শার্দুল ঠাকুরের ব্যাটের হাত যে মন্দ নয়, এতদিনে সেটা সবার জানা। তবে আইপিএলের মঞ্চে ২০ বলে হাফ-সেঞ্চুরি করে জোস বাটলারের রেকর্ড (চলতি আইপিএলে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরির) ছোঁবেন শার্দুল, এতটাও আশা করেননি কেউ। একসময় ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কেকেআর একঝটকায় ২০০ রানের গণ্ডি টপকে যায় শার্দুলের অভাবনীয় ইনিংসের সুবাদেই। শেষমেশ ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৮ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন ঠাকুর।
ইডেনে চার-ছক্কার ঝড় তুলে সঙ্গত কারণেই স্পটলাইটে চলে আসেন শার্দুল। ম্যাচের সেরার পুরস্কারও জোটে তাঁর। সবাই যখন ঠাকুরকে নিয়ে ধন্য ধন্য করতে ব্যস্ত, যথার্থ অধিনায়কের মতোই অন্য এক ক্রিকেটারের লড়াইকে কুর্নিশ জানাতে ভুললেন না নীতিশ রানা। শার্দুলের জৌলুসে ঢাকা পড়লেও রিঙ্কু সিংয়ের জন্যই যে নাইট রাইডার্সের পক্ষে বড় রানের ইনিংস গড়া সম্ভব হয়, ক্রিকেট সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলেই তা বুঝে নিতে অসুবিধা হয় না।
একপ্রান্ত আঁকড়ে রিঙ্কু যেভাবে শার্দুলের সঙ্গে পার্টনারশিপ গড়েন এবং সময় মতো নিজে বড় শট নিয়ে দলের ইনিংসে অবদান রাখেন, তা এককথায় অসাধারণ। চাপে পড়ে যাওয়া দলকে আক্ষরিক অর্থেই টেনে তোলেন রিঙ্কু। সেকারণেই ম্যাচের শেষে তাঁর ৩৩ বলে ৪৬ রানের ইনিংসের যারপরনাই প্রশংসা করেন ক্যাপ্টেন রানা।
আরও পড়ুন:- KKR vs RCB: বরুণ-নারিন-সুয়াশের স্পিন ত্রিফলায় বিদ্ধ আরসিবি, ইডেনে বিরাট জয় কলকাতার
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নীতিশ বলেন, ‘লোকে যতটা শার্দুলকে নিয়ে কথা বলছে, ততটাই কৃতিত্ব প্রাপ্য রিঙ্কুরও। সন্দেহ নেই শার্দুল দুর্দান্ত ব্যাট করেছে। তবে রিঙ্কু যে ভূমিকা পালন করেছে, তাতে শার্দুলের সঙ্গে ওরও প্রশংসা করতেই হয়। আমাদের পরিকল্পনাই ছিল রিঙ্কু একদিক দিয়ে ধরে খেলবে আর শার্দুল বোলারদের পেটাবে। ম্যাচে সেই পরিকল্পনা যথাযথ বাস্তবায়িত করেছে ওরা। ওরা দু’জনের অসাধরণ ব্যাট করেছে।'
ফুটবলের ভাষায় বললে বলতে হয় যে, গোল করে যিনি ম্য়াচ জিতিয়েছেন, নিঃসন্দেহে নায়ক তিনিই। তবে যিনি গোল করিয়েছেন, দলের জয়ে তাঁর ভূমিকাও অস্বীকার করা যাবে না। এমনটাই বোঝাতে চেয়েছেন নাইট অধিনায়ক।
উল্লেখ্য, ইডেনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রান তোলে। শার্দুল ৬৮, রহমানউল্লাহ ৫৭ ও রিঙ্কু ৪৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ১৭.৪ ওভারে ১২৩ রানে অল-আউট হয়ে যায়। ৮১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে নাইট রাইডার্স। ৪টি উইকেট নেন বরুণ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।