লখনউয়ের একানা স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংস। এদিন বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে টস হয়। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের সামনে কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় লখনউ। মাত্র ৪৪ রানে ৫ উইকেট পড়ে যায় ক্রুনাল পান্ডিয়ার দলের।
চোটের জন্য় আইপিএল থেকে ছিটকে গিয়েছেন লখনউ দলের অধিনায়ক লোকেশ রাহুল। তাঁর পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্ব পালন করছেন ক্রুনাল। তবে এদিন তিনি খাতাই খুলতে পারেননি। থিকশানার বলে ফিরে যান ক্রুনাল। পরপর উইকেট হারিয়ে যখন চাপে গোটা দল। তখন দলের হাল ধরেন আয়ূশ বাদোনি। তাঁর ব্যাটে ভর করেই কিছুটা হলেও সম্মানজনক রানে এগিয়ে যায় লখনউ। ৩৩ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। তবে এই ম্যাচের একেবারে শেষ ওভারে যখন মাত্র ২ বল হয়েছে, তখনই লখনউয়ে বৃষ্টি নামে। খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ায়ও দিতে দেখা যায়।
আর ঠিক সেই মুহূর্তেই একানা স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের সাহায্য করতে এগিয়ে এলেন লখনউ দলের ফিল্ডিং কোচ জন্টি রোডস। পিচ ঢাকতে গ্রাউন্ডস কভার নিয়ে ছুটলেন তিনি। যদিও সঙ্গে ছিলেন অনেক গ্রাউন্ডস ম্যান। তাও তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিলেন এই কিংবদন্তি। এমনটা হয়তো হতে পারে তা একেবারেই জানতেন না সেখানকার মাঠ কর্মীরা। তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পিচ ঢাকতে এগিয়ে গেলেন। অনেকেই এই কিংবদন্তিকে বারণ করেছিলেন বটে। কিন্তু শোনেননি তিনি। গ্রাউন্ডস কভার নিয়ে এগিয়ে যান জন্টি রোডস।
আর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই এমন ঘটনায় অবাক। মাঠে এবং বাইরে যে এই ধরণের কত রকম যে মজার ঘটনা ঘটে তা ফের একবার সামনে এল। অবশ্য এই ম্যাচে বৃষ্টি না কমায় ম্যাচের ফলাফল আর হয়নি। ১৯.২ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৫ রানে থেমে থাকতে হয় লখনউ সুপার জায়ান্টসকে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)