বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs LSG: IPL 2023-র ইতিহাসে সবথেকে কম রানের জয়! KKR-LSG ম্যাচে তৈরি হল নজির

KKR vs LSG: IPL 2023-র ইতিহাসে সবথেকে কম রানের জয়! KKR-LSG ম্যাচে তৈরি হল নজির

ম্যাচ জয়ের পর লখনউ দল। ছবি- পিটিআই (PTI)

এবারের আইপিএলে সবচেয়ে কম রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল লখনউ সুপার জায়ান্টস। 

শনিবার ক্রিকেটের নন্দনকাননে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। প্লে ওফে ওঠার জন্য দুই দলের কাছে গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ। আর এই ম্যাচ হেরে প্রথম চারের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা। তবে জেতার খুব কাছাকাছি পৌঁছে যায় নাইট বাহিনী। মাত্র এক রানে হারতে হয় তাদের। এই ম্যাচ জিতে নিয়ে লখনউ সুপার জায়ান্টস আইপিএলের নতুন রেকর্ড তৈরি করেছে। সবচেয়ে কম ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে তারা।

চলতি মরশুমে বহু ম্যাচ একদম কাছাকাছি এসে হেরেছে অনেক দল। অল্প ব্যবধানে ম্যাচ জিতেছে বিপক্ষ দল। তবে কেকেআর এবং লখনউ ম্যাচে মাত্র একরানের ব্যবধানে হার-জিতের ফয়েসলা হয়েছে। এই ম্যাচ জিতে নিয়ে নতুন কীর্তি স্থাপন করেছে ক্রুণাল পান্ডিয়ার দল। এই বছরের আইপিএলের যা সবচেয়ে কম রানের ব্যবধানে জেতা ম্যাচ। আইপিএলের ইতিহাসে এই নিয়ে ১২টি ম্যাচ এক রানের ব্যবধানে জিতে নিয়েছে কোনও দল।

এই দিনের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক টসে জিতে ব্যাট করতে পাঠায় লখনউকে। প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৭৬ রান যোগ করেন নিকোলাস পুরানরা। দ্বিতীয় ইনিংসে বড় লক্ষ মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে নাইটের ব্যাটাররা ভালো শুরু করলেও মাঝের ওভারগুলিতে ছন্দ হারায়। তবে ম্যাচের শেষের দিকে ফের জয়ের আশা দেখাতে শুরু করেন রিঙ্কু। শেষ শেষ ওভারে কলকাতার জেতার জন্য প্রয়োজন হয় ২১ রান। শেষ তিন বলে প্রয়োজন হয় ১৮ রান। তবে দুটি ছয় ও একটি চার মারতে পারে কলকাতা। এই ম্যাচ হারলেও রিঙ্কু সিংয়ের ৩৩ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস নজর কেড়ে নেয় সকলের।‌

অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৩০ বলের ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান। এদিনের ম্যাচ জেতার ফলে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তিন নম্বর স্থানে রয়েছে। তৃতীয় দল হিসেবে প্লেঅফে যাওয়ার রাস্তা প্রায় পাকা করে ফেলেছে তারা। অন্যদিকে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এ বছরের আইপিএল থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন