আইপিএলের প্রতিটি ম্যাচে কত যে চার ছক্কা দেখা যায়, তার কড়ায়-গণ্ডায় হিসাব রাখা মুশকিল। যথার্থই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে কত লোকে কত ছক্কা মারেন। তবে মাত্র ২টি ছক্কা হাঁকিয়েও যে আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়া যায়, সেটা দেখিয়ে দিলেন লখনউ সুপার জায়ান্টসের আবেশ খান।
বল হাতে আবেশ রেকর্ড গড়লে অবাক হওয়ার কিছু থাকত না। তবে একজন বিশেষজ্ঞ বোলার ব্যাট হাতে ছক্কা হাঁকানোর এমন এক নজির গড়েন, যা অবাক করতে বাধ্য।
মঙ্গলবার পুণেতে গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ৫৭তম লিগ ম্যাচে লখনউয়ের হয়ে একেবারে শেষে ব্যাট করতে নামেন আবেশ। ১১ নম্বরে ব্যাট করতে নেমে ২টি ছক্কার সাহায্যে ৪ বলে ১২ রান করে আউট হন তিনি।
এই ২টি ছক্কার সুবাদেই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেন আবেশ। আসলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে এর আগে কেউই একাধিক ছক্কা মারতে পারেননি। সুতরাং আবেশ খানই প্রথম ক্রিকেটার, যিনি কোনও আইপিএল ইনিংসের ১১ নম্বরে ব্যাট করতে নেমে ২টি ছক্কা মারেন।
আবেশ রেকর্ড গড়লেও ম্যাচে লখনউকে একতরফাভাবে হারতে হয়। প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ১৩.৫ ওভারে মাত্র ৮২ রান অল-আউট হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।