কিছুদিন আগেই আইপিএলের জৈব বলয়ে থেকে করোনা আক্রান্ত হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার সন্দীপ ওয়ারিয়র। বরুণ চক্রবর্তী ও সন্দীপের করোনা আক্রান্ত হওয়ার পরেই কলকাতার ম্যাচ আর হয়নি। এরপর খবর আসে ওয়ারিরের সংস্পর্শে আসায় অমিত মিশ্রও করোনা আক্রান্ত হন।ধীরে ধীরে করোনা গ্রাস করে ২০২১ আইপিএল-কে। শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ১৪তম আইপিএল।
তবে এরপর খবর আসে বরুণ চক্রবর্তী এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। তাঁর গা হাত পা ও মাথায় ব্যথা রয়েছে। এদিকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কেকেআর-এর পেস বোলার সন্দীপ ওয়ারিয়র। ২৬শে মে বুধবার কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল টুইটার থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে সন্দীপ ওয়ারিয়র ও তাঁর স্ত্রী আরাথিকে একটি কঠিন ওয়ার্কআউট চ্যালেঞ্জ করতে দেখা গেল। এই ভিডিও থেকেই পরিষ্কার অনেকটাই সুস্থ সন্দীপ।
ভিডিওতে দেখা যাচ্ছে সন্দীপের আরাথি কেকেআর-এর জার্সিতে ঘরের জিমে ব্যস্ত রয়েছেন। সেই সময় সন্দীপ ও আরাথি হাত মিলিয়ে দু’জন দু’জনকে এক চ্যালেঞ্জ জানায়। এরপর এক রকম আসনের মাধ্যমে আরাথি দুই পা ও দুই হাতের উপর ভর দেন। সেই সময় সন্দীপ আরাথির উপর নিজের পুরো শরীরের ওজন দিয়ে শুয়ে পড়েন। এরপর ধীরে ধীরে সন্দীপের স্ত্রী নিজের হাত মাটি থেকে তুলে নেন। আরাথির দুই পায়ের উপর সন্দীপ শুয়ে থাকেন। অনেকটা টি আকৃতির রূপ নেয়। এরপর এমবন অবস্থায় কিছুক্ষণ থাকার পরে নিজেদের মতো করেই উচ্ছাস প্রকাশ করেন দু’জনে।
এখন দেখার এই আসনকে কী নতুন চ্যালেঞ্জ রূপে দেখা যাবে। যা স্বামী স্ত্রীর মধ্যে করাতে চাইবেন নেটিজেনরা। তবে কেকেআর কিন্তু এই চ্যালেঞ্জের শুরুটা করে দিয়েছে। এই ভিডিওর মধ্যে দিয়ে পরিষ্কার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন কলকাতার সন্দীপ।
ভিডিওতে দেখা যাচ্ছে সন্দীপের আরাথি কেকেআর-এর জার্সিতে ঘরের জিমে ব্যস্ত রয়েছেন। সেই সময় সন্দীপ ও আরাথি হাত মিলিয়ে দু’জন দু’জনকে এক চ্যালেঞ্জ জানায়। এরপর এক রকম আসনের মাধ্যমে আরাথি দুই পা ও দুই হাতের উপর ভর দেন। সেই সময় সন্দীপ আরাথির উপর নিজের পুরো শরীরের ওজন দিয়ে শুয়ে পড়েন। এরপর ধীরে ধীরে সন্দীপের স্ত্রী নিজের হাত মাটি থেকে তুলে নেন। আরাথির দুই পায়ের উপর সন্দীপ শুয়ে থাকেন। অনেকটা টি আকৃতির রূপ নেয়। এরপর এমবন অবস্থায় কিছুক্ষণ থাকার পরে নিজেদের মতো করেই উচ্ছাস প্রকাশ করেন দু’জনে।
এখন দেখার এই আসনকে কী নতুন চ্যালেঞ্জ রূপে দেখা যাবে। যা স্বামী স্ত্রীর মধ্যে করাতে চাইবেন নেটিজেনরা। তবে কেকেআর কিন্তু এই চ্যালেঞ্জের শুরুটা করে দিয়েছে। এই ভিডিওর মধ্যে দিয়ে পরিষ্কার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন কলকাতার সন্দীপ। |#+|