নতুন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল ২০২২-এ প্লে অফে পৌঁছতে সক্ষম হয়েছে। এটি টানা তৃতীয় মরশুমে নকআউট ম্যাচে জায়গা করে নিয়েছে ব্যাঙ্গালোর। দলটিকে এখন ২৫ মে কেএল রাহুলের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচের আগে প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ জানিয়েছেন কীভাবে অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি এবং দলের কোচ সঞ্জয় বাঙ্গার দলের ভাগ্য বদলে দিয়েছেন।
ফ্যাফ ডু’প্লেসির অধিনায়কত্বের সঙ্গে বিরাট কোহলির নেতৃত্বের তুলনা করে বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন যে, RCB-র প্রাক্তন অধিনায়ক খারাপ ফর্মের কারণে ২-৩ ম্যাচের পরে খেলোয়াড়দের দল থেকে বাদ দিয়ে দিতেন। যখন ডু’প্লেসি একটি নিখুঁত প্লেয়িং একাদশ নিয়ে এসেছেন। শুরুতে এবং তিনি খেলোয়াড়দের সমর্থন করেছেন।
সেহওয়াগ ক্রিকবাজকে বলেছেন, ‘প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার এবং নতুন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসির আগমনের সাথে, RCB-র মানসিকতা বদলে গেছে। আমরা দেখেছি যে বিরাট কোহলি ২-৩ ম্যাচে পারফর্ম না করার পরে একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার মতো কথা ভাবতেন। তবে বাঙ্গার এবং ডু’প্লেসি দলকে প্রায় স্থির রেখেছেন। অনুজ রাওয়াতের জায়গায় পতিদার এসেছেন, আমি মনে করি না যে তাদের খারাপ পারফরম্যান্সের কারণে তিনি কোনও পরিবর্তন করেছেন।’
বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন যে আরসিবি এই বছর মাত্র দুজন খেলোয়াড়ের উপর নির্ভর করছে না। গত মরশুম পর্যন্ত বাকি দলগুলি জানত যে ম্যাচ জিততে হলে তাদের বিরাট কোহলি এবং এবি ডি’ভিলিয়ার্সকে থামাতে হবে। কিন্তু এ বছর তেমনটা হচ্ছে না।’ প্রাক্তন ভারতীয় ওপেনার আরও বলেছেন, ‘গত বছর পর্যন্ত প্রতিপক্ষ দলের জেতার সম্ভাবনা ৯০ শতাংশ ছিল কারণ তারা জানত যে তাদের মাত্র দুইজন খেলোয়াড়কে থামাতে হবে। কিন্তু এ বছর তা হচ্ছে না। এ বছর এমন চারজন খেলোয়াড় রয়েছে, আমি এখানে বোলার। যোগ করছি না। ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিক এই বছর আরসিবির হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।