গতবার ফাইনালে পৌঁছেও খেতাব জেতা সম্ভব হয়নি। তাই এবার নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে নতুন উদ্যমে তৃতীয় আইপিএল ট্রফি জেতার লক্ষ্যে বদ্ধপরিকর কলকাতা নাইট রাইডার্স। মরশুমের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে নাইটরা।
নিলামে বেশ ভাল দলই তৈরি করেছে নাইট বাহিনী। দলে যেমন শিবম মাভির মতো তরুণ রয়েছেন, তেমনই মহম্মদ নবি, অজিঙ্কা রাহানেদের মতো বিশাল অভিজ্ঞতাসম্পন্ন তারকারাও রয়েছেন। রাহানে সম্প্রতি একেবারেই ভাল ফর্মে নেই। ভারতীয় দল থেকেও বাদ পড়েছেন তারকা ব্যাটার। তা সত্ত্বেও তাঁর উপর আস্থা দেখিয়েছে নাইট ম্যানেজমেন্ট। দলের মেন্টর ডেভিড হাসি মনে করছেন খারাপ ফর্ম গেলেও, এখনও পাঁচ থেকে দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন রাহানে।
হাসি বলেন, ‘বিগত এক দশক ধরে ও (রাহানে) ক্লাসের সঙ্গে নিজের ক্রিকেটটা খেলেছে। রাজস্থান রয়্যালসের হয়ে ও দারুণ খেলেছে এবং আমার বিশ্বার ওর মধ্যে এখনও পাঁচ থেকে দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার দক্ষতা রয়েছে। ও হয়তো সম্প্রতি রান পাইনি, তবে যে ভাবে অনুশীলন করছে তাতে আমি নিশ্চিত এবার আইপিএল কাঁপাবে ও। তাছাড়া দলের লিডারশিপ গ্রুপেরও সদস্য রাহানে।’ হাসির ভরসার মান রাহানে রাখতে পারেন কিনা, এখন সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।