বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > সফল ভাবে হয়েছে অস্ত্রোপচার, কেএল রাহুল মাঠে ফিরবেন কবে?

সফল ভাবে হয়েছে অস্ত্রোপচার, কেএল রাহুল মাঠে ফিরবেন কবে?

কেএল রাহুল।

এলএসজি অধিনায়ক রাহুল আইপিএলের ম্যাচ চলাকালীন উরুতে চোট পান। যে কারণে বাকি আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন তিনি।

ভারতের ওপেনার কেএল রাহুলের ডান উরুতে সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে। মঙ্গলবার নিজেই নিশ্চিত করেছেন ডানহাতি ব্যাটসম্যান। তিনি যে ভালো আছে, সে কথাও জানিয়েছেন।

লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) অধিনায়ক রাহুল আইপিএলের ম্যাচ চলাকালীন উরুতে চোট পান। যে কারণে বাকি আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন তিনি।

রাহুল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অস্ত্রোপচারের আপডেট দিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘হ্যালো সবাই, আমার অস্ত্রোপচার ভালো ভাবে হয়েছে- সফল হয়েছে। সব কিছু সুষ্টু ভাবে করার জন্য এবং আমার কষ্ট কমানোর জন্য চিকিৎসক এবং মেডিক্যাল স্টাফদের আমি ধন্যবাদ জানাই। আমি এবার পুরোপুরি সেরে ওঠার পথে। আমি মাঠে সেরাটা দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’

আরও পড়ুন: বৃষ্টিতে ভাসল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ, কপাল খুলল প্রোটিয়াদের, সরাসরি ODI WC খেলবেন বাভুমরা

৩১ বছরের তারকা রাহুল লখনউয়ের একনা ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময়ে চোট পেয়েছিলেন। বল তাড়া করার সময়ে তিনি হঠাৎ করেই থেমে যান এবং শেষ পর্যন্ত দলের সাপোর্ট স্টাফদের সাহায্যে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।

রাহুলের চোটের পরিস্থিতি দেখার পর বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়, তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, তারকা ক্রিকেটারের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। এর পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকতে হবে রাহুলকে।

আরও পড়ুন: ক্যাচ ধরছেন নাকি ল্যাটা মাছ- ফ্যাফের ক্যাচ ৩ বারের চেষ্টায় ধরলেন বিষ্ণু- ভিডিয়ো

এ দিকে তাঁর পরিবর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য উইকেটকিপার হিসেবে ভাগ্যের শিকে ছেঁড়ে ইশান কিষাণের। সুযোগ পাননি ঋদ্ধিমান সাহা। সোমবার দুপুরে বিবৃতি প্রকাশ করে রাহুলের পরিবর্তের নাম ঘোষণা করেছে বোর্ড।

আইপিএলে ভালো ছন্দে রয়েছে ঋদ্ধিমান। ব্যাট হাতে রান পাচ্ছেন। উইকেটকিপার হিসেবে ঋদ্ধির ধারেকাছে আসেন না ইশান। আইপিএলে যে আহামরি ছন্দে রয়েছে, এমনও নয়। মাত্র দু’টি অর্ধশতরান করেছেন ইশান। তবু ঋদ্ধিকে বাদ দিয়ে ইশানকেই দলে রাখা হয়েছে। অনেকেই মনে করছেন, এতে অভিজ্ঞতার দিক থেকে মার খেতে পারে ভারতীয় দল।

ঋদ্ধিমান ইংল্যান্ডে আগে খেলেছেন। সুইং বলে কী ভাবে কিপিং করতে হয় তিনি জানেন। তাই ঋদ্ধিকে নিলে ভারতীয় দলের বাড়তি সুবিধা হত বলে অনেকেরই মত। কিন্তু বিসিসিআই ভরসা রাখল ইশানের উপরেই।

ভারতের কোচ রাহুল দ্রাবিড় গত বছরই ঋদ্ধিকে বলে দিয়েছিলেন, বাঙালি কিপারকে নিয়ে আর ভাবছে না ভারতীয় দল। দল ঘোষণার ক্ষেত্রেও দেখা গেল সেই চিত্রই। ব্রাত্যই থাকলেন বাংলার ঋদ্ধি।

বন্ধ করুন