বরুণ চক্রবর্তী KKR-এর সাথে IPL-এর শেষ দুটি মরশুম যুক্ত রয়েছেন। তিনি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছেন। অন্যদিকে সম্প্রতি সমাপ্ত আইপিএল ২০২১ মরশুমে KKR-এর কাম-ফ্রম-বিহাইন্ড পারফরম্যান্সে বেঙ্কটেশ আইয়ার চিত্তাকর্ষক ভূমিকা পালন করেছিলেন। এরফলেই দুই তারকা ক্রিকেটারকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স। দলের সঙ্গে যু্ক্ত হতে পেরে দারুণ খুশি বেঙ্কটেশ ও বরুণ। দলের সঙ্গে যুক্ত হওয়ার পরে এই প্রথম মুখ খুললেন বেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তী।
বেঙ্কটেশ আইয়ার জানালেন, ‘আমি ফিরে আসতে পেরে সত্যিই খুশি, কেকেআর এমন একটি ফ্র্যাঞ্চাইজি যে আমাকে আমার বড় সুযোগ করে দিয়েছে এবং ক্রিকেট বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আমি কেকেআর ম্যানেজমেন্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমার উপর তাদের বিশ্বাস রাখার জন্য। আমি ঘরে বসে KKR-এর একটি অংশ বলে মনে করি, ফ্র্যাঞ্চাইজি আমাকে ব্লুজ সাজানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি ইডেন গার্ডেন্সে খেলার জন্য উন্মুখ, সেখানে থাকা এবং ভরা ভিড়ের সামনে খেলা সবসময়ই বিশেষ।’
বরুণ চক্রবর্তী বলেন, ‘কেকেআরের অংশ হতে পেরে খুব ভালো লাগছে, টিম ম্যানেজমেন্ট আমায় সমর্থন করেছে এবং তারা সকলেই পাশে থেকেছেন। আমি এইবার সত্যিই উত্তেজিত কারণ আমরা ইডেন গার্ডেন্সে খেলব আমাদের সমর্থকদের সামনে এবং আমি আশা করি আমরা তাদের গর্বিত করব।’