ইডেন গার্ডেন্সে ঢোকার সময় কোনও মোহনবাগান সমর্থককে আটকানো হয়নি। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সোমবার নাইট ব্রিগেডের তরফে জানানো হয়েছে, সবুজ-মেরুন জার্সি পরে থাকা এবং সবুজ-মেরুন স্কার্ফ থাকায় লখনউ সুপার জায়েন্টসের ম্যাচের সময় ইডেন গার্ডেন্সে কয়েকজন মোহনবাগান সমর্থককে ঢুকতে না দেওয়ার যে অভিযোগ করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই। আইপিএলের সময় দর্শকদের সামলানোর দায়িত্ব থাকে না কেকেআরের। সেইসঙ্গে কেকেআরের পালটা অভিযোগ, কয়েকটি স্বার্থান্বেষী গোষ্ঠী কেকেআরকে ভাতে মারার চেষ্টা করছিল।
সোমবার কেকেআরের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েকটি বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। তাতে দাবি করা হচ্ছে যে ২০ মে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টস ম্যাচের সময় কেকেআর ম্যানেজমেন্ট ইডেন গার্ডেন্সে কয়েকজন সমর্থককে ঢুকতে দেয়নি, (সেটা মোটেও সত্যি নয়)।'
ঘটনাটি কী হয়েছিল?
গত শনিবার লখনউ ম্যাচের সময় ইডেনে কয়েকজন মোহনবাগান সমর্থককে ইডেনে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। বিশেষত সেদিন মোহনবাগানকে ‘সম্মান' জানিয়ে লখনউ সবুজ-মেরুন জার্সি পরায় পুরো বিষয়টি নিয়ে আরও জলঘোলা শুরু হয়। পরদিনই মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের তরফে কেকেআরের বিরুদ্ধে কড়া বিবৃতি জারি করা হয়। তারপরই আজ পালটা দিল নাইট ব্রিগেড।
মোহনবাগানের বিবৃতি পালটা হিসেবে কেকেআরের তরফে দাবি করা হয়েছে, 'একটা বিষয় কেকেআর স্পষ্ট করে দিতে চায়। স্টেডিয়ামে দর্শকদের সামলানোর ক্ষেত্রে কেকেআর ম্যানেজমেন্টের কোনও ভূমিকা নেই। আমাদের জানানো হয়েছে যে কিছু স্বার্থান্বেষী লোকজন অ্যামবুশ মার্কেটিংয়ের (অর্থাৎ একটি সংস্থার প্রচারের কৌশলে ধাক্কা দিয়ে নিজেদের মুনাফা বাড়ানোর চেষ্টা) চেষ্টা করেছিল। আইপিএলের লিগের নীতি অনুযায়ী সেই বিষয়টি তৎক্ষণাৎ রুখে দেয় আইপিএলের লিগ অ্যান্টি-অ্যামবুশ মার্কেটিং টিম।’
সেইসঙ্গে কেকেআরের তরফে বলা হয়েছে, ‘দারুণ সম্পর্ক বজায় রাখা এবং প্রতিটি ম্যাচে ইডেন গার্ডেন্সকে কাণায়-কাণায় পূর্ণ করে দেওয়ার কলকাতার সব সমর্থকের কাছে কৃতজ্ঞ কলকাতা নাইট রাইডার্স। যে কোনও ফ্র্যাঞ্চাইজির তুলনায় (কেকেআরের) সমর্থক অন্যতম বেশি এবং কাউকে কখনও অপমান করে না (কেকেআর)।’
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)