গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে এবারের আইপিএল। এই মুহূর্তে মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে এই টুর্নামেন্ট। সব দলগুলির মধ্যে লড়াইও জমজমাট হয়ে উঠেছে। তবে দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত নিজেদের ছন্দে ফিরতে পারেনি। একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে শেষে রয়েছে তারা। সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জিতেছে ডেভিড ওয়ার্নারের দল। প্রায় প্রতিটি ম্যাচে দিল্লির ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছে তাদের। ওপেনার পৃথ্বী শ এই বছর একদমই ছন্দে নেই। অধিকাংশ সময় দেখা গিয়েছে অধিনায়ক ডেভিড ওয়ার্নার দলকে টেনে নিয়ে যাচ্ছেন। এইবার পৃথ্বীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং। দিল্লির বাকি ম্যাচগুলিতে সম্ভাব্য প্রথম একাদশে থাকবেন না ভারতের এই তরুণ ব্যাটার।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি পৃথ্বী। এই মরশুমের আইপিএলে ৬টি ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ৪৭ রান। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে পৃথ্বীর পরিবর্তে খেলা ফিল সল্টও বিশেষ কিছু করতে পারেননি দলের হয়ে। তবে কোচ রিকি পন্টিং পৃথ্বীর সমালোচনা করেন এবং তাঁর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে বাকি ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হতে পারে এই মুম্বইকরকে।
প্রধান কোচ রিকি পন্টিং বলেন, 'শেষ ১৩টি ম্যাচে পৃথ্বী শ দিল্লি ক্যাপিটালসের হয়ে এখনও পর্যন্ত একটি অর্ধশতরান করেনি। আমাদের টপ অর্ডারে আরও অনেক ক্রিকেটার রয়েছে যারা অন্যান্য দলের বিরুদ্ধে পৃথ্বীর থেকে অনেক ভালো করেছে।' পৃথ্বীর সমালোচনা করলেও তাঁর প্রশংসাও করতে ছাড়েননি অজি কিংবদন্তি। তিনি বলেন, 'পৃথ্বী অবশ্যই অনেক ভালো ব্যাটার। আমরা জানি ও যেকোনও ম্যাচ জেতাতে পারে। এই জন্যেই দিল্লি ওকে নিজেদের দলে রেখেছে। ও যদি কিছু বল খেলে নেয় তাহলে ভালো করতে পারবে। ওখানেই আমরা ৯৫ শতাংশ ম্যাচ জিতে নিতে পারি। কিন্তু এখনও পর্যন্ত এই মরশুমে ও সেই রকম কিছু করে দেখাতে পারেনি।'
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফিরতি খেলায় মুখোমুখি হওয়ার আগে রিকি বলে যান, 'যে ৬টি ম্যাচ পৃথ্বী খেলেছে তার মধ্যে ও ৪০ এর কিছু বেশি রান করেছে। এখন আমাদের এই রকম খেলার প্রয়োজন নেই। পৃথ্বীকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন। কিন্তু আশা করছি পরবর্তী ম্যাচের জন্য আমরা যে দল নামাবো তাতে আরও একটা ম্যাচ জিততে পারবো।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।