বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs RR: কলকাতার কাছে যেন ঈশ্বরের দূত রিঙ্কু, ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন রানা
জমাট জুটি রানা-শ্রেয়সের। ছবি- আইপিএল।

KKR vs RR: কলকাতার কাছে যেন ঈশ্বরের দূত রিঙ্কু, ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন রানা

অবশেষে শাপমুক্তি কলকাতার। টানা ৫ ম্যাচে পরাজিত হওয়ার পরে দলগত প্রচেষ্টায় জয়ে ফিরল কলকাতা। ব্যর্থ হয় সঞ্জু স্যামসনের অধিনায়কোচিত লড়াই।

পরপর পাঁচ ম্যাচে হেরে চলতি আইপিএলে রীতিমতো কোণঠাসা ছিল কলকাতা নাইট রাইডার্স।  প্লে-অফের দরজা বন্ধ না হলেও রাস্তা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে সন্দেহ নেই। লড়াইয়ে টিকে থাকতে হলে কলকাতার অবিলম্বে জয়ে ফেরা দরকার ছিল। শেষমেশ ওয়াংখেড়ে স্টেডিয়ামে IPL 2022-এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে পরাজিত করে কেকেআর। সেই সুবাদে আইপিএল অভিযানে প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করে নেন শ্রেয়স আইয়াররা।

02 May 2022, 11:43:00 PM IST

ম্যাচের সেরা রিঙ্কু

২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলা ছাড়াও ম্যাচে ২টি অনবদ্য ক্যাচ ধরেন রিঙ্কু সিং। শেষমেশ তাঁর হাতেই ওঠে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার।

02 May 2022, 11:29:08 PM IST

৭ উইকেটে জয় কলকাতার

রাজস্থান রয়্যালসের ৫ উইকেটে ১৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৯.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে কেকেআর। দলগত প্রচেষ্টায় জয় এলেও কলকাতা শিবিরে ঈশ্বরের দূত হয়ে উদয় হন রিঙ্কু সিং। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৮ রান করে নট-আউট থাকেন নীতিশ রানা। শেষ ওভারের কুলদীপের প্রথম বলে ছক্কা মেরে ম্যাচ জেতান রানাই।

02 May 2022, 11:19:35 PM IST

শেষ ওভারে ১ রান দরকার কলকাতার

১৯ ওভারেই স্কোর লেভেল করে ফেলে কলকাতা। সুতরাং, জয়ের জন্য শেষ ওভারে তাদের দরকার ১ রান। রিঙ্কু সিং ও রানা উভয়েই ৪২ রান করে সংগ্রহ করেছেন।

02 May 2022, 11:09:55 PM IST

২ ওভারে কলকাতার দরকার ১৮

চাহালের ওভারে ১৩ রান ওঠে। ২টি চার মারেন রিঙ্কু। ১৮ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ১৩৫ রান। জয়ের জন্য ২ ওভারে ১৮ রান দরকার তাদের। রানা ৩৯ ও রিঙ্কু ৩২ রানে ব্যাট করছেন।

02 May 2022, 11:05:03 PM IST

জয়ের জন্য ৩ ওভারে ৩১ রান দরকার কলকাতার

১৭ ওভার শেষে নাইট রাইডার্সের সংগ্রহ ৩ উইকেটে ১২২ রান। জয়ের জন্য ৩ ওভারে ৩১ রান দরকার কলকাতার। রানা ৩৯ ও রিঙ্কু ২১ রানে ব্যাট করছেন।

02 May 2022, 10:51:47 PM IST

৫ ওভারে কলকাতার দরকার ৪৬ রান

১৫ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৫ ওভারে কলকাতার দরকার ৪৬ রান। ২৯ বলে ৩৮ রান করেছেন নীতিশ রানা। ৬ বলে ৮ রান করেছেন রিঙ্কু সিং। রানা ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

02 May 2022, 10:41:06 PM IST

শ্রেয়স আউট

১২.৫ ওভারে ট্রেন্ট বোল্টের বলে সঞ্জু স্যামসনের দস্তানায় ধরা পড়েন শ্রেয়স আইয়ার।  প্রাথমিকভাবে আম্পায়ার ওয়াইড বলের সংকেত দেন। তবে স্যামসন রিভিউ নিলে সিদ্ধান্ত বদল করতে হয় আম্পায়ারকে। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন শ্রেয়স। কলকাতা ৯২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিঙ্কু সিং। তিনি প্রথম বলেই বাউন্ডারি মারেন।

02 May 2022, 10:30:15 PM IST

আগ্রাসী ব্যাটিং রানার

ইনিংসের ১১তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনকে ২টি চার ও ১টি ছক্কা মারেন রানা। ওভারে মোট ১৬ রান ওঠে। ১১ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৭৫ রান। শ্রেয়স ২৬ ও রানা ২৩ রান করেছেন।

02 May 2022, 10:16:58 PM IST

৫০ ছুঁল কলকাতা

ইনিংসের নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছোঁয় কলকাতা। তাদের স্কোর ২ উইকেটে ৫০। শ্রেয়স আইয়ার ২১ বলে ২০ রান করেছেন। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। ১০ বলে ৮ রান করেছেন নীতিশ রানা।

02 May 2022, 10:05:12 PM IST

 ইন্দ্রজিৎ আউট

৫.৪ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে অশ্বিনের হাতে ধরা পড়েন ইন্দ্রজিৎ। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৫ রান করেন তিনি। কলকাতা ৩২ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নীতিশ রানা। পাওয়ার প্লে-র ৬ ওভারে কলকাতার স্কোর ২ উইকেটে ৩২।

02 May 2022, 09:51:33 PM IST

ফিঞ্চ আউট

৩.১ ওভারে অ্যারন ফিঞ্চকে বোল্ড করেন কুলদীপ সেন। ৭ বলে ৪ রান করে মাঠ ছাড়েন ফিঞ্চ। কলকাতা ১৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। তিনি মাঠে নেমেই চার মারেন। ৪ ওভার শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ২১।

02 May 2022, 09:49:32 PM IST

৩ ওভারে কলকাতা ১৫/০

৩ ওভার শেষে কলকাতা কোনও উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করেছে। ইন্দ্রজিৎ ১০ রান করেছেন। ফিঞ্চ করেছেন ৪ রান।

02 May 2022, 09:35:57 PM IST

কলকাতার রান তাড়া করা শুরু

কলকাতার হয়ে ইনিংসের ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ ও বাবা ইন্দ্রজিৎ। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ইন্দ্রজিৎ। দ্বিতীয় বলে ২ রান নেন ফিঞ্চ। প্রথম ওভারে ৬ রান ওঠে।

02 May 2022, 09:19:14 PM IST

রাজস্থান রয়্যালস ২০ ওভারে ১৫২/৫

নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৫ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে। সুতরাং, জয়ের জন্য় কলকাতার দরকার ১৫৩।

02 May 2022, 09:11:36 PM IST

সাউদির ওভারে জোড়া ছক্কা হাঁকালেন হেতমায়ের

১৯তম ওভারে সাউদির বলে জোড়া ছক্কা হাঁকান শিমরন হেতমায়ের। ওভারে মোট ২০ রান ওঠে। ১৯ ওভার শেষে রাজস্থানের স্কোর ৫ উইকেটে ১৪২ রান। হেতমায়ের ১৯ ও অশ্বিন ৫ রানে ব্যাট করছেন। সাউজি ৪ ওভারে ৪৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

02 May 2022, 08:58:59 PM IST

সঞ্জু স্যামসন আউট

১৭.১ ওভারে শিবম মাভির বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন রাজস্থান দলনায়ক। রাজস্থান ১১৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন। ১৮ ওভারে রাজস্থানের স্কোর ১২২/৫।

02 May 2022, 08:57:17 PM IST

রিয়ান পরাগ আউট

১৬.৬ ওভারে টিম সাউদির বলে অনুকূল রায়ের হাতে ধরা পড়েন রিয়ান পরাগ। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন রিয়ান। রাজস্থান ১১৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিমরন হেতমায়ের।

02 May 2022, 08:50:01 PM IST

সুনীল নারিন ৪ ওভারে ১৯/০

৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন সুনীল নারিন। তিনি কোনও উইকেট না নিলেও মাত্র ১৯ রান খরচ করেন। ১৬ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩ উইকেটে ১০৮।

02 May 2022, 08:45:39 PM IST

উমেশ যাদব ৪ ওভারে ২৪/১

৪ ওভারের বোলিং কোটা শেষ খরেন উমেশ যাদব। তিনি ১টি মেডেন-সহ ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ১৫ ওভারে রাজস্থান রয়্যালস ৩ উইকেটের বিনিময়ে ১০৫ রান সংগ্রহ করেছে। স্যামসন ৫২ ও রিয়ান ১২ রানে ব্যাট করছেন।

02 May 2022, 08:39:51 PM IST

হাফ-সেঞ্চুরি সঞ্জুর

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সঞ্জু স্যামসন। এটি তাঁর আইপিএল কেরিয়ারের ১৭তম অর্ধশতরান। রাজস্থান ১৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে। অনুকূল ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। স্যামসন ৫১ ও রিয়ান ৮ রানে ব্যাট করছেন।

02 May 2022, 08:36:54 PM IST

করুণ নায়ার আউট

১৩.১ ওভারে অনুকূল রায়ের বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন করুণ নায়ার। কলকাতার জার্সিতে এটিই অনুকূলের প্রথম উইকেট। নায়ার ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন। রাজস্থান দলগত ৯০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিয়ান পরাগ।

02 May 2022, 08:31:38 PM IST

১২ ওভারে রাজস্থান ৭৮/২

১২ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ২ উইকেটে ৭৮ রান। ৩৪ বলে ৪৩ রান করেছেন সঞ্জু স্যামসন। ৯ বলে ৮ রান করেছেন করুণ নায়ার।

02 May 2022, 08:22:18 PM IST

১০ ওভারে রাজস্থানের স্কোর ৬২/২

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে। ২৭ বলে ৩১ রান করেছেন সঞ্জু স্যামসন। অনুকূল রায় ৩ ওভারে ১৮ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।

02 May 2022, 08:13:46 PM IST

বাটলার আউট

ইনিংসের নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান রয়্যালস। ৮.৩ ওভারে টিম সাউদির বলে শিবম মাভির হাতে ধরা পড়েন জোস বাটলার। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২২ রান করে মাঠ ছাড়েন বাটলার। রাজস্থান ৫৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান করুণ নায়ার। ৯ ওভারে রাজস্থানের স্কোর ৫৮/২। স্যামসন ২৩ বলে ২৯ রান করেছেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

02 May 2022, 07:58:13 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজস্থান ৩৮/১

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে রাজস্থান রয়্যালস ১ উইকেটের বিনিময়ে ৩৮ রান তুলেছে। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২১ রান করেছেন স্যামসন।

02 May 2022, 07:55:00 PM IST

৫ ওভারে রাজস্থান ২৭/১

৫ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ২৭ রান। পঞ্চম ওভারে উমেশের বলে বাটলার ১টি ও স্যামসন ২টি চার মারেন। বাটলার ১১ ও স্যাসম ১২ রানে ব্যাট করছেন। উমেশ ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

02 May 2022, 07:40:38 PM IST

পাডিক্কালকে ফেরালেন উমেশ

২.১ ওভারে উমেশ যাদবের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দেবদূত পাডিক্কাল। ৫ বলে ২ রান করেন দেবদূত। রাজস্থান ৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ৩ ওভার শেষে কলকাতার স্কোর ৭/১।

02 May 2022, 07:31:32 PM IST

ম্যাচ শুরু

রাজস্থান রয়্যালসের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জোস বাটলার ও দেবদূত পাডিক্কাল। কলকাতার হয়ে নতুন বলে দৌড় শুরু করেন উমেশ যাদব। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন বাটলার। প্রথম ওভারে ৪ রান ওঠে।

02 May 2022, 07:16:52 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

জোস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), করুণ নায়ার, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ সিং।

02 May 2022, 07:13:22 PM IST

কলকাতার প্রথম একাদশ

অ্যারন ফিঞ্চ, অনুকূল রায়, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব ও শিবম মাভি।

02 May 2022, 07:10:40 PM IST

বাদ পড়লেন বেঙ্কটেশ

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ থেকে বাদ পড়লেন বেঙ্কটেশ আইয়ার। তাঁর জায়গায় দলে ঢোকেল অনুকূল। হর্ষিত রানার বদলে প্লেয়িং ইলেভেনে ফেরেন শিবম মাভি। রাজস্থান ডারিল মিচেলের বদলে দলে ফেরায় করুণ নায়ারকে।

02 May 2022, 07:05:06 PM IST

টস জিতল কলকাতা

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআর দলনায়ক শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থানকে। সুতরাং, ওয়াংখেড়েতে রান তাড়া করবে কলকাতা।

02 May 2022, 07:00:50 PM IST

কেকেআরের এপর্যন্ত আইপিএল ২০২২ অভিযান

১. চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দেয়।
২. আরসিবির কাছে ৩ উইকেটে হেরে যায়।
৩. পঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করে।
৪. মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৫. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হার মানে।
৬. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
৭. রাজস্থান রয়্যালসের কাছে ৭ রানে হেরে যায়।
৮. গুজরাট টাইটানসের কাছে ৮ রানে হার মানে।
৯. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে পরাজিত হয়।

02 May 2022, 06:50:44 PM IST

কলকাতার জার্সিতে অভিষেক হচ্ছে অনুকূলের

কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামছেন অনুকূল রায়। তাঁর হাতে কেকেআর ক্যাপ তুলে দেন রিঙ্কু সিং। পিঠ চাপড়ে দেন অভিষেক নায়ারও।

02 May 2022, 06:45:58 PM IST

প্রথম লেগের ফলাফল

চলতি আইপিএলের প্রথম পর্বের ম্যাচে রাজস্থান রয়্যালস ৭ রানের সংক্ষিপ্ত ব্যাবধানে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে ব্যাট করে রাজস্থান ২১৭ রান তোলে। জবাবে কলকাতা ২১০ রানে অল-আউট হয়ে যায়।

02 May 2022, 06:40:45 PM IST

মাইলস্টোনের সামনে রাসেলরা

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওয়াংখেড়ের ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের সামনে। রাসেল আইপিএলে ২০০০ রান পূর্ণ করতে পারেন। যদিও তার জন্য দ্রে রাসের দরকার ৭৩ রান। অন্যদিকে সুনীল নারিন মাত্র ১৯ রান করলেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১০০০ রান পূর্ণ করবেন। 

02 May 2022, 06:36:15 PM IST

কলকাতার পথের কাঁটা হতে পারেন বাটলার

চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন জোস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে ধারাবাহিকভাবে রান করে চলেছেন তিনি। ইতিমধ্যেই ৫০০ রানের গণ্ডি ছাপিয়ে গিয়েছেন ব্রিটিশ তারকা। স্বাভাবিকভাবেই কলকাতার ভয় এখন বাটলারকে নিয়েই। কেকেআরের জয়ে ফেরার পথে প্রধান কাঁটা হতে পারেন তিনিই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.