনজন বিদেশি ক্রিকেটারকে রাখে। সুতরাং, দ্বিতীয় ইনিংসে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে জেসন রয়ের ব্যাট করতে নামা কার্যত পাকা।

08 May 2023, 06:51:15 PM IST

হাই-স্কোরিং ম্যাচ দেখা যেতে পারে ইডেনে

ইডেনের পিচে কোনও টার্গেটকেই নিরাপদ দেখাচ্ছে না। রানে ভরা বাইশগজে ফের ছড়ি ঘোরাতে পারেন ব্যাটসম্যানরা। সুচতাং, ফের হাই-স্কোরিং ম্য়াচ দেখা যেতে পারে কলকাতায়।

08 May 2023, 06:40:11 PM IST

শক্তি বেড়েছে কলকাতার

পঞ্জাব ম্যাচের আগে নাইট শিবিরে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান তারকা জনসন চার্লস। তাঁকে লিটন দাসের পরিবর্ত হিসেবে দলে নিয়েছে কলকাতা। নিশ্চিতভাবেই চার্লস দলের সঙ্গে যোগ দেওয়ায় কলকাতার শক্তি বেড়েছে। সেই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের বাড়তি বিকল্পও হাতে এসেছে কেকেআরের।

08 May 2023, 06:21:58 PM IST

কেকেআরের প্রথম ১০টি লিগ ম্যাচের ফলাফল

১. পঞ্জাব কিংসের কাছে ৭ রানে হেরে যায়।
২. আরসিবিকে ৮১ রানে হারিয়ে দেয়।
৩. গুজরাট টাইটানসকে ৩ উইকেটে পরাজিত করে।
৪. সানরাইজার্স হায়দরবাদার কাছে ২৩ রানে হেরে যায়।
৫. মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
৬. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হার মানে।
৭. সিএসকের কাছে ৪৯ রানে পরাজিত হয়।
৮. আরসিবিকে ২১ রানে হারিয়ে দেয়।
৯. গুজরাট টাইটানসের কাছে ৭ উইকেটে হেরে যায়।
১০. সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে দেয়।

08 May 2023, 06:07:47 PM IST

একলাফে পাঁচে উঠে আসতে পারে KKR

ইডেনে পঞ্জাবকে হারালে একলাফে লিগ টেবিলের পাঁচে উঠে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচে কলকাতার সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। পঞ্জাব, মুম্বই, ব্যাঙ্গালোর ও রাজস্থানের সংগ্রহে রয়েছে ১০ পয়েন্ট করে। একমাত্র রাজস্থান ছাড়া কলকাতার নেট রান-রেট বাকি তিনটি দলের থেকে ভালে। সুতরাং, এই ম্যাচ জিতলে নীতীশরা রাজস্থানের পিছনে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে আসতে পারেন।

08 May 2023, 05:54:19 PM IST

প্রথম লেগের ফলাফল

মোহালিতে আইপিএল ২০২৩-র প্রথম লেগের ম্যাচে পঞ্জাব কিংসের কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৭ রানে হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। শুরুতে ব্যাট করে পঞ্জাব ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান তোলে। ভানুকা রাজাপক্ষে ৫০ ও শিখর ধাওয়ান ৪০ রান করেন। পালটা ব্যাট করতে নেমে কলকাতা ১৬ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। আন্দ্রে রাসেল ৩৫ ও বেঙ্কটেশ আইয়ার ৩৪ রান করেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.