বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > তাহলে কি ১৮ রান কম করেছিল SRH? LSG ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া ভেবেছিলেন মার্করামরা ২০০ করবেন!

তাহলে কি ১৮ রান কম করেছিল SRH? LSG ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া ভেবেছিলেন মার্করামরা ২০০ করবেন!

এডেন মার্করামের সঙ্গে ক্রুণাল পান্ডিয়া (ছবি-আইপিএল টুইটার) (IPL Twitter)

এই ম্যাচ জয়ের পরে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া বলেছেন, ‘তারা যেভাবে যাচ্ছিল তাতে আমি ২০০ ভেবেছিলাম, কিন্তু আমরা শেষের দিকে বিশেষ করে যশ এবং আবেশের বোলিং-এর মাধ্যমে দারুণ ভাবে ম্যাচে ফিরে আসি।’

আইপিএল ২০২৩-এর ৫৮তম ম্যাচে, লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে SRH কে সাত উইকেটে হারিয়েছে LSG। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৮২ রান তোলে। হেনরিখ ক্লাসেন ২৯ বলে ৪৭ রান এবং আব্দুল সামাদ ২৫ বলে অপরাজিত ৩৭ করেন। জবাবে লখনউ ১৯.২ ওভারে তিন উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে নেয়। ৪৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তরুণ প্রেরক মানকড়। একই সঙ্গে ১৩ বলে ৪৪ রান করেন নিকোলাস পুরান। ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলেন মার্কাস স্টোইনিস। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লখনউ প্লে-অফের দৌড়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করেছে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

আরও পড়ুন… IPL 2023: জীবনে ১ কোটি বল দেখেছি, তবে এমন শট কখনও দেখিনি! সূর্যের ছক্কায় অবাক প্রাক্তন অজি তারকা টম মুডি

এই ম্যাচ জয়ের পরে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া বলেছেন, ‘তারা যেভাবে যাচ্ছিল তাতে আমি ২০০ ভেবেছিলাম, কিন্তু আমরা শেষের দিকে বিশেষ করে যশ এবং আবেশের বোলিং-এর মাধ্যমে দারুণ ভাবে ম্যাচে ফিরে আসি। এই স্তরে যে কোনও কিছুই সম্ভব ছিল। আমাদের বিশ্বাস ছিল এবং স্টোইনিস এবং পুরানের মতো খেলোয়াড়রা আপনার সঙ্গে থাকলে সেই বিশ্বাসটা রাখতে হয়। আমরা জানতাম যে আমাদের এটা করতেই হবে এবং এটা আমাদের জন্য বড় কিছু ছিল না (টাইমআউটের সময় বলা হয়েছিল), সৌভাগ্যবশত এটি আমাদের জন্য অর্থ প্রদান করেছিল এবং অভিষেকের ওভার গতি পরিবর্তন করেছিল। সে (প্রেরক মানকড়) তাঁর প্রথম সিজন খেলছেন এবং তিনি যেভাবে ব্যাট করছেন তা তাঁর চরিত্র বোঝায়। এখানে এসে এই রান করা তাঁর জন্য সত্যিই খুশির। এমনকি তিনি বিশ্বাস করবেন যে তিনি এখানে আছেন।’

আরও পড়ুন… RCB-কে সমর্থন করেন রিয়ান পরাগ? এ কী বললেন রাজস্থানের ঘরের ছেলে

জেনে নেওয়া যাক ম্যাচের শেষ পাঁচ ওভারে ঠিক কী হয়েছিল। লখনউকে জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ৬৯ রান করতে হয়েছিল। সেই সময় ম্যাচটি হায়দরাবাদের পক্ষে কিছুটা ঝুঁকে গিয়েছিল। কিন্তু, ১৬তম ওভারে লখনউ ব্যাটসম্যানরা পাঁচটি ছক্কার সাহায্যে ৩১ রান করেন। এখান থেকেই পাল্টে যায় ম্যাচর গতি। ১৬তম ওভারে বল ছিল অভিষেক শর্মার হাতে। মার্কাস স্টোইনিস তাঁর প্রথম দুই বলে দুটি ছক্কা মারেন। তৃতীয় বলেই আউট হন তিনি। তাঁর জায়গায় মাঠে নামেন নিকোলাস পুরান। পরের তিন বলে তিনি তিনটি ছক্কা মারেন। এর পরও থামতে রাজি ছিলেন না পুরান। প্রেরক মানকড়ের কাছ থেকেও ভালো সহযোগিতা পেয়েছেন তিনি। মানকড় ৪৫ বলে অপরাজিত ৬৪ রান করেন। সাতটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl) 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন