বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > কোহলির খারাপ ফর্ম নাকি ওপেনিং-এর ব্যর্থতা! কেন IPL 2022-এ সফল হতে পারল না RCB?

কোহলির খারাপ ফর্ম নাকি ওপেনিং-এর ব্যর্থতা! কেন IPL 2022-এ সফল হতে পারল না RCB?

RCB-র ব্যর্থতার পিছনে অন্যতম কারণ হল এবারে তারাক ক্রিকেটাররা সেভাবে শপল হতে পারেননি। সঙ্গে মিডিল অর্ডারও দারুণ ভাবে ব্যর্থ হয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলও সেভাবে সফল হতে পারেননি। দলের তারকা ক্রিকেটাররা প্রত্যেকেই ব্যাক্তিগত ভাবে খুব একটা ভালো খেলতে পারেননি। এটাই হল RCB-র ব্যর্থতার প্রধান কারণ।