লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস, দুই নিজেদের প্রথম ম্য়াচে হারার পর, দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে একে অপরের মুখোমুখি হয়েছিল। ব্রেবোর্নে হাই স্কোরিং ম্যাচে ২১০ রান তুলেও ২১০ রান তুলেও পরাজিত হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে। প্রথমে ব্যাট করে রবিন উথাপ্পার ৫০ ও শিবম দুবের ৪৯ ভর করে ৭ উইকেটে ২১০ রান তোলে সিএসকে। লখনউয়ের হয়ে রবি বিষ্ণোই, আবেশ খান ও অ্যান্ড্রু টাই দু'টি করে উইকেট পান। জবাবে কুইন্টন ডিককের ৬১ ও এভিন লুইসের ঝোড়ো ৫৫ রানের ইনিংসে তিন বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লখনউ। সিএসকের হয়ে ডোয়েন প্রিটোরিয়াস সর্বাধিক দুই উইকেট নেন।
ম্যাচ সেরা লুইস
২৩ বলে অপরাজিত ৫৫ রানের ঝোড়ো ইনিংসের জন্য লখনউ সুপার জায়ান্টসের এভিন লুইসকে ম্যাচ সেরা ঘোষণা করা হয়।
দুর্দান্ত জয় লখনউয়ের
আইপিএল ইতিহাসে নিজেদের প্রথম জয় পেল লখনউ সুপার জায়ান্টস। ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল লখনউ। লুইস ৫৫ রানে (২৩ বল) অপরাজিত রইলেন। শেষের দিকে নেমে ৯ বলে ১৯ রানের দারুণ ক্যামিও খেললেন তরুণ আয়ুষ বাদোনি।
তুখড় ৫০ লুইসের
শিবম দুবের ১৯তম ওভারে উঠল ২৫ রান। মাত্র ২৩ বলে এই মরশুমের দ্রুততম অর্ধশতরান পূরণ করলেন এভিন লুইস। ১৯ ওভার শেষে লখনউয়ের স্কোর ২০২-৪। শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৯ রান করতে হবে লখনউকে।
১৮ তম ওভারে উঠল ১২ রান
ব্র্যাভোর ১৮তম ওভারে ১২ রান উঠল। ১৮ ওভারে লখনউয়ের স্কোর ১৭৭-৪। শেষ ১২ বলে জয়ের জন্য ৩৪ রান করতে হবে লখনউকে।
ইতিহাস গড়লেন ব্র্যাভো
১৩ রানে দীপক হুডাকে সাজঘরে ফিরিয়ে ইতিহাস গড়লেন ডোয়েন ব্র্যাভো। লসিথ মালিঙ্গাকে পিছনে ফেলে এখন তিনিই আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (১৭১)। ১৭১ রানে চতুর্থ উইকেট হারাল লখনউ।
প্রিটোরিয়াসের ভাল স্পেল
নিজের মরশুমের প্রথম আইপিএল ম্যাচেই দারুণ বোলিং করলেন প্রিটোরিয়াস। চার ওভারে ৩১ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। তাঁর বল করা ১৭তম ওভারে মাত্র নয় রান উঠে। লখনউয়ের স্কোর ১৬৫-৩।
১৫০-র গণ্ডি টপকাল লখনউ
১৬ ওভারে ১৫০-র গণ্ডি টপকাল লখনউ। বর্তমান স্কোর ১৫৬-৩। চার ওভারে জয়ের জন্য ৫৫ রান করতে হবে লখনউকে। ক্রিজে ৩৩ রানে (১৫ বল) ব্যাট করছেন লুইস, হুডার স্কোর ৬ (৪ বল)।
১৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ১৪৪-৩
১৫তম ওভারে মাত্র সাত রান দিয়ে এক উইকেট নিলেন প্রিটোরিয়াস। লখনউয়ের বর্তমান স্কোর ১৪৪-৩। লুইস খেলছেন ২৭ রানে (১৮ বল), সদ্য ক্রিজে নামার দীপক হুডা এক বলে এক রান করেছেন।
ডি'কক আউট
সেট কুইন্টন ডি'কককে ৬১ রানে (৪৫ বল) সাজঘরে ফেরালেন স্বদেশীয় প্রিটোরিয়াস। ১৩৯ রানে তৃতীয় উইকেট হারাল লখনউ।
বড় ওভার
১৪তম ওভারে তুষার দেশপান্ডের বিরুদ্ধে ১৫ রান তুলল লখনউ। লখনউয়ের বর্তমান স্কোর ১৩৭-২।
১৩ ওভারে লখনউয়ের স্কোর ১২২-২
আবার ৮ রানের ওভার। লখনউ কিন্তু বেশ ভালভাবেই রান তাড়া করছে। সেট ডিককের সংগ্রহ ৫৮ রান (৪১ বল)। নতুন ব্যাটার এভিন লুইস খেলছেন ১০ রানে (৫ বল)। ১৩ ওভার শেষে স্কোর ১২২-২। ৭ ওভারে লখনউয়ের জয়ের জন্য ৮৯ রান প্রয়োজন।
ব্যর্থ মণীশ
এসেই বড় শট হাঁকাতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে বসলেন মণীশ পান্ডে। ৫ রানে (৬ বল) আউট হন তিনি। অবশ্য তারপরেও ১২তম ওভার থেকে উঠল ৮ রান। লখনউয়ের বর্তমান স্কোর ১১৪-২।
শতরানের গণ্ডি টপকাল লখনউ
১১ তম ওভারে শতরানের গণ্ডি টপকাল লখনউ। বর্তমান স্কোর ১০৬-১।
প্রথম উইকেট হারাল লখনউ
নিজের প্রথম ওভারেই রাহুলকে ৪০ রানে (২৬ বল) ফেরালেন প্রিটোরিয়াস। ৯৯ রানে প্রথম উইকেট হারাল লখনউ।
ডি'ককের অর্ধশতরান
৩৪ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন কুইন্টন ডি'কক। লখনউয়ের ওপেনারদের দাপট অব্যাহত। ১০ ওভার শেষে লখনউয়ের স্কোর বিনা উইকেটে ৯৮ রান।
নবম ওভারে উঠল ১০ রান
জাদেজার বিরুদ্ধে ইনিংসের নবম ওভারে ১০ রান উঠল। লখনউয়ের বর্তমান স্কোর ৯০-০।
মইন আলির প্রথম ওভারে উঠল ১৪ রান
ডি'কক এবং রাহুলের ব্যাটিং দৌরাত্ম্যা অব্যাহত। আট ওভার শেষে লখনউয়ের স্কোর ৮০-০। ওভারের শেষ বলে রাহুলের ক্যাচ মিস করলেন তুষার। এই নিয়ে এই ইনিংসে দ্বিতীয়বার বাঁচলেন লখনউ অধিনায়ক। তিনি ব্যাট করছেন ৩৬ রানে (২১ বল)। ডি'ককের সংগ্রহ ৩৯ রান (২৭ বল)।
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করলেন ডোয়েন ব্র্যাভো। তাঁর ওভার উঠল মাত্র চার রান। ছয় ওভার শেষে লখনউয়ের স্কোর ৫৫-০।
পাঁচ ওভারেই ৫০-র গণ্ডি টপকাল লখনউ
মাত্র পাঁচ ওভার শেষে কোনও উইকেট না হারিয়েই ৫০-র গণ্ডি টপকে গেল লখনউ। ২০০-র অধিক রান তাড়া করতে নেমে শুরুটা কিন্তু ভালই হয়েছে লখনউয়ের।
চার ওভার শেষে লখনউ ৩৬-০
চতুর্থ ওভার থেকে উঠল ১২ রান। চার ওভার শেষে লখনউয়ের স্কোর ৩৬-০। রাহুল ব্যাট করছেন ১৩ রানে (১০ বল), ডি'ককের সংগ্রহ ১৯ (১৪ বল)।
লখনউয়ের ব্যাট চালানো শুরু
প্রথম দুই ওভার শান্ত থাকার পর অবশেষে ব্যাট চালানো শুরু করলেন লোকেশ রাহুল। চৌধুরীর দ্বিতীয় ওভারে উঠল ১৩ রান। ৩ ওভার শেষে লখনউয়ের স্কোর ২৪-০।
ভাল শুরু মুকেশের
বল হাতে সিএসকের হয়ে ভাল শুরু করলেন মুকেশ চৌধুরী। মাত্র দুই রান উঠল তাঁর ওভারে।
২১০ রানে ইনিংস শেষ করল সিএসকে; নজির ধোনির
শেষ ওভারে ১১ রানের বিনিময়ে দুই উইকেট নিলেন টাই। সাত উইকেটের বিনিময়ে ২১০ রানে ইনিংস শেষ করল সিএসকে। ধোনি অপরাজিত রইলেন ১৬ রানে (৬ বল), ব্র্যাভোর সংগ্রহ ১। ১৬ রান করার ফলে পঞ্চম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সাত হাজার রানের গণ্ডি টপকে গেলেন মাহি।
পরপর দুই বলে দুই উইকেট পেলেন টাই
জাদেজাকে আউট করার পরের বলেই ডোয়েন প্রিটোরিয়াকে প্রথম বলেই সাজঘরে ফেরত পাঠালেন টাই। আম্পায়ার প্রথমে আউট না দিলেও, ডিআরএসে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন তিনি।
জাদেজা আউট
শেষ ওভারে বড় শট মারতে গিয়ে ১৭ রানে (৯ বল) আউট হলেন জাদেজা। ২০৩ রানে ষষ্ঠ উইকেট হারাল সিএসকে। প্রথম উইকেট এল টাইয়ের খাতায়।
নেমেই ছক্কা হাঁকালেন ধোনি
মহেন্দ্র সিং ধোনির দুরন্ত ফর্ম অব্য়াহত। গত ম্যাচে অপরাজিত ৫০ করেছিলেন মাহি। এই ম্যাচে ব্যাটে নেমেই প্রথম দুই বলে আবেশকে ছয় ও চার মারেন প্রাক্তন সিএসকে অধিনায়ক। ১৯ ওভার শেষে স্কোর ১৯৯-৫।
৫০ হল না দুবের; পঞ্চম উইকেট হারাল সিএসকে
৫০-র দোরগোড়া থেকেই ফিরতে হল শিবম দুবেকে। ৩০ বলে ৪৯ রান করেন তিনি। ১৮৯ রানে পঞ্চম উইকেট হারাল সিএসকে।
১৮ ওভারে সিএসকের স্কোর ১৮৮-৪
চামিরার শেষ ওভার থেকে উঠল ১৬ রান। ১৮ ওভার শেষে সিএসকের স্কোর ১৮৮-৪। শিবম দুবে ৪৯ রানে (২৯ বল) ব্যাট করছেন, জাদেজার সংগ্রহ ১২ রান (৬ বল)।
দুর্দান্ত স্পেল বিষ্ণোইয়ের
বাকি লখনউ বোলাররা যেখানে প্রতি ওভারে ১০-র বেশি রান দিচ্ছেন, সেখানে বিষ্ণোই মাত্র ২৪ রানে দুই উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করলেন। ১৭ ওভার শেষে সিএসকের স্কোর ১৭২-৪।
রায়াডু আউট
২৭ রানে (২০ বল) আউট হলেন আম্বাতি রায়াডু। ১৬৬ রানে চতুর্থ উইকেট হারাল সিএসকে। দ্বিতীয় উইকেট পেলেন বিষ্ণোই। নতুন ব্যাটার রবীন্দ্র জাদেজা।
১৫০-র গণ্ডি টপকাল সিএসকে ৫০ পার্টনারশিপ দুবে-রায়াডুর
১৬তম ওভারে ১৫০-র গণ্ডি টপকাল সিএসকে। ১৬ ওভার শেষে সিএসকের স্কোর ১৬২-৩। রায়াডু এবং দুবের পার্টনারশিপও ৫০-র (৫৬ রান) গণ্ডি টপকেছে।
১৫ ওভারের খেলা শেষ
১৫ ওভারের খেলা শেষে সিএসকের স্কোর ১৪৭-৩। শিবম দুবে খেলছেন ৩২ রানে (২২ বল), রায়াডুর সংগ্রহ ২১ রান (১৫ বল)।
রানের গতি কিছুটা চেপেছে লখনউ
সিএসকে যে গতিতে রান তুলছিল, তাতে শুরুতে দেখে মনে হচ্ছিল তারা হয়তো ২২০-২৩০ করে ফেলবে। তবে লখনউ রানটা একটু চাপতে সক্ষম হয়েছে। ১৩তম ওভারে দীপক হুডা ১২ রান দিলেও, ১৪তম ওভারে মাত্র ছয় রান দিলেন ক্রুণাল। ১৪ ওভার শেষে সিএসকের স্কোর ১৩৬-৩।
বিষ্ণোইয়ের দুর্দান্ত বোলিং অব্যাহত
একদিকে বাকি লখনউ বোলাররা যেখানে মার খাচ্ছেন, সেখানে রবি বিষ্ণোইয়ের দুর্দান্ত স্পেল অব্যাহত। তাঁর তৃতীয় ওভারে উঠল মাত্র ৬ রান। ১২ ওভার শেষে সিএসকের স্কোর ১১৮-৩।
ভাল ওভার আবেশের
১১তম ওভারে ছয় রান দিয়ে এক উইকেট নিলেন আবেশ খান। সিএসকের বর্তমান স্কোর ১১২-৩। নতুন ব্যাটার আম্বাতি রায়াডু খেলছেন ৫ রানে (৪ বল), শিবম দুবের সংগ্রহ ১৫ রান (৯ বল)।
মইন আউট
২২ বলে ৩৫ রানের এক আক্রমণাত্মক ইনিংস খেলে আউট হলেন মইন আলি। ১০৬ রানে তৃতীয় উইকেট হারাল সিএসকে।
ভাল ওভার বিষ্ণোইয়ের
প্রথম বলে চার খেলেও ওভারে মাত্র সাত রান দিলেন রবি বিষ্ণোই। ১০ ওভার শেষে সিএসকের স্কোর ১০৬-২।
এ মরশুমের দ্রুততম দলগত শতরান
মাত্র ৯.১ ওভারে ১০০-র গণ্ডি টপকে গেল সিএসকে। এই মরশুমে এখনও অবধি এর থেকে অল্প সময়ে আর কোনও দল ১০০ করেনি।
শতরানের দোরগোড়ায় সিএসকে
নবম ওভারে ১২ রান উঠল। নয় ওভার শেষে সিএসকের স্কোর ৯৯-২।
সফল ওভারের সমাপ্তি
বিষ্ণোইয়ের সফল ওভার শেষ হল। ইনিংসের অষ্টম ওভারে পাঁচ রান দিয়ে এক উইকেট নিলেন তরুণ লেগ স্পিনার। ৮ ওভার শেষে স্কোর ৮৭-২।
উথাপ্পা আউট
অর্ধশতরান করার পরেই ৫০ রানেই (২৭ বল) আউট হলেন উথাপ্পা। নিজের প্রথম ওভারেই সাফল্য় পেলেন রবি বিষ্ণোই। ৮৪ রানে দ্বিতীয় উইকেট হারাল সিএসকে।
অর্ধশতরান উথাপ্পার
মাত্র ২৫ বলে এই মরশুমে এই নিজের প্রথম অর্ধশতরান পূরণ করলেন সিএসকের অভিজ্ঞ ব্যাটার রবিন উথাপ্পা।
পাওয়ার প্লে শেষেও রানের ধারা অব্যাহত
পাওয়ার প্লে শেষ হয়ে গেলেও সিএকের রানের ধারা অব্যাহত। সপ্তম ওভার থেকে উঠল ৯ রান। ৭ ওভার শেষে স্কোর ৮২-১।
পাওয়ার প্লে শেষ
স্পিনার আসতেই আক্রমণ শুরু করে দিলেন মইন আলি। পাওয়ার প্লের শেষ ওভারে ক্রুণাল পান্ডিয়া ১৬ রান দিলেন। ছয় ওভার শেষে সিএসকের স্কোর ৭৩-১। মইনের স্কোর ২১ (১১ বল), উথাপ্পার স্কোর ৪৫ (২১ বল)।
৫ ওভারে ৫০ পার
সিএসকের দুর্দান্ত স্টার্ট অব্যাহত। অ্যান্ড্রু টাইয়ের ওভার চারটি চারসহ মোট ১৮ রান তুললেন উথাপ্প। ৫ ওভারে ৫০ পার করে ফেলল সিএসকে। বর্তমান স্কোর ৫৭-১।
চতুর্থ ওভারে উঠল ১১ রান
আবেশ এখনও নিজের লেংথ খুঁজে পাননি। তাঁর দ্বিতীয় ওভার থেকে উঠল ১১ রান। চার ওভার শেষে সিএসকের স্কোর ৩৯-১।
ভাল ওভার টাইয়ের
প্রথম দুই ওভারে অনেকটা রান উঠার পর সেই গতিতে ব্রেক কষতে সক্ষম হলেন অ্যান্ড্রু টাই। তাঁর ওভার থেকে উঠল মাত্র দুই রান।
ফের ব্যর্থ রুতুরাজ
প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন, এই ম্যাচেও ব্যর্থ গত মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক রুতুরাজ গায়কোয়াড়। মাত্র এক রানে (৪ বল) রান আউট হলেন তিনি। ২৮ রানে প্রথম উইকেট হারাল সিএসকে।
দুর্দান্ত শুরু সিএসকের
প্রথম ওভারে ১৪ রানের পর, চামিরার দ্বিতীয় ওভারে উঠল ১২ রান। দুই ওভার শেষে সিএসকের স্কোর ২৬-০। দুর্দান্ত ফর্মে দেখাচ্ছে উথাপ্পাকে। তিনি ব্যাট করছেন ২০ রানে (১০ বল)। রুতুরাজ মাত্র দুই বল খেলে এক রান করেছেন।
প্রথম ওভারে উঠল ১৪ রান
আবেশ খানের বিরুদ্ধে ইনিংসের প্রথম দুই বলেই দুই চার মারেন উথাপ্পা। প্রথম ওভারে উঠল মোট ১৪ রান।
ম্যাচ শুরু
সিএসকের হয়ে রবিন উথাপ্পা এবং রুতুরাজ গায়কোয়াড় ওপেন করতে নেমেছেন। লখনউয়ের হয়ে আবেশ খান বল হাতে ওপেন করছেন।
লখনউ সুপার জায়ান্টসের একাদশে এক বদল
গত ম্যাচে নিভৃতবাস সম্পূর্ণ না হওয়ায় মাঠে নামতে পারেননি অ্যান্ড্রু টাই। তবে এই ম্যাচে মহসিন খানের বদলে লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশে সুযোগ পেলেন তিনি।লখনউয়ের একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), এভিন লুইস, মণীশ পান্ডে, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, দুষ্মন্ত চামিরা, অ্যান্ড্রু টাই, আবেশ খান, রবি বিষ্ণোই
সিএসকের দলে তিন বদল; ফিরলেন মইন আলি
জল্পনা ছিলই, সেই জল্পনা সত্যি করেই এই ম্য়াচে সিএসকের মাঠে নামতে চলেছেন মইন আলি। গত ম্যাচ থেকে প্রথম একাদশে তিন বদল ঘটিয়েছে সিএসকে। ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনের বদলে মইন আলি, ডোয়েন প্রিটোরিয়াস এবং মুকেশ চৌধুরী দলে এলেন।সিএসকের একাদশ-রুতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), ডোয়েন প্রিটোরিয়াস, ডোয়েন ব্র্যাভো, শিবম দুবে, মুকেশ চৌধুরী, তুষার দেশপান্ডে
টসে জিতল লখনউ
চলতি আইপিএলের ধারা অবলম্বন করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল।
মইন আলির প্রত্যাবর্তন?
ভিসা সমস্যায় দেরি করে ভারতে আসায় সিএসকের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি মইন আলি। তবে নিজের নিভৃতবাস কাটিয়ে তৈরি তিনি। এই ম্যাচেই কি তারকা ইংলিশ অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে? সম্ভবত হ্যাঁ। তবে সেক্ষেত্রে কাকে দল থেকে বাদ পড়তে হয় এখন সেটাই দেখার।
দুই দলের টপ অর্ডারের পরীক্ষা
নিজেদের মরশুমের প্রথম ম্যাচেই লখনউ ও চেন্নাই, দুই দলের টপ অর্ডারই ব্যর্থ হয়েছিল। ২৯ রানে যেখানে একসময় চার উইকেট হারিয়ে ফেলেছিল লখনউ, সেখানে সিএসকে ৬১ তে ৫ ছিল। এই ম্যাচে তাই দুই দলেরই টপ অর্ডারের দিকে সমর্থক তথা বিশেষজ্ঞরা বিশেষ নজর রাখবেন।
নজরে ধোনি
গত ম্যাচে ৩৮ বলে অপরাজিত ৫০ রান করে ইতিহাসের পাতা উল্টে পুরনো স্মৃতিগুলি আবার জাগ্রত করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচেও তাঁর উপর সবার নজর থাকছেই। পাশাপাশি এই ম্যাচেই আর মাত্র ১৫ রান করলেই নজির গড়ে ফেলবেন ধোনি। আর মাত্র ১৫ রান সংগ্রহ করেলই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে ৭০০০ রান পূর্ণ করবেন তিনি। সেক্ষেত্রে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হসেবে এমন মাইলস্টোন স্পর্শ করবেন তিনি। ভারতীয়দের মধ্যে ধোনির আগে টি-২০ ক্রিকেটে সাত হাজারের বেশি রান সংগ্রহ করার কৃতিত্ব রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও রবিন উথাপ্পার দখলে।
মরশুমের প্রথম জয়ের লক্ষ্যে দুই দল
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুুপার কিংস এ মরশুমে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ছয় উইকেটে হেরেছিল। অপরদিকে, আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করেও পাঁচ উইকেটে গুজরাটের বিরুদ্ধে হারে লখনউ সুপার জায়ান্টস। দুই ম্যাচের পর বোর্ডের পাশে দুই পরাজয় লেখাতে কোনও দলই চাইবে না। তাই এই ম্যাচ জিততে মরিয়া হয়ে ঝাঁপাবে দুই দলই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।