সময়টা সত্যিই ভালো যাচ্ছে না পৃথ্বী শ'র। এ বার আইপিএলে একেবারেই ধারাবাহিক নন তিনি। রবিবারও দিল্লির ক্যাপিটালসের তারকা আউট হয়ে গেলেন মাত্র ৭ বল খেলে ৫ রানে। তার উপর আবার লখনউ সুপার জায়ান্টসের কাছে ম্যাচ হেরে নিজেদের চাপ আরও বাড়াল দিল্লি। গোদের উপর বিষফোঁড়া শাস্তির মুখে পড়তে হল পৃথ্বীকে।
আইপিএলের নিয়ম ভাঙার অভিযোগে পৃথ্বী শ'র ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হল। রানও পাননি। দলও জেতেনি। উল্টে শাস্তি পাওয়ায় খুব স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়েছেন পৃথ্বী।
আরও পড়ুন: ‘KK ছাড়ার সময়ে ও কেঁদে ফেলেছিল’, কুলদীপের প্রত্যাবর্তনে মুগ্ধ ভাজ্জি
রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। কুইন্টন ডি'কক লখনউয়ের হয়ে শুরুটা ভাল করলেও, বেশি দূর এগোতে পারেননি। ১৩ বলে ২৩ রান করে আউট হন। তবে ডি'ককের আউট হওয়ার পর রাহুল ও দীপক হুডা লখনউয়ে হাল ধরেন। দ্বিতীয় উইকেটে রাহুল-হুডা মিলে ৯৫ রান যোগ করেন। আবারও একটি অর্ধশতরান করেন রাহুল। হুডাও ৩৪ বলে ৫২ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন।
রাহুল ৫১ বলে ৭৭ রানে আউট হন। রাহুল আউট হওয়ার পর লখনউয়ের রানের গতি কমে যায়। সাধারণত বিশাল বড় ছক্কা হাঁকাতে দক্ষ মার্কাস স্টোইনিস ১৬ বলে মাত্র ১৭ রান করেন। ক্রুণাল পান্ডিয়া ৯ রানে অপরাজিত থাকেন। অবশ্য লখনউ তা সত্ত্বেও তিন উইকেটের বিনিময়ে ১৯৫ রানের বেশ বড় স্কোর করে তারা। দিল্লির তরফে লখনউয়ের তিনটি উইকেটই নেন শার্দুল ঠাকুর।
১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরুটা একেবারেই ভালো করেনি। দলগত ১৩ রানের মধ্যেই পৃথ্বী শ (৫) ও ডেভিড ওয়ার্নার (৩), দুই ওপেনারকে হারায় দিল্লি। তবে মিচেল মার্শকে এ দিন দারুণ ছন্দে দেখাচ্ছিল। ঋষভ পন্তের সঙ্গে মার্শ যখন ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল দিল্লি হয়তো সহজেই ম্যাচ জিতে যাবে। হঠাৎ করেই ছন্দপতন। কৃষ্ণাপ্পা গৌতমের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে ২০ বলে ৩৭ রানে ডি'ককের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্শ। রিপ্লেতে দেখা যায় বল মার্শের ব্যাটেই লাগেনি, কিন্তু অজি তারকা কোনও রকম রিভিউ না নিয়েই সাজঘরে ফিরে যান।
মার্শের পর ললিত যাদবকে ৩ রানে ফেরান রবি বিষ্ণোই, ৪৪ রানের ব্যাট করা পন্তের উইকেট ছিটকে দেন মহসিন খান। ২১ বলে ৩৫ করে বিধ্বংসী হয়ে ওঠা রোভম্যান পাওয়েলকেও ফেরান মহসিনই। ওই ওভারেই সপ্তম উইকেট হিসাবে দিল্লি শার্দুল ঠাকুরকে হারালে, দেওয়াল লিখন পরিষ্কার হয়ে যায়। শেষের দিকে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ব্যাট ঘোরালেও, ৬ রানে পরাজিত হয় দিল্লি। অক্ষর ২৪ বলে ৪২ রান করেন, কুলদীপ ৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। লখনউয়ের হয়ে নির্ধারিত চার ওভারে ১৬ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে লখনউকে ম্যাচ জেতাতে সাহায্য করেন মহসিন খান।