শুভব্রত মুখার্জি: শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচে ঘরের মাঠেই হারতে হয়েছে কেএল রাহুল বাহিনীকে। শেষ ওভারে তিন বল বাকি থাকতেই দুই উইকেট হাতে নিয়ে জয় নিশ্চিত করেছে পঞ্জাব কিংস দল। পরপর দুই ম্যাচে হারের পরে ফের জয়ের রাস্তায় ফিরেছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস। অন্য দিকে নিজেদের ঘরের মাঠে লখনউয়ের একানা স্টেডিয়ামে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও জয় ছিনিয়ে আনতে পারেনি রাহুল বাহিনী। তবে জয় না এলেও এই ম্যাচে এক অনন্য নজির গড়েছেন অধিনায়ক কেএল রাহুল। ক্রিস গেইলের মতন আইপিএলের কিংবদন্তিকে পিছনে ফেলে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: কেন স্লো খেললেন, তার সাফাই দিতে দলে ব্যাটারদের ভূমিকা বোঝালেন কেএল রাহুল
আইপিএলের ইতিহাসে ব্যাটার হিসেবে দ্রুততম চার হাজার রান করার নজির গড়েছেন কেএল রাহুল। পাশাপাশি দীর্ঘ দিন বাদে ব্যাট হাতে ফর্মেও ফিরেছেন তিনি। ৩০ বছর বয়সি ভারতীয় ব্যাটার মাত্র ১০৫ ইনিংসেই পৌঁছে গিয়েছেন ৪০০০ রানে। যেখানে ক্রিস গেইল এই রানে পৌঁছতে নিয়েছিলেন ১১২টি ইনিংস। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে এই নজির গড়েছেন রাহুল। তবে এই নজির গড়ার পথে রাহুল শুধুমাত্র গেইল নন ,পিছনে ফেলেছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মতন ব্যাটারদেরও। ডেভিড ওয়ার্নার আইপিএলে চার হাজার রান পূর্ণ করতে নিয়েছেন ১১৪ টি ইনিংস। অন্যদিকে বিরাট কোহলি নিয়েছিলেন ১২৮টি ইনিংস। এবি ডিভিলিয়ার্সের লেগেছিল ১৩১টি ইনিংস।
আরও পড়ুন: শীঘ্রই NCA-তে রিহ্যাব শুরু করবেন বুমরাহ, অস্ত্রোপচার করাতেই হচ্ছে শ্রেয়সকে
রাহুল এ দিন ৫৬ বল খেলে করেন ৭৪ রান। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি চার এবং একটি ছয়ে। ১৩২.১৪ স্ট্রাইক রেটে এ দিন পঞ্জাব বোলারদের বিরুদ্ধে ব্যাক করেছেন তিনি। আইপিএলে ইতিমধ্যেই ১০০'র বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে রাহুলের। পঞ্জাব কিংস,রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদের মতন ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছেন তিনি। বর্তমানে লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়কত্ব করছেন তিনি। তাঁর ঝুলিতে এখনও পর্যন্ত রয়েছে ৪০৪৪ রান। গড় ৪৭.০২। স্ট্রাইক রেট ১৩৫.১৬। চারটি শতরান করার পাশাপাশি ৩২ টি অর্ধশতরানও করেছেন তিনি। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩২। তাঁর ব্যাটিং গড় ৪৭.০২। এই মুহূর্তে আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ ব্যাটিং গড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।