রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যে ভুল করেছিলেন হার্দিক পান্ডিয়া, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেই একই ভুলের পুনরাবৃত্তি করলেন না গুজরাট দলনায়ক। রাজস্থান ম্যাচে অভিজ্ঞ মোহিত শর্মার থেকে মুখ ফিরিয়ে টিনএজার নূর আহমেদের উপর আস্থা রেখে ডোবে গুজরাট। এবার একই পরিস্থিতিতে মহম্মদ শামিকে টপকে মোহিতের উপর বাজি রাখেন হার্দিক। এমনকি পান্ডিয়া নিজেকেও এক্ষেত্রে লড়াই থেকে সরিয়ে রাখেন। মোহিত হতাশ করেননি দলনায়ক তথা টিম ম্যানেজমন্টকে। বরং সকলকে চমকে দেন বলা চলে।
রাজস্থান ম্যাচে শেষ ওভারে সঞ্জু স্যামসনদের জয়ের জন্য ৭ রান দরকার ছিল। মোহিত শর্মা সেই ম্যাচে ২ ওভার বল করে মাত্র ৭ রান খরচ করেন। তা সত্ত্বেও হার্দিক শেষ ওভারে মোহিতকে বল করতে না ডেকে নূর আহমেদকে বল করতে পাঠান, যিনি নিজের প্রথম ২ ওভারে ২১ রান খরচ করেছিলেন। হেতমায়ের শেষ ওভারে নূরের ২টি বলে ৮ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রাজস্থানকে। ম্যাচের শেষে শিমরন স্পষ্ট জানিয়েছিলেন যে, হার্দিকের এই সিদ্ধান্তে তাঁর কাজ সহজ হয়ে দাঁড়ায়।
এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ওভারে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিল গুজরাট। জয়ের জন্য ১২ রান দরকার ছিল লখনউয়ের। হার্দিকের হাতে বোলিং বিকল্প ছিল শামি, মোহিত ও রাহুল তেওয়াটিয়ার। তাঁর নিজেরও ৩ ওভার বাকি ছিল। যদিও মোহিত ছাড়া আর কারও দিকে তাকাননি পান্ডিয়া।
মোহিত শর্মার দুর্দান্ত শেষ ওভারের ভিডিয়ো দেখতে ক্লিক করুন এখানে
মোহিতের শেষ ওভারের প্রথম বলে ২ রান নেন লোকেশ রাহুল। দ্বিতীয় বলে মোহিত আউট করেন লখনউ দলনায়ককে। তৃতীয় বলে মোহিত আউট করেন ডেভিড মিলারকে। চতুর্থ বলে ২ রান নিতে গিয়ে রান-আউট হন আয়ুষ বাদোনি। পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান-আউট হন দীপক হুডা। শেষ বলে কোনও রান খরচ করেননি মোহিত। সুতরাং, শেষ ওভারে মোহিত মাত্র ৪ রান খরচ করেন এবং ২টি উইকেট তুলে নেন। শেষ ওভারে ২টি রান-আউট মিলিয়ে পরপর ৪টি উইকেট পড়ে। গুজরাট ৭ রানে ম্য়াচ জেতে।
মোহিত ৩ ওভার বল করে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। বিশেষ করে শেষ ওভারের দুর্দান্ত বল করার জন্যই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মোহিত শর্মা।
গত মরশুমে আইপিএলে দল না পেয়ে গুজরাটের নেট বোলারের ভূমিকা পালন করেন মোহিত শর্মা। তিনি এবার আইপিএলে কামব্যাকেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন। নিজের তিন নম্বর ম্যাচে এবার দ্বিতীয়বার সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তোলেন গত মরশুমের উপেক্ষিত নেট-বোলার।
আইপিএল ২০২৩-এ মোহিত শর্মার ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. বনাম পঞ্জাব: ৪ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন।
২. বনাম রাজস্থান: ২ ওভারে ৭ রান খরচ করে কোনও উইকেট পাননি।
৩. বনাম লখনউ: ৩ ওভারে ১৭ রান খরচ করে ২টি উইকেট নেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।