একসময় টানা ৪টি ম্যাচ হেরে লিগ টেবিলের তলানিতে চলে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের প্রথম ৭টি ম্যাচের মধ্যে কলকাতা জেতে মাত্র ২টি ম্যাচ। তবে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ান নীতীশ রানারা। পরবর্তী ৪টি ম্যাচের মধ্যে কলকাতা জয় তুলে নেয় ৩টি ম্যাচে। এমনটা নয় যে, কেকেআরের শেষ চারে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। বরং কোনও ম্যাচ হেরে বসলে কেকেআরের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইডেনে রাজস্থানের কাছে হেরে ঠিক সেই পরিস্থিতিতেই পড়ে যায় নাইট রাইডার্স। টুর্নামেন্ট থেকে কলকাতাকে কার্যত ছিটকে দিয়ে প্লে-অফের দৌড়ে অক্সিজেন সংগ্রহ করে নেন সঞ্জু স্যামসনরা।
ম্যাচের সেরা যশস্বী
১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন যশস্বী জসওয়াল।
লিগ টেবিলের তিনে উঠল রাজস্থান
রাজস্থানের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে যাওয়ার মুখে কলকাতা নাইট রাইডার্স। বাকি ২টি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি এগনো সম্ভব হবে না নীতীশ রানাদের পক্ষে। অন্যদিকে কলকাতাকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে রাজস্থান রয়্যালস।
৯ উইকেটের বিরাট জয় রাজস্থানের
কলকাতা নাইট রাইডার্সের ৮ উইকেটে ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৩.১ ওভারে ১ উইকেরে বিনিময়ে ১৫১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে রয়্যালস। ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন যশস্বী জসওয়াল। তিনি নিশ্চিত শতরান হাতছাড়া করেন। ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৮ রান করে নট-আউট থাকেন সঞ্জু স্যামসন। তিনিও ব্যক্তিগত অর্ধশতরান মাঠে ফেলে আসেন।
জয়ের দোরগোড়ায় রাজস্থান
১৩তম ওভারে সুয়াশ শর্মার বলে ১টি চার মারেন যশস্বী জসওয়াল। ওভারে ৭ রান ওঠে। ১৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ১৪৭ রান। জয়ের জন্য ৭ ওভারে ৩ রান দরকার রয়্যালসের। জসওয়াল ৯৪ রানে ব্যাট করছেন। ৪৮ রানে ব্যাট করছেন স্যামসন।
বরুণের ওভারে ১৩ রান
১২তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ১টি চার মারেন যশস্বী এবং ১টি ছক্কা মারেন স্যামসন। ওভারে ১৩ রান ওঠে। ১২ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ১৪০ রান। যশস্বী ৮৯ ও স্য়ামসন ৪৭ রানে ব্যাট করছেন। বরুণ ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন।
অনুকূলের ওভারে ৩টি ছক্কা সঞ্জুর
১১তম ওভারে অনুকূল রায়ের বলে ৩টি ছক্কা মারেন সঞ্জু স্যামসন। ওভারে ২০ রান ওঠে। রাজস্থানের স্কোর ১ উইকেটে ১২৭ রান। যশস্বী ৮৩ ও স্যামসন ৪০ রানে ব্যাট করছেন।
সুয়াশের ওভারে ৬ রান
দশম ওভারে সুয়াশ শর্মার বলে ১টি চার মারেন সঞ্জু স্যামসন। ওভারে ৬ রান ওঠে। ১০ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ১০৭ রান।
১০০ টপকাল রাজস্থান
৮.৫ ওভারে নিজের বলেই সঞ্জু স্যামসনের ক্যাচ ছাড়েন সুনীল নারিন। ৯ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ১০১ রান। জসওয়াল ৮১ রানে ব্যাট করছেন। নারিন ২ ওভারে ১৩ রান খরচ করেছেন।
সুয়াশকেও ছক্কা যশস্বীর
অষ্টম ওভারে সুয়াশ শর্মার বলে ১টি ছক্কা হাঁকান যশস্বী জসওয়াল। ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৯৮ রান। যশস্বী ৭৮ রানে ব্যাট করছেন। স্যামসন ব্যাট করছেন ১৬ রানে।
নারিনকে ছক্কা হাঁকালেন যশস্বী
সপ্তম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। একটি ছক্কা হাঁকান যশস্বী। ওভারে ১০ রান ওঠে। ৭ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৮৮ রান। ৭০ রানে ব্যাট করছেন যশস্বী।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলেছে রাজস্থান রয়্যালস। অর্থাৎ, পাওয়ার প্লে-তেই অর্ধেকের বেশি রান তুলে ফেলে তারা। জয়ের জন্য শেষ ১৪ ওভারে ৭২ রান দরকার রয়্যালসের। ষষ্ঠ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন স্যামসন। সঞ্জু ১২ রানে ব্যাট করছেন। ৬২ রান করেছেন যশস্বী। বরুণ ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।
তাণ্ডব জারি যশস্বীর
পঞ্চম ওভারে হর্ষিত রানার বলে ২টি চার মারেন যশস্বী জসওাল। ওভারে ৯ রান ওঠে। ৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৬৮ রান। ২৩ বলে ৬২ রান করেন যশস্বী। মেরেছেন ৯টি চার ও ৩টি ছক্কা। ২ ওভারে ২২ রান খরচ করেছেন হর্ষিত।
বরুণের ওভারে ৫ রান
চতুর্থ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ১টি চার মারেন যশস্বী। ওভারে মোট ৫ রান ওঠে। ৪ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৫৯ রান। জসওয়াল ৫৪ রানে ব্যাট করছেন।
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড যশস্বীর
৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৩ বলে হাফ-সেঞ্চুরি যশস্বী জসওয়ালের। আইপিএলের ইতিহাসে সব থেকে কম বলে অর্ধশতরানের সর্বকালীন রেকর্ড গড়লেন তিনি। জসওয়াল ভেঙে দেন লোকেশ রাহুলের ১৪ বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড। তৃতীয় ওভারে শার্দুল ঠাকুরের বলে ৩টি চার মারেন যশস্বী। ওভারে ১৪ রান ওঠে। ৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৫৪ রান। ৫০ রানে ব্যাট করছেন জসওয়াল।
রান-আউট বাটলার
১.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন জোস বাটলার। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ৩০ রানে ১ উইকেট হারায় রাজস্থান। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। ওভারের পঞ্চম বলে ওভার-থ্রো হিসেবে ৪ রান উপহার পান যশস্বী। হর্ষিত রানার শেষ বলে ছক্কা হাঁকান জসওয়াল। ওভারে ১৪ রান ওঠে। ২ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৪০ রান। ৯ বলে ৩৭ রান করেছেন যশস্বী।
৬,৬,৪,৪,২,৪, ধ্বংসাত্মক শুরু রাজস্থানের
জোস বাটলারকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। কেকেআরের হয়ে বোলিং শুরু করেন নীতীশ রানা। প্রথম ওভারের ৬টি বলে ২টি ছক্কা ও ৩টি চার মারেন যশস্বী। ১টি ২ রান নেন তিনি। প্রথম ওভারেই ২৬ রান সংগ্রহ করে নেয় রাজস্থান। কলকাতা বেঙ্কটেশকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়াশ শর্মাকে মাঠে নামায়।
নারিন আউট, দেড়শোর দোরগোড়ায় থামল কলকাতা
১৯.৬ ওভারে সন্দীপ শর্মার বলে জো রুটের হাতে ধরা পড়েন সুনীল নারিন। ৫ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য রাজস্থানের দরকার ১৫০ রান। ৬ বলে ৬ রান করে অপরাজিত থাকেন অনুকূল। সন্দীপ ৪ ওভারে ৩৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
চাহালের চতুর্থ শিকার রিঙ্কু
১৮.৪ ওভারে চাহালের বলে জো রুটের হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ১৮ বলে ১৬ রান করেন তিনি। মাকেন ১টি ছক্কা। কলকাতা ১৪০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুনীল নারিন। ১৯ ওভার শেষে কলকাতার স্কোর ৭ উইকেটে ১৪২ রান। চাহাল ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।
সন্দীপের ওভারে ৮ রান
১৮তম ওভারে সন্দীপ শর্মার বলে ১টি ছক্কা মারেন রিঙ্কু সিং। ওভারে মোট ৮ রান ওঠে। কলকাতার স্কোর ৬ উইকেটে ১৩৮ রান। রিঙ্কু ১৬ রানে ব্যাট করছেন। সন্দীপ ৩ ওভারে ২৭ রান খরচ করেছেন।
চাহালের তৃতীয় শিকার শার্দুল
একই ওভারে বেঙ্কটেশ আইয়ার ও শার্দুল ঠাকুরের উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। ১৬.৪ ওভারে চাহালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শার্দুল। ২ বলে ১ রান করেন তিনি। কলকাতা ১২৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুকূল রায়। ১৭ ওভার শেষে কলকাতার স্কোর ৬ উইকেটে ১৩১ রান। চাহাল ৩ ওভারে ২২ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
বেঙ্কটেশ আইয়ার আউট
১৬.১ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ট্রেন্ট বোল্টের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ৪২ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ২টি চার ও ৪টি ছক্কা। কলকাতা ১২৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর।
বেঙ্কটেশের হাফ-সেঞ্চুরি
২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেঙ্কটেশ আইয়ার। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১২৭ রান।
অশ্বিনের বোলিং কোটা শেষ
১৫তম ওভারে মাত্র ৬ রান খরচ করেন অশ্বিন। তিনি ৪ ওভার বল করে ৩২ রান খরচ করেছেন। কলকাতার স্কোর ৪ উইকেটে ১১৪ রান। বেঙ্কটেশ ৪৯ রানে ব্যাট করছেন।
আন্দ্রে রাসেল আউট
১৩.৩ ওভারে কেএম আসিফের বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন আন্দ্রে রাসেল। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১০ রান করে মাঠ ছাড়েন দ্রে রাস। কলকাতা ১০৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১১০ রান। ৪৪ রানে ব্যাট করছেন বেঙ্কটেশ।
১০০ ছুঁল নাইট রাইডার্স
১২তম ওভারে কেএম আসিফ মাত্র ৬ রান খরচ করেন। তবে ১৩তম ওভারে ১৫ রান খরচ করেন চাহাল। ১টি ছয় ও ২টি চার মারেন বেঙ্কটেশ। ১৩ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ১০০ রান। বেঙ্কটেশ ৪২ ও রাসেল ৪ রানে ব্যাট করছেন। চাহাল ২ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
নীতীশ রানা আউট
১০.২ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে শিমরন হেতমায়েরের হাতে ধরা পড়েন নীতীশ রানা। ১৭ বলে ২২ রান করেন নাইট দলনায়ক। মারেন ২টি চার। কলকাতা ৭৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। নীতীশকে ফেরানো মাত্রই আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারে পরিণত হন চাহাল। তিনি ভেঙে দেন ডোয়েন ব্র্যাভোর সর্বকালীন রেকর্ড। ১১ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৭৯ রান।
অশ্বিনকে আক্রমণ কেকেআরের
দশম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে ২টি ছক্কা মারেন বেঙ্কটেশ আইয়ার। ১টি চার মারেন নীতীশ রানা। ওভারে মোট ১৮ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৭৬ রান। রানা ২২ ও বেঙ্কটেশ ২৩ রানে ব্যাট করছেন। অশ্বিন ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।
জো রুটের ওভারে ৮ রান
নবম ওভারে জো রুটের বলে ১টি চার মারেন নীতীশ রানা। ওভারে মোট ৮ রান ওঠে। ৯ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৫৮ রান। রানা ১৭ ও বেঙ্কটেশ ১০ রানে ব্যাট করছেন। রুট ২ ওভারে ১৩ রান খরচ করেছেন।
৫০ ছুঁল কলকাতা
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স। অশ্বিনের ওভারে ৬ রান সংগ্রহ করে কেকেআর। ৮ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৫০ রান। রানা ১১ ও বেঙ্কটেশ ৮ রানে ব্যাট করছেন। অশ্বিন ২ ওভারে ৮ রান খরচ করেছেন।
জো রুটের ওভারে ৭ রান
সপ্তম ওভারে বল করতে আসেন জো রুট। তাঁর ওভারে ৭ রান সংগ্রহ করে কলকাতা। যদিও ২ রান আসে লেগ-বাই হিসেবে। সুতরাং, রুট নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন। ৭ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৪৪ রান।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে মাত্র ২ রান খরচ করেন রবিচন্দ্রন অশ্বিন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৩৭ রান। বেঙ্কটেশ ২ ও রানা ৬ রানে ব্যাট করছেন।
বোল্টের দ্বিতীয় শিকার গুরবাজ
৪.১ ওভারে ট্রেন্ট বোল্টের বলে সন্দীপ শর্মার হাতে ধরা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। ১২ বলে ১৮ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। কলকাতা ২৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নীতীশ রানা। ৫ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৩৫ রান। বোল্ট ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
সন্দীপের ওভারে জোড়া ছক্কা গুরবাজের
চতুর্থ ওভারে সন্দীপ শর্মার প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন রহমানউল্লাহ গুরবাজ। ওভারে মোট ১৫ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ২৯ রান। ১৮ রানে ব্যাট করছেন গুরবাজ। সন্দীপ ২ ওভারে ১৯ রান খরচ করেছেন।
জেসন রয় আউট
তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম বলে চার মারেন জেসন রয়। তবে দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে শিমরন হেতমায়েরের হাতে ধরা পড়েন তিনি। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১০ রান করেন জেসন। কলকাতা ১৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার। ৩ ওভার শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ১৪ রান। বোল্ট ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
সন্দীপের ওভারে ৪ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন সন্দীপ শর্মা। চতুর্থ বলে বাউন্ডারি মারেন রহমানউল্লাহ। ওভারে মোট ৪ রান ওঠে। ২ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ১০ রান।
ম্যাচ শুরু
রহমানউল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে কেকেআরের হয়ে ওপেন করতে নামেন জেসন রয়। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম বলে ২ রান নিয়ে খাতা খোলেন জেসন। চতুর্থ বলে চার মারেন তিনি। প্রথম ওভারে ৬ রান ওঠে।
দু'দলের পরিবর্ত ক্রিকেটার
কলকাতা- সুয়াশ শর্মা, বৈভব আরোরা, নারায়ণ জগদীশান, লকি ফার্গুসন ও উমেশ যাদব।
রাজস্থান- দেবদূত পাডিক্কাল, রিয়ান পরাগ, মুরুগান অশ্বিন, নভদীপ সাইনি ও ডোনোভান ফেরেইরা।
রাজস্থানের প্রথম একাদশ
যশস্বী জসওয়াল, জোস বাটলার, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেতমায়ের, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, কেএম আসিফ, ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল।
কলকাতার প্রথম একাদশ
জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, অনুকূল রায়, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
টস হারল কেকেআর
ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে সঞ্জু স্যামসন শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিম নাইট রাইডার্সকে। সুতরাং, ইডেনে রান তাড়া করবে রাজস্থান। নীতীশ রানা জানিয়ে দেন যে, তাঁরা বৈভব আরোরার বদলে বাড়তি স্পিনার হিসেবে অনুকূল রায়কে মাঠে নামাচ্ছেন। সুতরাং, রাজস্থান ম্যাচে কলকাতার হয়ে স্পিন বোলিং করতে দেখা যাবে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সুয়াশ শর্মা ও অনুকূল রায়কে। নীতীশ রানা নিজেও কয়েক ওভার হাত ঘোরাতে পারেন।
কলকাতার তুরুপের তাস হতে পারেন নারিন
বেশ কিছুদিন হয়ে গেল উইকেটের মুখ দেখেননি সুনীল নারিন। তা সত্ত্বেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতার তুরুপের তাস হতে পারেন তিনি। কেনান জোস বাটলার ও সঞ্জু স্যামসনের বিরুদ্ধে তাঁর রেকর্ড ভালো। টি-২০ ক্রিকেটে বাটলারকে ৬৭টি বল করে ৬৯ রান খরচ করেছেন নারিন এবং আউট করেছেন ৩ বার। স্যামসনকে ৭৮টি বল করে ৬৪ রান খরচ করেছেন ক্যারিবিয়ান তারকা। তাঁকেও ৩ বার সাজঘরে ফিরিয়েছেন নারিন।
জেসন সম্ভবত ইমপ্যাক্ট প্লেয়ারই
জেসন রয়কে দলে নেওয়ার সময়েই নাইট কোচ জানিয়েছিলেন যে, ব্রিটিশ তারকা যথাযথ ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন। সেই মতো জেসনকে সুয়াশ শর্মার সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রদবদল করে মাঠে নামাচ্ছে কলকাতা। রাজস্থান ম্যাচেও সম্ভবত একই পদক্ষেপ নিতে পারে কেকেআর।
গুরবাজেই আস্থা, নাকি বিবেচনায় চার্লস?
রাজস্থানের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স চার বিদেশির কোটায় কোনও পরিবর্তন করে কিনা, সেটা জানার জন্য আগ্রহী সমর্থকরা। গুরবাজ কয়েকটি ভালো ইনিংস খেললেও ধারাবাহিকতা দেখাতে পারছেন না। তাঁর বদলে কি জনসন চার্লসকে মাঠে নামাবে কেকেআর? তাছাড়া সুনীল নারিনও দীর্ঘদিন উইকেটের মুখ দেখেননি।
কেকেআরের প্রথম ১১টি লিগ ম্যাচের ফলাফল
১. পঞ্জাব কিংসের কাছে ৭ রানে হেরে যায়।
২. আরসিবিকে ৮১ রানে হারিয়ে দেয়।
৩. গুজরাট টাইটানসকে ৩ উইকেটে পরাজিত করে।
৪. সানরাইজার্স হায়দরবাদার কাছে ২৩ রানে হেরে যায়।
৫. মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে পরাজিত হয়।
৬. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হার মানে।
৭. সিএসকের কাছে ৪৯ রানে পরাজিত হয়।
৮. আরসিবিকে ২১ রানে হারিয়ে দেয়।
৯. গুজরাট টাইটানসের কাছে ৭ উইকেটে হেরে যায়।
১০. সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে দেয়।
১১. পঞ্জাব কিংসকে ৫ উইকেটে পরাজিত করে।
আইপিএলের সংক্ষিপ্ত পয়েন্ট টেবিল
১. গুজরাট- ১১ ম্যাচে ১৬ পয়েন্ট (+০.৯৫১)
২. চেন্নাই- ১২ ম্যাচে ১৫ পয়েন্ট (+০.৪৯৩)
৩. মুম্বই- ১১ ম্যাচে ১২ পয়েন্ট (-০.২৫৫)
৪. লখনউ- ১১ ম্যাচে ১১ পয়েন্ট (+০.২৯৪)
৫. রাজস্থান- ১১ ম্যাচে ১০ পয়েন্ট (+০.৩৮৮)
৬. কলকাতা- ১১ ম্যাচে ১০ পয়েন্ট (-০.০৭৯)
রাজস্থানকে হারিয়ে তিন ওঠার হাতছানি কলকাতার সামনে
নিজেদের প্রথম ১১টি ম্যাচের মধ্যে কলকাতা নাইট রাইডার্স জিতেছে ৫টি ম্যাচে, হেরেছে ৬টি ম্যাচ। আপাতত ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে কেকেআর। বৃহস্পতিবার ইডেনে রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে কলকাতা একলাফে প্রথম তিনে চলে আসবে। রাজস্থানও ১১ ম্যাচে কলকাতার মতোই ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান-রেট তুলনায় ভালো হওয়ায় সঞ্জু স্যামসনরা রয়েছেন লিগ টেবিলের পাঁচ নম্বরে। চার নম্বরে থাকা লখনউয়ের সংগ্রহ ১১ ম্যাচে ১১ পয়েন্ট। তিন নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ১১ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। সুতরাং, রাজস্থানকে হারালে কলকাতার সংগ্রহে থাকবে ১২ ম্যাচে ১২ পয়েন্ট। তাদের নেট রান-রেট মুম্বইয়ের থেকেও ভালো। তাই নীতীশ রানারা গুজরাট ও চেন্নাইয়ের ঠিক পিছনে তৃতীয় স্থানে উঠে আসতে পারেন।