বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs RR: রাজস্থানকে ছিটকে দিয়ে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখল কলকাতা
মাভিকে অভিনন্দন মর্গ্যানের। ছবি- আইপিএল।

KKR vs RR: রাজস্থানকে ছিটকে দিয়ে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখল কলকাতা

কেকেআরের হয়ে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন শুভমন গিল।
  • শিবম মাভি ৪টি ও লকি ফার্গুসন ৩টি উইকেট দখল করেন।
  • শারজায় আইপিএল ২০২১-এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের আশা জিইয়ে রাখতে দু'দলের কাছেই এই ম্যাচটি জেতা খুবই জরুরি ছিল। তবে রাজস্থানকে হারিয়ে তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় কলকাতা। সেই সঙ্গে নিজেরা কার্যত প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখে। 

    07 Oct 2021, 11:39:20 PM IST

    ম্যাচের সেরা শিবম মাভি

    ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শিবম মাভি। শুভমন গিল হাফ-সেঞ্চুরি করলেও তাঁকে টপকে সেরার স্বীকৃতি আদায় করে নেন তাঁর অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের সতীর্থ।

    07 Oct 2021, 10:59:20 PM IST

    ৮৬ রানের বিশাল জয় কলকাতার

    কলকাতা নাইট রাইডার্সের ৪ উইকেটে ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৬.১ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায়। ৮৬ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে কলকাতা। তারা রাজস্থান রয়্যালসকে ছিটকে দিয়ে কার্যত শেষ চারের দিকে পা বাড়িয়ে দেয়।

    07 Oct 2021, 10:55:40 PM IST

    তেওয়াটিয়াকে ফেরালেন মাভি

    ১৭তম ওভারের প্রথম বলে রাহুল তেওয়াটিয়াকে বোল্ড করেন শিবম মাভি। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৪ রান করে ক্রিজ ছাড়েন রাহুল। রাজস্থান ১৬.১ ওভারে ৮৫ রানে অল-আউট হয়।

    07 Oct 2021, 10:48:24 PM IST

    রান-আউট চেতন

    ১৬তম ওভারের তৃতীয় বলে রান-আউট হলেন চেতন সাকারিয়া। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। রাজস্থান ৮৫ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান।

    07 Oct 2021, 10:46:11 PM IST

    ১৫ ওভারে রাজস্থান ৮৩/৮

    ১৫ ওভার শেষে রাজস্থান রয়্যালস ৮ উইকেটের বিনিময়ে ৮৩ রান তুলেছে। রাহুল তেওয়াটিয়া ৩৩ বলে ৪৩ রান করে অপরাজিত রয়েছেন। সাকারিয়া ব্যাট করছেন ৪ বলে ১ রান করে।

    07 Oct 2021, 10:30:12 PM IST

    উনাদকাটকে ফেরালেন ফার্গুসন

    ১২তম ওভারের দ্বিতীয় বলে উনাদকাটকে ফেরালেন ফার্গুসন। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৬ রান করে শাকিবের হাতে ধরা পড়েন জয়দেব। রাজস্থান ৬২ন রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতন সাকারিয়া। ১২ ওভারে রাজস্থান ৬৬/৮। তেওয়াটিয়া ২৭ রানে ব্যাট করছেন।

    07 Oct 2021, 10:22:37 PM IST

    ১০ ওভারে রাজস্থান ৪৯/৭

    শিবম মাভির ওভারে ৩টি বাউন্ডারি-সহ ১৪ রান তুললেন রাহুল তেওয়াটিয়া। ১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ৭ উইকেটের বিনিময়ে ৪৯ রান তুলেছে। তেওয়াটিয়া ব্যক্তিগত ১৬ রানে ব্যাট করছেন।

    07 Oct 2021, 10:18:28 PM IST

    মরিসের উইকেট তুলে নিলেন বরুণ

    নবম ওভারের শেষ বলে মরিসকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ালেন বরুণ চক্রবর্তী। ২ বল খেলে খাতা খুলতে পারেননি মরিস। ৩৫ রানে ৭ উইকেট হারায় রাজস্থান। ক্রিজে নতুন ব্যাটসম্যান জয়দেব উনাদকাট।

    07 Oct 2021, 10:15:42 PM IST

    দুবেকে ফেরালেন মাভি

    ফিলিপসের উইকেট তুলে নেওয়ার পর একই ওবারের শেষ বলে শিবম দুবেকেও বোল্ড করেন মাভি। ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ১৮ রান করে ক্রিজ ছাড়েন দুবে। রাজস্থান ৩৪ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস মরিস।

    07 Oct 2021, 10:09:13 PM IST

    ফিলিপসকে বোল্ড করলেন মাভি

    অষ্টম ওভারের তৃতীয় বলে ফিলিপসকে বোল্ড করলেন মাভি। ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ৮ রান করে ক্রিজ ছাড়েন ফিলিপস। রাজস্থান ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল তেওয়াটিয়া।

    07 Oct 2021, 10:03:33 PM IST

    পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজস্থান ১৭/৪

    পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে রাজস্থান রয়্যালস ৪ উইকেটের বিনিময়ে মাত্রা ১৭ রান তুলেছে। দুবে ১৫ বলে ১০ রান করেছেন। ফিলিপস ৭ বল খেলেও খাতা খুলতে পারেননি।

    07 Oct 2021, 09:51:59 PM IST

    রাওয়াতকে ফেরালেন ফার্গুসন

    লিভিংস্টোনকে আউট করার পর একই ওভারে অনূজ রাওয়াতকে ফেরালেন ফার্গুসন। ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হন অনূজ। ১ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। রাজস্থান ১৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।

    07 Oct 2021, 09:48:17 PM IST

    ফার্গুসন তুলে নিলেন লিভিংস্টোনর উইকেট

    চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ফার্গুসন তুলে নিলেন লিভিংস্টোনর উইকেট। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৬ রান করে ত্রিপাঠীর হাতে ধরা পড়েন লিয়াম। রাজস্থান ১২ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা। ক্রিজে নতুন ব্যাটসম্যান অনূজ রাওয়াত।

    07 Oct 2021, 09:38:19 PM IST

    মাভি ফেরালেন সঞ্জুকে

    বল হাতে নিয়েই দলকে সাফল্য এনে দেন শিবম মাভি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তিনি আউট করেন সঞ্জু স্যামসনকে। ৪ বলে ১ রান করে মর্গ্যানের হাতে ধরা পড়েন স্যামসন। রাজস্থান ১ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিবম দুবে। ২ ওভারে রাজস্থান ৪/২।

    07 Oct 2021, 09:33:47 PM IST

    যশস্বীকে ফেরালেন শাকিব

    প্রথম ওভারের তৃতীয় বলে যশস্বী জসওয়ালকে বোল্ড করেন শাকিব আল হাসান। খাতা খোলার আগেই ১ উইকেট হারায় রাজস্থান। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। প্রথম ওভারে রাজস্থান ১/১।

    07 Oct 2021, 09:32:10 PM IST

    রাজস্থানের রান তাড়া করা শুরু

    রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল ও লিয়াম লিভিংস্টোন। কলকাতার হয়ে বোলিং শুরু করেন শাকিব আল হাসান।

    07 Oct 2021, 09:16:55 PM IST

    কলকাতা ২০ ওভারে ১৭১/৪

    কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলেছে। মরিসের শেষ ওভারে ১৬ রান ওঠে। ১টি ছক্কা মারেন মর্গ্যান। তিনি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। দীনেশ কার্তিক ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৪ রান করে নট-আউট থেকে যান। জয়ের জন্য রাজস্থানের দরকার ১৭২।

    07 Oct 2021, 09:10:42 PM IST

    ১৯ ওভারে কলকাতা ১৫৫/৪

    ১৯ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলেছে। কার্তিক ১২ ও মর্গ্যান ৭ রানে ব্যাট করছেন।

    07 Oct 2021, 09:01:24 PM IST

    ত্রিপাঠীকে বোল্ড করলেন সাকারিয়া

    ১৮তম ওভারের প্রথম বলে রাহুল ত্রিপাঠীকে বোল্ড করেন চেতন সাকারিয়া। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২১ রান করে ক্রিজ ছাড়েন রাহুল। কলকাতা ১৪৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান।

    07 Oct 2021, 08:53:11 PM IST

    গিলকে ফেরালেন মরিস

    ১৬তম ওভারের চতুর্থ বলে গিলকে ফেরালেন ক্রিস মরিস। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৬ রান করে যশস্বীর হাতে ধরা পড়েন শুভমন। কলকাতা ১৩৩ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ১৬ ওভারে কেকেআর ১৩৫/৩। ২০ রানে ব্যাট করছেন রাহুল ত্রিপাঠী।

    07 Oct 2021, 08:49:04 PM IST

    হাফ-সেঞ্চুরি গিলের

    ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন গিল। ১৫ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ২ উইকেটের বিনিময়ে ১২৭ রান তুলেছে।

    07 Oct 2021, 08:31:22 PM IST

    নীতিশ রানা আউট

    ক্রিজে এসেই ব্যাট চালাতে গিয়ে আউট রানা। ১২তম ওভারে ফিলিপসকে ১টি চার ও ১টি ছক্কা মারেন রানা। পঞ্চম বলে লিভিংস্টোনের হাতে ধরা পড়েন তিনি। ৫ বলে ১২ রান করে ক্রিজ ছাড়েন নাতিশ। কলকাতা ৯২ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী। তিনি প্রথম বলেই বাউন্ডারি মারেন। ১২ ওভার শেষে কেকেআর ৯৭/২। গিল ৩৬ রানে ব্যাট করছেন।

    07 Oct 2021, 08:26:23 PM IST

    বেঙ্কটেশকে ফেরালেন তেওয়াটিয়া

    একাদশতম ওভারের পঞ্চম বলে বেঙ্কটেশকে ফিরিয়ে কেকেআরের ওপেনিং জুটি ভাঙেন রাহুল তেওয়াটিয়া। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৩৮ রান করে বোল্ড হন আইয়ার। কলকাতা ৭৯ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নীতিশ রানা।

    07 Oct 2021, 08:20:38 PM IST

    কেকেআর ১০ ওভারে ৬৯/০

    দশম ওভারে উনাদকাটের বলে জোড়া ছক্কা হাঁকান বেঙ্কটেশ। ১০ ওভার শেষে কেকেআর কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান তুলেছে। বেঙ্কটেশ ৩৭ ও গিল ২৭ রানে ব্যাট করছেন।

    07 Oct 2021, 08:11:57 PM IST

    ৮ ওভারে ৫০ কলকাতার

    ৮ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের স্কোর ৫০/০। গিল ২৩ বলে ২৪ রান করে অপরাজিত রয়েছেন। বেঙ্কটেশ ব্যাট করছেন ২৫ বলে ২১ রান করে

    07 Oct 2021, 08:01:22 PM IST

    পাওয়ার প্লে-র ৬ ওভারে কলকাতা ৩৪/০

    পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান তুলেছে। শুভমন গিল ১৮ ও বেঙ্কটেশ আইয়ার ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত রয়েছেন।

    07 Oct 2021, 07:50:13 PM IST

    ৪ ওভারে কলকাতা ২০/০

    সতর্ক শুরু কলকাতার। ৪ ওভার শেষে তারা কোনও উইকেট না হারিয়ে ২০ রান তুলেছে। গিল ৯ ও বেঙ্কটেশ ব্যক্তিগত ৮ রানে ব্যাট করছেন।

    07 Oct 2021, 07:35:25 PM IST

    ম্যাচ শুরু

    কলকাতার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন শুভমন গিল ও বেঙ্কটেশ আইয়ার। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন জয়দেব উনাদকাট। ১টি বাউন্ডারি মারেন গিল। প্রথম ওভারে ৮ রান ওঠে। কোনও উইকেট হারায়নি কলকাতা।

    07 Oct 2021, 07:21:53 PM IST

    রাজস্থানের প্রথম একাদশ

    রাজস্থান চার বিদেশির কোটায় মাঠে নামায় লিভিংস্টোন, মরিস, ফিলিপস ও মুস্তাফিজুরকে।রাজস্থানের প্লেয়িং ইলেভেন: যশস্বী জসওয়াল, লিয়াম লিভিংস্টোন, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটককিপার), শিবম দুবে, গ্লেন ফিলিপস, অনূজ রাওয়াত,  রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।

    07 Oct 2021, 07:17:49 PM IST

    দলে চারজন ক্রিকেটার বদল রাজস্থানের

    রাজস্থান রয়্যালস তাদের প্লেয়িং ইলেভেন একসঙ্গে চারজন ক্রিকেটার বদল করে। বাদ পড়েন লুইস, গোপাল, মিলার ও কুলদীপ। দলে ঢোকেন লিভিংস্টোন, উনাদকাট, রাওাত ও মরিস।

    07 Oct 2021, 07:15:33 PM IST

    কলকাতার প্রথম একাদশ

    কেকেআর চার বিদেশির কোটায় মাঠে নামায় মর্গ্যান, নারিন, শাকিব ও ফার্গুসনকে।কলকাতার প্লেয়িং ইলেভেন: শুভমন গিল, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

    07 Oct 2021, 07:07:19 PM IST

    দলে ফিরলেন ফার্গুসন

    গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার প্রথম একাদশে ফেরেন লকি ফার্গুসন। তাঁকে জায়গা ছেড়ে দেন টিম সাউদি। যদিও আন্দ্রে রাসেলকে এই ম্যাচেও দলে পাচ্ছে না কেকেআর।

    07 Oct 2021, 07:05:14 PM IST

    টস জিতল রাজস্থান

    কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে টস জিতল রাজস্থান রয়্যালস। টস জিতে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান কেকেআরকে। সুতরাং, শারজায় টস হেরে শুরুতে ব্যাটিং কলকাতার।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড

    Latest IPL News

    মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.