বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs MI: অভিজ্ঞতায় পিছিয়ে কিন্তু MI-কে কড়া টক্কর দিতে প্রস্তুত LSG

LSG vs MI: অভিজ্ঞতায় পিছিয়ে কিন্তু MI-কে কড়া টক্কর দিতে প্রস্তুত LSG

মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। ছবি- পিটিআই 

লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কোন দল জিতবে? শেয়ানে শেয়ানে যে টক্কর হবে তা বলার অপেক্ষা রাখে না।

চলতি মরশুমে আইপিএলের এলিমিনেটরে চেন্নাইয়ে আজ অর্থাৎ বুধবার মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস।‌ যে দল জিতবে তাদেরকে গুজরাট টাইটানসের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিতে ফাইনালে টিকিট কাটতে হবে। আপাতত কোনও দলই সেই ম্যাচ নিয়ে ভাবছে না। বরং বুধবারের ম্যাচ নিয়ে ভাবছে তারা। তবে দুই দলের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে চেন্নাইয়ের ২২ গজ। গত ম্যাচে অর্থাৎ গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে সমস্যায় পড়েন শুভমন গিলরা। প্রথমে ব্যাট করায় অ্যাডভান্টেজ পেয়েছে চেন্নাই। গত ম্যাচের পরিস্থিতি ভাবাচ্ছে লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সকে। ফলে টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

তবে প্লেঅফ খেলা এবং ফাইনালে যাওয়ার দিক থেকে মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টসের থেকে। কারণ গত মরশুমে লখনউয়ের অভিষেক হয়। ফলে দলের বয়স অনেকটাই কম মুম্বইয়ের থেকে। তবে খেলায় সেই সব কোনও কিছুই প্রাধান্য পায় না। লখনউ সুপার জায়ান্টস তাদের শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতে প্রথম চারে এসেছে। তবে সেই ভাবে তাদের ব্যাটিং লাইনআপ থিতু হতে পারেনি। মার্কাস স্টোইনিসের উপর অত্যাধিক নির্ভরতা রয়েছে তাদের।

সুপার জায়েন্টসদের অধিনায়ক কেএল রাহুল চোট পেয়ে ছিটকে গিয়েছেন। ফলে ব্যাটিং লাইনআপে ধাক্কা খেয়েছে তারা। সাময়িকভাবে এই মরশুমের জন্য অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ক্রুণাল পান্ডিয়া। মরণ-বাচন ম্যাচ খেলতে নামার আগে পরিসংখ্যান এগিয়ে রাখছে ক্রুণালদের। এখনও পর্যন্ত মুম্বই এবং লখনউ একে অপরের তিনবার মুখোমুখি হয়েছে। তিন ম্য়াচেই জিতেছে লখনউ। সেদিক থেকে আবার এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীররা।

কিন্তু লখনউ সুপার জায়ান্টস রান করার জন্য অনেক অংশে নির্ভরশীল নিকেলাস পুরান, মার্কাস স্টোইনিস, কুইন্টন ডি'ককদের ওপর। এই বিদেশী তারকারা রান করতে ব্যর্থ হলেই ডুবে যায় লখনউ-এর নৌকা। অন্যদিকে বোলিং বিভাগেও তাদের আরও ভালো করা প্রয়োজন আজকে। লিগের প্রাথমিক পর্বের খেলাগুলিতে পাওয়ারপ্লের সময় খুবই কম সংখ্যক উইকেট তুলতে পেরেছে তারা। যদি আজকের ম্যাচে পাওয়ার প্লেতে উইকেট সংগ্রহ করতে না পারে তাহলে মুম্বইয়ের তারকা খোচিত ব্যাটিং লাইনআপ তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে।

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপে অনেকটা শক্তিশালী হলেও বোলিংয়ের ক্ষেত্রেও কিছুটা চাপে রাখছে তারা। মুম্বইয়ের অনেকবার প্লেঅফ খেলার অভিজ্ঞতা তাদের অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। ইশান কিষাণ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা নিজের সেরাটা দিয়ে ভয়ংকর হয়ে উঠতে পারেন সেই বিষয়ে বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বেশ শক্তিশালী দেখাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তবে ক্রিকেট খেলা যে চরম অনিশ্চয়তার তার প্রমাণ অনেক বার পাওয়া গিয়েছে এই আইপিএলে। তাই শেষ হাসি কে হাসে তার জন্য অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত। এটাও মাথায় রাখতে হবে গত ম্যাচে দুর্দান্ত খেললেও অন্য দলের উপর ভরসা করে প্লেঅফে জায়গা করেছে তারা। অবশ্য তা কোনও গুরুত্ব পাবে না। এখন এটাই দেখার কোন দল ফাইনালের দিকে এগিয়ে যায়।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.