বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > তাবড় তাবড় বোলারদের মেরে তুবড়ে দিচ্ছেন যশস্বী, পার্টটাইমার দিয়ে আটকাতে চেয়েছিল KKR, সাফাই নীতীশ রানার

তাবড় তাবড় বোলারদের মেরে তুবড়ে দিচ্ছেন যশস্বী, পার্টটাইমার দিয়ে আটকাতে চেয়েছিল KKR, সাফাই নীতীশ রানার

যশস্বীকে অভিনন্দন নীতীশ রানার। ছবি- এপি।

Kolkata Knight Riders vs Rajasthan Royals IPL 2023: ক্যাপ্টেন নীতীশ রানা ‘জুয়ায়’ বাজি হারতেই জারিজুরি শেষ কলকাতার। যদিও নিজের ভুল চালে হারতে হয়েছে দলকে, মানতে চাইলেন না নাইট দলনায়ক। বরং ব্যাটসম্যানদের ঘাড়ে দোষ চাপালেন তিনি।

টুর্নামেন্টের শুরু থেকেই বিশেষজ্ঞ বোলারদের মেরে তুবড়ে দিচ্ছেন যশস্বী জসওয়াল। নীতীশ রানা চেয়েছিলেন পার্টটাইম বোলার দিয়ে বাজি জিততে। নাইট দলনায়কের এই ফাটকা কাজে লাগেনি। দ্বিগুন উদ্যমে তাণ্ডব চালান জসওয়াল। রানা ‘জুয়ায়’ বাজি হারতেই কলকাতার জারিজুরি শেষ হয়ে যায়। ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথ কার্যত পরিষ্কার করে ফেলে কেকেআর।

ইডেনের পিচ দেখে কলকাতা ৫ জন স্পিনার নিয়ে মাঠে নামে, যার মধ্যে চারজন বিশেষজ্ঞ বোলার। অল-রাউন্ডার মিলিয়ে আরও তিনজন পেসার হাতে ছিল কলকাতার। প্রথম ইনিংসে চাহালদের বোলিং দেখে স্পষ্ট বোঝা গিয়েছে যে, স্পিনারদের জন্য সাহায্য রয়েছে বাইশগজে। রান তোলা খুব সহজ নয়। সুতরাং, ১৪৯ রানের পুঁজি পর্যাপ্ত না হলেও এমন পিচে নিতান্ত ছোটখাটোও নয়।

পিচে স্পিনারদের জন্য সাহায্য রয়েছে বুঝেই সম্ভবত লোভ সামলাতে পারেননি নীতীশ রানা। বিশেষজ্ঞ বোলারদের টপকে তিনি নিজে প্রথম ওভারে বল করতে আসেন। যশস্বীর কাজ সহজ হয়ে দাঁড়ায় তাতে। পার্টটাইম বোলারকে সামনে দেখে প্রথম বল থেকেই ব্যাট চালাতে শুরু করেন তিনি। ২টি ছক্কা ও ৩টি চার-সহ প্রথম ওভারে ২৬ রান সংগ্রহ করে নেন জসওয়াল। ছোটখাটো লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা এমন হলে বাকি কাজ কত সহজ হয়ে দাঁড়ায়, সেটা বোঝা যায় ইডেনে। একবার মোমেন্টাম পেয়ে যেতে ১৩.১ ওভারেই ম্যাচ শেষ করে দেয় রাজস্থান।

আরও পড়ুন:- KKR vs RR: ইডেনে তাণ্ডব যশস্বী-স্যামসনের, কেকেআরকে ধ্বংস করে তিনে উঠল রাজস্থান

সুতরাং, নীতীশ রানার ভুল চালেই যে ডুবতে হয় কলকাতাকে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তা সত্ত্বেও নিজের ভুল স্বীকার করতে চাইলেন না নাইট দলনায়ক। ম্য়াচের শেষে তিনি দায় সারতে চান এই বলে যে, যশস্বীর দিন ভালো ছিল, তাই রাজস্থান জিতেছে। তাছাড়া নিজেকে আড়াল করে রানা হারের জন্য দোষারোপ করেন ব্যাটসম্যানদের।

নাইট দলনায়ক খোলা মনে যশস্বীর ইনিংসের প্রশংসাও করেননি। তিনি বলেন, ‘রান করেছে, তাই ভালো বলতেই হবে। তবে সব ক্রিকেটারেরই এমন একটা দিন যায়, যেদিন সে যা করে, সব সঠিক মনে হয়। আজ যশস্বীর তেমনই একটা দিন ছিল।’

রানা ব্যাটসম্যানদের ঘাড়ে দোষ চাপিয়ে বলেন, 'আমার মতে ১৭০-১৮০ রানের পিচ ছিল, যেমনটা আমি টসের সময়েও বলেছিলাম। ব্য়াটিংয়ে আমরা প্রচুর ভুল করেছি। যার ফলেই আমাদের ২ পয়েন্ট খোয়াতে হয়েছে।'

আরও পড়ুন:- KKR vs RR: ইডেনে ইতিহাস গড়লেন চাহাল, ব্র্যাভোকে টপকে IPL-এ সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন যুজবেন্দ্র

শেষে নিজের প্রথম ওভারে বল করতে আসা নিয়ে নীতীশ সাফই দেন, 'যশস্বী পুরো টুর্নামেন্টে ভালো ব্যাট করছে। তাই আমি ভেবেছিলাম পার্টটাইম বোলার দিয়ে আটকানো যেতে পারে। আমি নিজেকে পার্টটাইম বোলারই বলব। ফলাফল নিজেদের দিকে না গেলে লোকে অনেক কথা বলবে। তবে তাতে আমার কিছু যায় আসে না। পরিকল্পনা ছিল, যেটা কাজে লাগেনি। ওকে কৃতিত্ব দিতে হবে, ও প্রথম বল থেকেই চালাতে শুরু করে। আজ ওর দিন ছিল, সব কিছুই ওর অনুকূলে গিয়েছে।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন