কলকাতা নাইট রাইডার্সকে ৭৫ রানে গোহারান হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। একই সঙ্গে তারা প্লে-অফ নিশ্চিত করেছে এবং পয়েন্ট টেবেলের শীর্ষে পৌঁছে গিয়েছে। স্বাভাবিক ভাবেই দলের এই সাফল্যে উচ্ছ্বসিত লখনউ অধিনায়ক কেএল রাহুল।
ম্যাচের পর তিনি বলেছেন, ‘সত্যিই ভাল খেলেছে দল। ব্যাট হাতে ভাল শুরুটা হয়েছিল... এটি একটি কৌশলী উইকেট ছিল। জানতাম যে এই উইকেটটি ধীরগতির এবং স্টিকি হতে চলেছে। প্রায় ১৫০-১৬০ রান দরকার ছিল।’
রাহুল আরও যোগ করেছেন, ‘কুইন্টন (ডি'কক) এবং দীপক (হুডা) যে ভাবে ব্যাটিং করেছে, (ওরা) কাজটি সহজ করে তুলেছিল। (মার্কাস) স্টোইনিস এবং জেসন (হোল্ডার) বড় শট খেলে রানের গতি বাড়ায়।’
আরও পড়ুন: জানেন KKR-এর কোন ক্রিকেটারকে আউট করে LSG-র আবেশ খান সবথেকে বেশি খুশি হয়েছিলেন?
আরও পড়ুন: ডায়মন্ড ডাক করে দলের মেন্টরের লজ্জার নজির স্পর্শ করলেন LSG অধিনায়ক
রাহুল এ কথা বলতেও ভোলেননি, আন্দ্রে রাসেল কিছুটা হলেও তাঁদের ভয় পাইয়ে দিয়েছিলেন। তিনি বলেছেন, ‘রাসি (রাসেল) যে ভাবে খেলছিল তাতে, মাঝে উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। খেলার আগে আমাদের কিছু পরিকল্পনা থাকে এবং দেখতে ভালো লাগে যে ওরা চাপের মধ্যে সেই পরিকল্পনাগুলো ছেলেরা মনে রেখেছে।’
বোলিং নিয়ে রাহুল বলেছেন, ‘আমরা দুরন্ত বোলিং করেছি। শুধু পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে আমাদের ভালো করতে হবে। পরের তিনটি ম্যাচে আমাদের এই জায়গাটা শুধরে নিতে হবে।’
তবে রাহু মনে করিয়ে দিয়েছেন, ‘এখনও এমন কোনও খেলার কথা ভাবতে পারি না, যেখানে আমরা সম্পূর্ণ পারফরম্যান্স করেছি। এখনও উন্নতি করতে হবে। মনে করবেন না যে কোনও দলই নিখুঁত নয়। আমরাও নই। তবে প্রত্যেকেই অবদান রাখতে চায়, যা দেখতে দারুণ লাগে। আমরা সঠিক সময়ে শিখরে যাচ্ছি কিনা জানি না, তবে আমরা জয় পাচ্ছি। আমরা আমাদের পরিকল্পনায় অটল থেকে আমাদের কাছ থেকে যা প্রত্যাশিত তা করছি।’