বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs DC IPL 2023: মার্ক উডের ৫ উইকেটে দিল্লিকে দুমড়ে দিলেন লোকেশ রাহুলরা
৫ উইকেট মার্ক উডের। ছবি- বিসিসিআই।

LSG vs DC IPL 2023: মার্ক উডের ৫ উইকেটে দিল্লিকে দুমড়ে দিলেন লোকেশ রাহুলরা

Lucknow Super Giants vs Delhi Capitals Live Score: কাইল মায়ের্সর ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে ভর করে লখনউ সুপার জায়ান্টস বড়সড় টার্গেট ঝুলিয়ে দেয় দিল্লি ক্যাপিটালসের সামনে। মার্ক উডের আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ম্যাচ হারেন ডেভিড ওয়ার্নাররা।

গতবছর আইপিএলে আবির্ভাবেই চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দেয় লখনউ সুপার জায়ান্টস। তারা লিগের ১৪টি ম্যাচের মধ্যে ৯টি ম্য়াচে জয় তুলে নেয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে প্লে-অফে জায়গা করে নেন লোকেশ রাহুলরা। যদিও এলিমিনেটরে আরসিবির কাছে হেরে অভিযান শেষ করতে হয় লখনউকে। এবার তারা প্রথমবার ঘরের মাঠে আইপিএল খেলার সুযোগ পায়। সুতরাং, এবছর আরও উদ্দীপ্ত হয়ে লখনউ লড়াইয়ে নামে। আইপিএল ২০২৩-র প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ছিল দিল্লি ক্যাপিটালস, যারা একবার মাত্র টুর্নামেন্টের ফাইনালে উঠলেও কখনও চ্যাম্পিয়ন হয়নি। নিয়মিত অধিনায়ক ঋষভ পন্ত দুর্ঘটনার কবলে পড়ে মাঠের বাইরে। তাই অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারের হাতে নেতৃত্বের দায়ভার তুলে দিয়ে ব্যর্থতার ধারা কাটাতে মরিয়া দিল্লি। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লখনউয়ের কাছে হারতে হয় ক্যাপিটালসকে।

01 Apr 2023, 11:50:11 PM IST

ম্যাচের সেরা মার্ক উড

৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন লখনউ সুপার জায়ান্টসের ব্রিটিশ পেসার মার্ক উড।

01 Apr 2023, 11:31:29 PM IST

বিরাট জয় লখনউয়ের

লখনউ সুপার জায়ান্টসের ৬ উইকেটে ১৯৩ রানের জবাবে ব্য়াট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ৯ উইকেটে ১৪৩ রানে আটকে যায়। ৫০ রানের বড় ব্যবধানে ম্য়াচ হেরে মাঠ ছাড়ে দিল্লি।

01 Apr 2023, 11:25:13 PM IST

৫ উইকেট মার্ক উডের

১৯.৫ ওভারে মার্ক উডের বলে ক্রুণাল পান্ডিয়ার হাতে ধরা পড়েন চেতন সাকারিয়া। ৪ বলে ৪ রান করেন তিনি। দিল্লি ১৪৩ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ কুমার। মার্ক উড ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।

01 Apr 2023, 11:21:59 PM IST

অক্ষরকে ফেরালেন মার্ক উড

১৯.১ ওভারে মার্ক উডের বলে পরিবর্ত ফিল্ডার প্রেরক মানকড়ের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ১১ বলে ১৬ রান করেন তিনি। দিল্লি ১৩৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতন সাকারিরা।

01 Apr 2023, 11:18:38 PM IST

শেষ ওভারে ৫৫ রান দরকার দিল্লির

১৯ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৭ উইকেটে ১৩৯ রান। জিততে শেষ ওভারে ৫৫ রান দরকার তাদের। অক্ষর ১৬ রানে ব্যাট করছেন। উনাদকাট ৩ ওভারে ৩৯ রান খরচ করেছেন।

01 Apr 2023, 11:13:02 PM IST

আবেশের ওভারে চার-ছক্কা অক্ষরের

১৮তম ওভারে আবেশ খানের ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন অক্ষর প্যাটেল। ওভারে ১৪ রান ওঠে। ১৮ ওভার শেষে দিল্লির স্কোর ৭ উইকেটে ১৩১ রান। জিততে ২ ওভারে ৬৩ রান দরকার ক্যাপিটালসের। আবেশ ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। 

01 Apr 2023, 11:07:20 PM IST

৩ ওভারে ৭৭ রান দরকার দিল্লির

১৭ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৭ উইকেটে ১১৭ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৭৭ রান দরকার তাদের। গৌতম উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করেন।

01 Apr 2023, 11:05:03 PM IST

ডেভিড ওয়ার্নার আউট

একই ওভারে ২টি উইকেট তুলে নিলেন আবেশ খান। ১৫.৬ ওভারে আবেশের বলে গৌতমের হাতে ধরা পড়েন ডেভিড। ৪৮ বলে ৫৬ রান করেন তিনি। মারেন ৭টি চার। দিল্লি ১১৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব। আবেশ ৩ ওভারে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন।

01 Apr 2023, 10:59:23 PM IST

আমনকে ফেরালেন আবেশ

১৫.৩ ওভারে আবেশ খানের বল আকাশে তুলে নিকোলাস পুরানের দস্তানায় ধরা পড়েন আমন খান। ৫ বলে ৪ রান করেন তিনি। দিল্লি ১১২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

01 Apr 2023, 10:55:29 PM IST

হাফ-সেঞ্চুরি ওয়ার্নারের

৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। ১৫ ওভার শেষে দিল্লির স্কোর ৫ উইকেটে ১১০ রান। জিততে শেষ ৫ ওভারে ৮৪ রান দরকার ক্যাপিটালসের। ওয়ার্নার ৫৬ রানে ব্যাট করছেন। উনাদকাট ২ ওভারে ৩১ রান খরচ করেছেন।

01 Apr 2023, 10:48:13 PM IST

পাওয়েলকে ফেরালেন বিষ্ণোই

১৩.৪ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোভম্যান পাওয়েল। ৩ বলে ১ রান করেন তিনি। দিল্লি ৯৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আমন খান। ১৪ ওভার শেষে দিল্লির স্কোর ৫ উইকেটে ৯৬ রান। বিষ্ণোই ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

01 Apr 2023, 10:45:54 PM IST

উডের ওভারে ৭ রান

১৩তম ওভারে মার্ক উড ৭ রান খরচ করেন। দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৯৩ রান। ওয়ার্নার ৪১ রানে ব্যাট করছেন। উড ৩ ওভারে ১০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

01 Apr 2023, 10:39:46 PM IST

রিলি রসউ আউট

১১.৬ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে কাইল মায়ের্সের হাতে ধরা পড়েন রিলি রসউ। রিলির বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় লখনউ। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় লখনউ। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই ডাগ-আউটের পথে হাঁটা লাগান রিলি। আসলে বল প্যাডে লেগে বেরিয়ে যাওয়ার মুহূর্তে রিলির ব্যাটের পিছনে লেগে শর্ট ফাইন-লেগ ফিল্ডারের হাতে চলে যায়। তাই এলবিডব্লিউর রিভিউ নিলেও ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়তে হল রিলিকে। তিনি ২০ বলে ৩০ রান করেন। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। দিল্লি ৮৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল।

01 Apr 2023, 10:33:39 PM IST

টাইট বোলিং গৌতমের

১১তম ওভারে ৫ রান খরচ করেন কৃষ্ণাপ্পা গৌতম। দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৮০ রান। ডেভিড ওয়ার্নার ৩৪ ও রিলি রসউ ২৫ রানে ব্যাট করছেন। গৌতম ৩ ওভারে ১৯ রান খরচ করেছেন।

01 Apr 2023, 10:29:26 PM IST

ব্যাট চালাচ্ছেন রিলি

দশম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন রিলি রসউ। ওভারে মোট ১৭ রান ওঠে। ১০ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৭৫ রান। ওয়ার্নার ৩৩ ও রিলি ২১ রানে ব্যাট করছেন। ২ ওভারে ২২ রান খরচ করেছেন বিষ্ণোই।

01 Apr 2023, 10:24:02 PM IST

চাপ বাড়ছে দিল্লির

নবম ওভারে কৃষ্ণাপ্পা গৌতম মাত্র ৫ রান খরচ করেন। ৯ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৫৮ রান। ওয়ার্নার ৩২ রানে ব্যাট করছেন। গৌতম ২ ওভারে ১৪ রান খরচ করেছেন।

01 Apr 2023, 10:18:05 PM IST

৫০ টপকাল দিল্লি

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় দিল্লি ক্যাপিটালস। রবি বিষ্ণোইয়ের ওভারে ৫ রান ওঠে। ৮ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৫৩ রান। ওয়ার্নার ৩০ রানে ব্যাট করছেন।

01 Apr 2023, 10:14:32 PM IST

উডের তৃতীয় শিকার সরফরাজ

৬.৬ ওভারে মার্ক উডের বিষাক্ত বাউন্সারের শিকার হয়ে সাজঘরে ফেরেন সরফরাজ খান। শরীর তাক করে করা শর্ট বলে কোনও রকমে ব্যাট লাগিয়ে দেন সরফরাজ। ডিপ ফাইন-লেগে সহজ ক্যাচ ধরেন কৃষ্ণাপ্পা গৌতম। ৯ বলে ৪ রান করেন সরফরাজ। দিল্লি ৪৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিলি রসউ। উড ২ ওভারে ৩ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।

01 Apr 2023, 10:08:42 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে আবেশ খানের বলে ১টি চার মারেন সরফরাজ খান। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২ উইকেটে ৪৭ রান। ওয়ার্নার ২৭ রানে ব্যাট করছেন। আবেশ ২ ওভারে ১২ রান খরচ করেছেন।

01 Apr 2023, 10:00:14 PM IST

মিচেল মার্শ আউট

পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন মার্ক উড। ৪.৪ ওভারে মার্ক উডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মিচেল মার্শ। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। দিল্লি ৪১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সরফরাজ খান। ৫ ওভার শেষে দিল্লির স্কোর ২ উইকেটে ৪২ রান। উড নিজের প্রথম ওভারে ২ রান খরচ করে ২টি উইকেট নেন।

01 Apr 2023, 09:58:46 PM IST

পৃথ্বী শ আউট

৪.৩ ওভারে মার্ক উডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পৃথ্বী শ। ৯ বলে ১২ রান করেন তিনি। মারেন ২টি চার। দিল্লি ৪১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল মার্শ।

01 Apr 2023, 09:54:33 PM IST

আবেশের ওভারে ৭ রান

চতুর্থ ওভারে আবেশ খান ৭ রান খরচ করেন। ১টি চার মারেন ওয়ার্নার। ৪ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৪০ রান। ডেভিড ২৬ ও পৃথ্বী ১২ রানে ব্যাট করছেন।

01 Apr 2023, 09:48:22 PM IST

গৌতমের ওভারে জোড়া বাউন্ডারি

তৃতীয় ওভারে বল করতে আসেন কৃষ্ণাপ্পা গৌতম। তাঁর ওভারে ১টি করে চার মারেন পৃথ্বী ও ওয়ার্নার। ওভারে ৯ রান ওঠে। ৩ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ৩৩ রান। ডেভিড ২০ ও পৃথ্বী ১১ রানে ব্যাট করছেন।

01 Apr 2023, 09:44:52 PM IST

উনাদকাটের ওভারে ১৭ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন জয়দেব উনাদকাট। তাঁর ওভারে ১টি চার মারেন পৃথ্বী। ২টি বাউন্ডারি মারেন ওয়ার্নার। ওভারে মোট ১৭ রান ওঠে। ২ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ২৪ রান। ডেভিড ১৬ ও পৃথ্বী ৬ রানে ব্যাট করছেন।

01 Apr 2023, 09:39:19 PM IST

রান তাড়া শুরু দিল্লির

পৃথ্বী শ-কে নিয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার। বোলিং শুরু করেন কাইল মায়ের্স। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন পৃথ্বী। তৃতীয় বলে চার মারেন ডেভিড ওয়ার্নার। প্রথম ওভারে ৭ রান ওঠে।

01 Apr 2023, 09:21:28 PM IST

দিল্লির সামনে বিরাট টার্গেট দিল লখনউ

মাত্র ১টি বলের জন্য ব্যাট হাতে মাঠে নামেন কৃষ্ণাপ্পা গৌতম। সেই বলেই তিনি ছক্কা মারেন। চেতনের শেষ ওভারে ২২ রান ওঠে। লখনউ ২০ ওভারে ১৯৩ রান তোলে। ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৫ রান করে নট-আউট থাকেন ক্রুণাল। সাকারিয়া ৪ ওভারে ৫৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের দরকার ১৯৪ রান। খলিল আহমেদ মায়ের্সের সহজ ক্যাচ না ছাড়লে লখনউয়ের পক্ষে এতদূরে পৌঁছনো সম্ভব হতো না।

01 Apr 2023, 09:15:55 PM IST

আয়ুষ বাদোনি আউট

শেষ ওভারে চেতন সাকারিয়ার বলে জোড়া ছক্কা মারেন আয়ুষ বাদোনি। ওভারের পঞ্চম বলে সরফরাজের দস্তানায় ধরা পড়েন তিনি। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৮ রান করেন বাদোনি। লখনউ ১৮৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কৃষ্ণাপ্পা গৌতম। তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন।

01 Apr 2023, 09:10:56 PM IST

ইমপ্যাক্ট প্লেয়ারকে মাঠে নামাল দিল্লি

খলিলের বোলিং কোটা শেষ হওয়ার পরেই তাঁকে তুলে নিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আমন খানকে মাঠে নামায় দিল্লি ক্যাপিটালস। তিনি দিল্লির হয়ে ব্যাট করতে পারবেন।

01 Apr 2023, 09:05:06 PM IST

পুরানকে ফেরালেন খলিল

১৮.৩ ওভারে খলিল আহমেদের বলে পৃথ্বী শ-র হাতে ধরা পড়েন নিকোলাস পুরান। ২১ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৩টি ছক্কা। লখনউ ১৬৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আয়ুষ বাদোনি। তিনি মাঠে নেমে প্রতম বলেই চার মারেন। ১৯ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১৭১ রান। ১৪ রানে ব্যাট করছেন ক্রুণাল। খলিল ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

01 Apr 2023, 09:03:32 PM IST

বোলিং কোটা শেষ করলেন মুকেশ

নিজের চতুর্থ ওভারে ৭ রান খরচ করেন মুকেশ কুমার। ৪ ওভারে তিনি ৩৪ রান খরচ করেন। কোনও উইকেট পাননি। ১৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ৪ উইকেটে ১৫৭ রান। পুরান ২৮ ও ক্রুণাল ১৪ রানে ব্যাট করছেন।

01 Apr 2023, 08:55:00 PM IST

১৫০ ছুঁল লখনউ

১৭তম ওভারে চেতন সাকারিয়ার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন নিকোলাস পুরান। ১টি ছক্কা মারেন ক্রুণাল পান্ডিয়া ওভারে মোট ১৯ রান ওঠে। লখনউয়ের স্কোর ৪ উইকেটে ১৫০ রান। পুরান ২৪ ও ক্রুণাল ১২ রানে ব্যাট করছেন। চেতন ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

01 Apr 2023, 08:51:52 PM IST

বোলিং কোটা শেষ কুলদীপের

চার ওভারের বোলিং কোটা শেষ করেন কুলদীপ যাদব। তিনি ৩৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ১৬ ওভার শেষে লখনউয়ের স্কোর ৪ উইকেটে ১৩১ রান। ১৩ রানে ব্যাট করছেন পুরান।

01 Apr 2023, 08:40:15 PM IST

মার্কাস স্টইনিস আউট

১৪.১ ওভারে খলিল আহমেদের বলে সরফরাজ খানের দস্তানায় ধরা পড়েন মার্কাস স্টইনিস। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১২ রান করে মাঠ ছাড়েন তিনি। লখনউ ১১৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। তিনি ওভারের চতুর্থ বলে চার মারেন এবং পঞ্চম বলে ছক্কা হাঁকান। ১৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ৪ উইকেটে ১২৭ রান। ১০ রান করেছেন পুরান। খলিল ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

01 Apr 2023, 08:35:40 PM IST

কুলদীপকে ছক্কা হাঁকালেন স্টইনিস

১৩তম ওভারে কুলদীপ যাদবের বলে একটি ছক্কা মারেন মার্কাস স্টাইনিস। ওভারে ১১ রান ওঠে। ১৩ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ১১২ রান। ১০ রানে ব্যাট করছেন স্টাইনিস।

01 Apr 2023, 08:28:41 PM IST

কাইল মায়ের্স আউট

১১.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কাইল মায়ের্স। ৩৮ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মারেন ২টি চার ও ৭টি ছক্কা। লখনউ ১০০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্কাস স্টইনিস। ১২ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ১০১ রান। অক্ষর ৩ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

01 Apr 2023, 08:26:02 PM IST

হুডাকে ফেরালেন কুলদীপ

১০.৬ ওভারে কুলদীপ যাদবের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন দীপক হুডা। ১৮ বলে ১৭ রান করেন তিনি। লখনউ ৯৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রুণাল পান্ডিয়া। মায়ের্স ৭২ রানে ব্যাট করছেন।

01 Apr 2023, 08:21:49 PM IST

অক্ষরের ওভারে জোড়া ছক্কা মায়ের্সের

দশম ওভারে অক্ষর প্যাটেলের বলে জোড়া ছক্কা মারেন কাইল মায়ের্স। ওভারে মোট ১৬ রান ওঠে। ১০ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ৮৯ রান। মায়ের্স ৩২ বলে ৬৪ রান করেছেন। ১৬ রানে ব্যাট করছেন হুডা। অক্ষর ২ ওভারে ৩০ রান খরচ করেছেন।

01 Apr 2023, 08:16:18 PM IST

হাফ-সেঞ্চুরি মায়ের্সের

২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কাইল মায়ের্স। নবম ওভারে কুলদীপের বলে ১টি ছক্কা মারেন তিনি। ৯ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ৭৩ রান। মায়ের্স ৫১ ও হুডা ১৩ রানে ব্যাট করছেন।

01 Apr 2023, 08:11:31 PM IST

৫০ টপকাল লখনউ

অষ্টম ওভারে অক্ষর প্যাটেলের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন কাইল মায়ের্স। ওভারে মোট ১৪ রান ওঠে। ৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ৬০ রান। ৪২ রানে ব্যাট করছেন মায়ের্স।

01 Apr 2023, 08:09:25 PM IST

মুকেশের ওভারে জোড়া ছক্কা মায়ের্সের

সপ্তম ওভারে মুকেশ কুমারের বলে জোড়া ছক্কা হাঁকান কাইল মায়ের্স। ওভারে মোট ১৬ রান ওঠে। ৭ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ৪৬ রান। মায়ের্স ৩১ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন দীপক। মুকেশ ৩ ওভারে ২৭ রান রান খরচ করেছেন।

01 Apr 2023, 08:00:45 PM IST

মায়ের্সের জলভাত ক্যাচ ছাড়লেন খলিল

৫.৩ ওভারে চেতন সাকারিয়ার বলে কাইল মায়ের্সের অতি সহজ ক্যাচ ছাড়েন খলিল আহমেদ। মায়ের্স তখন ১৪ রানে ব্যাট করছিলেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ৩০ রান। ১৭ রানে ব্যাট করছেন মায়ের্স। চেতন ২ ওভারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

01 Apr 2023, 07:56:23 PM IST

মুকেশের ওভারে ৬ রান

পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন মুকেশ কুমার। তাঁর ওভারে ৬ রান ওঠে। ৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ১ উইকেটে ২৫ রান। মায়ের্স ১৪ রানে ব্যাট করছে। মুকেশ ২ ওভারে ১১ রান খরচ করেছেন।

01 Apr 2023, 07:52:38 PM IST

লোকেশ রাহুল আউট

৩.৪ ওভারে চেতন সাকারিয়ার বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। ৩.৬ ওভারে সাকারিয়ার বলে ফের ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন লখনউ অধিনায়ক। তিনি ১২ বলে ৮ রান করেন। লখনউ ১৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা।

01 Apr 2023, 07:47:09 PM IST

খলিলের ওভারে ৬ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন খলিল আহমেদ। তাঁর বলে ১টি চার মারেন মায়ের্স। ওভারে মোট ৬ রান ওঠে। ৩ ওভার শেষে লখনউয়ের স্কোর বিনা উইকেটে ১২ রান। মায়ের্স ৯ রান করেছেন।

01 Apr 2023, 07:43:06 PM IST

মুকেশের ওভারে ৫ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। আইপিএলে নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন তিনি। ২ ওভার শেষে লখনউয়ের স্কোর বিনা উইকেটে ৬ রান।

01 Apr 2023, 07:31:51 PM IST

ম্যাচ শুরু

কাইল মায়ের্সকে নিয়ে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন খলিল আহমেদ। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রাহুল। প্রথম ওভারে ১ রান ওঠে।

01 Apr 2023, 07:29:48 PM IST

লখনউয়ের প্রথম একাদশ

লোকেশ রাহুল (ক্যাপ্টেন), কাইল মায়ের্স, দীপক হুডা, নিকোলাস পুরান (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, আবেশ খান, রবি বিষ্ণোই, জয়দেব উনাদকাট ও মার্ক উড।

01 Apr 2023, 07:25:17 PM IST

দিল্লির প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), পৃথ্বী শ, রিলি রসউ, মিচেল মার্শ, সরফরাজ খান (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া ও মুকেশ কুমার।

01 Apr 2023, 07:08:35 PM IST

টস জিতল দিল্লি

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এ নিজেদের প্রথম ম্যাচে টস জিতল দিল্লি ক্যাপিটালস। টস জিতে ডেভিড ওয়ার্নার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান লোকেশ রাহুলদের।

01 Apr 2023, 06:40:45 PM IST

মুস্তাফিজুর যোগ দিয়েছেন দলে

শাকিব আল হাসান ও লিটন দাসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও কেকেআর শিবিরে যোগ দেওয়ার অনুমতি দেয়নি। তবে মুস্তাফিজুর রহমান ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন। যদিও তাঁকে দিল্লি প্রথম ম্যাচে মাঠে নামায় কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

01 Apr 2023, 06:23:49 PM IST

চোখ থাকবে পিচে

লখনউয়ের এই মাঠে আয়োজিত শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৯৯ রান তোলে। রান তাড়া করে ম্যাচ জেতে ভারত। পিচের চরিত্রে অবাক হয়েছিলেন সবাই। আইপিএলে পিচ কেমন আচরণ করে, সেদিকে চোখ থাকবে সবার।

01 Apr 2023, 05:50:45 PM IST

গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামতে হবে ২ দলকে

জাতীয় দলের সঙ্গে রয়েছেন বলে এখনও ভারতে আসেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। লখনউ সুপার জায়ান্ট এই ম্য়াচে দলে পাচ্ছেন না কুইন্টন ডি'কককে। দিল্লি দলে পাচ্ছে না এনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিদিকে।

01 Apr 2023, 05:41:16 PM IST

বাংলার দুই ক্রিকেটারকে দেখা যেতে পারে ম্যাচে

আইপিএল ২০২৩-র প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের হয়ে মাঠে নামেন বাংলার ঋদ্ধিমান সাহা। তৃতীয় ম্যাচে দেখা যেতে পারে বাংলার আরও দুই ক্রিকেটারকে। দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে রয়েছেন বাংলার তারকা পেসার মুকেশ কুমার ও আগ্রাসী উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। অভিষেককে ঋষভ পন্তের পরিবর্ত হিসেবে দলে নিয়েছে দিল্লি। লখনউয়ের বিরুদ্ধে মুকেশ যদি প্রথম একাদশে সুযোগ নাও পান, অভিষেকের মাঠে নামার সম্ভাবনা প্রবল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া KKR-এর, প্লে-অফের পথে এক পা সঞ্জুদের এই বৈশাখেই সাত পাক ঘুরছেন আদৃত-কৌশাম্বি! উচ্ছেবাবু-দিদিয়ার বিয়ের শুভদিনটা কবে? নিজেরাই ছুঁল নিজেদের রেকর্ড! IPL-র সর্বোচ্চ রান তাড়া করে জয় RR-র, লজ্জায় KKR প্রথম প্লেয়ার হিসেবে IPL-এ ইতিহাস নারিনের! বিরল তালিকায় নাম জুড়ল রোহিতদের সঙ্গে দু-বছর আগে গোপনে বিয়ে সেরেছিলেন, বাবা হলেন টলি নায়ক, ছেলে হল না মেয়ে? 'তল্লাশির পরিকাঠামো রাখতে হবে',বির্তক এড়াতে হেলিপ্যাডগুলির জন্য নির্দেশিকা জারি ‘প্রমাণ না থাকলে গ্রেফতার নয়’ আপ নেতার আগাম জামিন খারিজ করেও ED-কে সতর্ক SC-র রাম নবমীর প্রাক্কালে উৎসবমুখর অযোধ্যা, দেখুন রাম মন্দিরের অদেখা সব ছবি 'কালো হয়ে যাব তো’, কাঠফাটা রোদে প্রচার,মেকআপে ভরসা রচনার! চুমুক ডাবের জল,লস্যিতে প্রথমবারেই UPSC সিভিল সার্ভিসে তৃতীয় অনন্যা! মেয়েদের মধ্যে প্রথম, কী টিপস দিলেন?

Latest IPL News

৪৯ বলে সেঞ্চুরি নারিনের! ইডেনে ৮৪ তম ম্যাচে প্রথম শতরান কোনও KKR ব্যাটারের ভিডিয়ো- সল্টকে অনবদ্য কট অ্যান্ড বোল্ড আবেশের,তারপরেই সঞ্জুর ওপর নিলেন প্রতিশোধ! অর্ধেক প্লেয়ার ইংরেজিই বোঝে না- RCB-র ব্যর্থতার গুরুতর দিকটি তুলে ধরলেন সেহওয়াগ ভারতীয় দল CSK-র মতো ড্যাডস আর্মি নয়, বুড়ো কার্তিককে T20 বিশ্বকাপে চান না ইরফান এক ঢিলে দুই পাখি, ইনস্টায় নির্মম রসিকতা কামিন্সের, নিশানায় ল্যাবুশান ও RCB-র মাঠ T20 WC-এর দলে থকাবেন হার্দিক? ২ ঘণ্টা বৈঠক রোহিত, দ্রাবিড়, আগরকরের- রিপোর্ট ‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.