বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs MI: ঘোর সংশয়ে লখনউয়ের বিরুদ্ধে অর্জুনের মাঠে ফেরা, কুকুরের কামড় খেলেন জুনিয়র তেন্ডুলকর- ভিডিয়ো

LSG vs MI: ঘোর সংশয়ে লখনউয়ের বিরুদ্ধে অর্জুনের মাঠে ফেরা, কুকুরের কামড় খেলেন জুনিয়র তেন্ডুলকর- ভিডিয়ো

অর্জুন তেন্ডুলকর। ছবি- টুইটার।

Lucknow Super Giants vs Mumbai Indians IPL 2023: অর্জুন তেন্ডুলকর শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেন গত ২৫ এপ্রিল আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে।

গুজরাট টাইটানস প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। চেন্নাই সুপার কিংস প্লে-অফের দরজায় কড়া নাড়ছে। এই অবস্থায় আইপিএল ২০২৩-এর শেষ চারের লড়াইয়ে প্রবলভাবে টিকে থাকা দু'দল লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স মঙ্গলবার একানা স্টেডিয়ামে সম্মুখসমরে নামছে।

দু'দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। এমন হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে হঠাৎই অপ্রীতিকর খবর মুম্বই শিবিরে। এমনিতেই তিলক বর্মা যে থেকে চোট পেয়েছেন, চাপে রয়েছেন রোহিতরা। নেহাল ওয়াধেরা তিলকের খামতি মেটানোর চেষ্টা করে চলেছেন সাধ্য মতো। ক্রুণাল পান্ডিয়াদের বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত শর্মাদের হাতে আরও একটি বিকল্প কমল বলা যায়। যদিও এই বিষয়ে মুম্বই শিবির থেকে কোনও সরকারি আপডেট দেওয়া হয়নি।

আসলে লখনউ ম্যাচের আগে কুকুরের কামড় খেয়েছেন মুম্বইয়ের পেসার অল-রাউন্ডার অর্জুন তেন্ডুলকর। তিনি নিজেই সেকথা জানিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে পুরনো বন্ধু মহসিন খানদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায় অর্জুনকে। আলাপচারিতার মাঝেই অর্জুন জানান যে, তাঁকে আগের দিন একটি কুকুরে কামড়ে দিয়েছে।

আরও পড়ুন:- CSK vs KKR: ক্রিকেট বুদ্ধিতে ধোনিকেও টেক্কা, KKR-কে জয়ের মাস্টার প্ল্যান ছকে দেন কোচ চন্দ্রকান্ত, হদিশ দিলেন রানা

এবছরই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে আত্মপ্রকাশ ঘটে অর্জুন তেন্ডুলকরের। তবে ৪টি ম্যাচ খেলার পরে তাঁকে প্রথম একাদশের বাইরে ছিটকে যেতে হয়। অর্জুন শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামেন গত ২৫ এপ্রিল আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে।

আরও পড়ুন:- CSK vs KKR: ‘সব দল হোম অ্যাডভান্টেজ পায়, একমাত্র KKR ছাড়া’, চিপকে জিতে ঘুরিয়ে ইডেনকে কটাক্ষ নীতীশ রানার

এমনিতেই লখনউয়ের বিরুদ্ধে জুনিয়র তেন্ডুলকরের মুম্বইয়ের প্রথম একাদশে কামব্যাক নিয়ে কোনও নিশ্চয়তা ছিল না। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই সম্ভাবনা আরও কমল বলা যায়।

অর্জুন যে চারটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেন, তার একটিতেও বোলিং কোটা পূর্ণ করেননি। ওয়াংখেড়েতে কেকেআরের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ২ ওভার বল করে ১৭ রান খরচ করেন তিনি। কোনও উইকেট পাননি। উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২.৫ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নেন অর্জুন। ওয়াংখেড়েতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ ওভার বল করে ৪৮ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন জুনিয়র তেন্ডুলকর। শেষে আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২ ওভার বল করে ৯ রান খরচ করেন এবং ১টি উইকেট পকেটে পোরেন তিনি।

একমাত্র গুজরাট ম্যাচেই ব্যাট করার সুযোগ হয় অর্জুনের। তিনি ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৩ রান করে আউট হন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন