বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs RCB: কোহলি-সৌরভ ঝামেলায় ঘি ঢাললেন শ্রীসন্ত? বললেন বিরাট কীভাবে 'সম্মান' জানাতে পারেন

DC vs RCB: কোহলি-সৌরভ ঝামেলায় ঘি ঢাললেন শ্রীসন্ত? বললেন বিরাট কীভাবে 'সম্মান' জানাতে পারেন

সৌরভ গঙ্গোপাধ্যায়, শ্রীসন্থ ও বিরাট কোহলি। ছবি- টুইটার ও এএফপি

বিরাট কোহলির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যের সম্পর্কের বরফ যে এখনও গলেনি তা বোঝা গিয়েছে আরসিবি বনাম দিল্লি ম্যাচে। ফিরতি ম্যাচে নামার আগে এই ঝামেলায় ঘি ঢাললেন শ্রীসন্থ। 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক কেমন তা বোঝা গিয়েছে আইপিএলের প্রথম লেগের ম্যাচে। যেখানে দেখা গিয়েছে দুই কিংবদন্তির মধ্যে দূরত্ব কতটা। যা নিয়ে শোর গোল পড়ে যায়। ফের একবার মুখোমুখি হতে চলে এই দুই তারকা। আজ অর্থাৎ শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। দুই দলের লড়াইয়ে নজর থাকবে সবার। ম্যাচের পাশাপাশি সবার নজর থাকবে বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে।

এই ম্যাচের আগেই প্রাক্তন ভারতীয় পেসার এস শ্রীসন্থ একটি বিবৃতি দিয়েছেন। যার ফলে ভক্তদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। বর্তমানে আইপিএলে উত্তেজনাপূর্ন ম্যাচের সঙ্গে সঙ্গে বিতর্কের দিক থেকে সবার নজরে রয়েছে। বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের বিতর্ক হোক বা প্রাক্তন ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোহলি হাত না মেলানো। এই সব কিছুই দেখা গিয়েছে এবারের আইপিএলে। গৌতম গম্ভীর এবং বিরাটের মধ্যের ঝামেলা সকলেরই জানা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাট কোহলির সঙ্গে হাত না মেলানোয় তাদের মধ্যে থাকা ঝামেলা সামনে চলে আসে। সৌরভের সঙ্গে বিরাটের ঝামেলার সূত্রপাত ঘটে, কোহলি ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে।

সম্প্রতি স্টার স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারের প্রাক্তন ভারতীয় বোলার শ্রীসন্থ দিল্লি এবং ব্যাঙ্গালোরের ম্যাচ নিয়ে মুখ খোলেন। এই ম্যাচের পরিপ্রেক্ষিতে তিনটি দিক তিনি তুলে ধরেন। প্রথম দিক তুলে ধরে তিনি বলেন, 'আজকে এই দুই দলের ম্যাচ রোমাঞ্চপূর্ণ হতে চলেছে। কারণ এই মরশুমে প্রথম সাক্ষাতে হারের বদলা নিতে চাইবে দিল্লি। দ্বিতীয়ত দিল্লির বোলাররা কেমন বল করছে তা সবার নজরে থাকবে।'

তৃতীয় কারণ হিসেবে তিনি জানান, এই ম্যাচে তাঁর ইচ্ছা বিরাট কোহলি নিজের ঘরের মাঠে শতরান করুক। যা সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি কোহলির সেরা উপহার হবে। তিনি বলেন, 'তৃতীয় কারণটা আমার কাছে খুব আকর্ষণীয়। আমি বিরাটকে ঘরের মাঠে দুর্দান্ত শতরান করতে দেখতে চাই। এটা দাদার প্রতি অসাধারণ উপহার হবে।' এখানে না থেমে তিনি বিরাট কোহলির উদ্দেশ্য বলেন, 'বিরাট যাও এই ম্যাচে আবার নিজেকে তুলে ধরো এবং ব্যাঙ্গালোরের জন্য এক গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে আনো।'

এই ম্যাচ যদি দিল্লি হারে তবে তাদের হারানোর বিশেষ কিছু নেই। আরসিবি এই ম্যাচ জিতে নিজেদের প্লেঅফে ওঠার জায়গা শক্ত করতে চাইবে। তবে তার আগেই পুরনো ঘটনা উল্লেখ করে শ্রীসন্থ খোঁচা মেরে ভক্তদের আরো তাতিয়ে দিয়েছেন বলেই মনে করছেন সকলে।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড় দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.