আইপিএল ২০২৩-এর মাত্র ১টি লিগ ম্যাচ বাকি লখনউ সুপার জায়ান্টসের। তবে কেকেআরের বিরুদ্ধে ইডেনের সেই ম্যাচটি কত গুরুত্বপূর্ণ এলএসজি-র কাছে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে লখনউ। তারা শেষ ম্যাচ জিতলে শেষ চারে যাওয়া আকটাবে না। তবে হারলে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েই গিয়েছে। সেক্ষেত্রে চেন্নাই, আরসিবি অথবা মুম্বই, কোনও একদলের ব্যর্থতার আশায় বসে থাকতে হবে ক্রুণাল পান্ডিয়াদের।
এমন অবস্থায় লখনউ একেবারে শেষ মুহূর্তে নতুন ক্রিকেটারকে ঢুকিয়ে নিল নিজেদের স্কোয়াডে। তারা চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া তারকা পেসার জয়দেব উনাদকাটের পরিবর্ত হিসেবে নিতান্ত আনকোরা এক ক্রিকেটারকে দলে নেয়। লখনউ ২০ লক্ষ টাকার বিনিময়ে সই করায় মুম্বইয়ের ২০ বছর বয়সী অল-রাউন্ডার সূর্যাংশ শেজকে, যিনি এখনও সিনিয়র পর্যায়ে রাজ্যদলের হয়ে কোনও ম্যাচ খেলেননি।
অনূর্ধ্ব-২৫ স্টেট-এ ট্রফির ৮টি ম্যাচে সাকুল্যে ১৮৪ রান ও ১২টি উইকেট সংগ্রহ করেন সূর্যাংশ। তার পুরস্কার হিসেবেই গত রঞ্জি মরশুমে মুম্বইয়ের ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা পান তিনি। যদিও রঞ্জির কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি শেজ। তার আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শার্দুল ঠাকুরের পরিবর্ত হিসেবে মুম্বইয়ের টি-২০ স্কোয়াডে জায়গা করে নেন সূর্যাংশ। তবে সেবারও কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।
আরও পড়ুন:- নতুন করে কী শেখাবে কাউন্টি? তার থেকে IPL-এর রিজার্ভ বেঞ্চে বসে থাকাও লাভজনক- রুট
মাত্র ১৩ বছর বয়সে স্কুল ক্রিকেটে ১৩৭ বলে ৩২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সূর্যাংশ। ক্রিকেট গ্রাফের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬-র মার্চ থেকে ২০১৭-র এপ্রিল পর্যন্ত মুম্বইয়ের স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে সব ফর্ম্যাট মিলিয়ে ৩৫০২ রান করেন সূর্যাংশ। সেই সময়ের মধ্যে ১১টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরি করেন তিনি।
উল্লেখ্য, মাসের একেবারে শুরুতেই আরসিবির বিরুদ্ধে লখনউয়ের ফিরতি লিগ ম্যাচের আগে অনুশীলেনর সময় কাঁধে চোট পান উনাদকাট। আইপিএলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ভিডিয়োয় দেখা যায় যে, অনুশীলনে বল করার পরে ফলো-থ্রুয়ে এগিয়ে যাওয়ার সময় নেটে টান দিয়ে রাখা দড়িতে পা জড়িয়ে যায় উনাদকাটের। তিনি সজোরে আছাড় খান পিচের উপর। উনাদকাট বাঁ-কাঁধের উপর ভর দিয়ে মাটিতে পড়েন। তার পরেই তাঁকে যন্ত্রণাকাতর অবস্থায় মাঠ ছাড়তে দেখা যায়। ফলে সেখানেই শেষ হয়ে যায় জয়দেবের আইপিএল ২০২৩ অভিযান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।