বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs RR Predicted XI: টানা ষষ্ঠ পরাজয়ে এড়াতে কি বরুণকে ফেরাবে কলকাতা, চোখ রাখুন সম্ভাব্য একাদশে

KKR vs RR Predicted XI: টানা ষষ্ঠ পরাজয়ে এড়াতে কি বরুণকে ফেরাবে কলকাতা, চোখ রাখুন সম্ভাব্য একাদশে

কেকেআর তারকা বরুণ চক্রবর্তী। ছবি- আইপিএল।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে বরুণ চক্রবর্তী বা প্যাট কামিন্স, কাউকেই খেলায়নি কেকেআর। 

চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতে মরশুমের শুরুটা বেশ ভালই করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে তারপরে লাগাতার পাঁচ ম্যাচ হেরে সব হিসেবনিকেশ গোলমাল হয়ে গিয়েছে। সোমবার (২ মে) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের মরশুমের ১০ নম্বর ম্যাচে মাঠে নামছে নাইটরা। এই ম্যাচে জয়ের সরণীতে ফিরতে কী কী বদল ঘটাতে পারে কেকেআর?

কেকেআর এখনও অবধি মাত্র তিনটি ম্যাচ জিতেছে। এই ম্যাচে পরাজয় মানে প্লে-অফে পৌঁছনোর আশা কার্যত শেষ। তাই নাইট বাহিনী মরিয়া হয়ে জয়ের উদ্দেশ্যে ওয়াংখেড়ে ময়দানে নামবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের বড় খেলোয়াড়দের ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ হয়। বরুণ চক্রবর্তী নিঃসন্দেহে কেকেআরের বড় খেলোয়াড়। তবে তিনি বা প্যাট কামিন্স, দিল্লির বিরুদ্ধে কেউই নাইটদের হয়ে সুযোগ পাননি। এ অবস্থায় প্রশ্ন হচ্ছে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী তাহলে বরুণদের ফেরাবে কেকেআর? উত্তরটা সম্ভবত নেতিবাচক।

ম্যাচটা দিনের বেলায় হলে তাও বরুণের খেলার আশা থাকত। তবে ম্যাচটি হবে রাতে এবং ওয়াংখেড়ের ময়দানে, যেখানে শিশির আধিক্য সবচেয়ে বেশি। তাই বরুণকে এই ম্যাচে ফেরানোর কোনো সঠিক কারণ নেই। অপরদিকে, টিম সাউদিও দল থেকে বাদ পড়ার মতো কিছুই করেননি। তাই কামিন্সেরও ম্যাচে খেলার সম্ভবনা কম। বেঙ্কটেশ আইয়ার খারাপ ফর্মে থাকলেও, সম্ভবত আরেকটি সুযোগ পাবেন তিনি। তাই এই ম্যাচে দলে বদল হওয়ার সম্ভবনা কম।

কেকেআরের সম্ভাব্য একাদশ:

বেঙ্কটেশ আইয়ার, অ্যারন ফিঞ্চ, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব ও হর্ষিত রানা

অপরদিকে, লিগ তালিকায় তিন নম্বরে থাকা রাজস্থান রয়্যালস কেকেআর হারালে তারা আবারও লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে। গত ম্যাচে মুম্বইয়ের কাছে হারলেও, তার আগের তিন ম্যাচে টানা জিতেছিলেন সঞ্জু স্যামসনরা। তাই তাদের চিন্তার খুব বেশি কিছু নেই। তবে কেকেআরের বিরুদ্ধে দলে একটি বদল ঘটাতে পারে রাজস্থান।

ডারিল মিচেল দুই ম্যাচে ব্যাট হাতে সুযোগ পেয়ে একটিতে ২০ বলে ১৭ ও অপরটিতে ২৪ বলে ১৬ রান করেছেন, যা একেবারেই ভাল নয়। বল হাতেও মুম্বইয়ের বিরুদ্ধে এক ওভারে ২০ রান লুটিয়েছিলেন তিনি। তাই এই ম্যাচেও তিনি সুযোগ পেলে তা সকলকে অবাকই করবে। তাঁর বদলে বরং নিউজিল্যান্ডের আরেক অলরাউন্ডার জিমি নিশামের এই ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। 

রাজস্থানের সম্ভাব্য একাদশ:

জোস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/ উইকেটকিপার), শিমরন হেতমায়ের, জিমি নিশাম, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.