বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs MI, IPL 2023: পরপর ২ বলে বাদোনি-পুরানকে ফেরালেন আকাশ, অল্পের জন্য মিস করলেন হ্যাটট্রিক- ভিডিয়ো

LSG vs MI, IPL 2023: পরপর ২ বলে বাদোনি-পুরানকে ফেরালেন আকাশ, অল্পের জন্য মিস করলেন হ্যাটট্রিক- ভিডিয়ো

অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন আকাশ মাধওয়াল।

এলিমিনেটরের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের আকাশ মাধওয়াল লখনউ সুপার জায়ান্টসের মোট ৫ উইকেট তুলে নেন। এ দিন তিনি ৩.৩ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। মুম্বইয়ের দেওয়া ১৮৩ রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় লখনউ।

মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরো ল্যাজেগোবরে অবস্থা হয় লখনউ সুপার জায়ান্টসের ব্যাটারদের। তার মধ্যে মুম্বইয়ের ডানহাতি পেসার আকাশ মাধওয়ালের দাপটে পুরো থরহরিকম্প দশা হয় এসএসজি-র। বিশেষ করে দশ নম্বর ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে পরপর আয়ুশ বাদোনি এবং নিকোলাস পুরানকে ফিরিয়ে লখনউয়ের চাপ চারগুণ বাড়িয়ে দিয়েছিলেন আকাশ। একটুর জন্য তিনি হ্যাটট্রিক মিস করেন। তবে হ্যাটট্রিক মিস করলেও, আকাশ কিন্তু লখনউয়ের মোট ৫ উইকেট তুলে নিয়ে সেই আক্ষেপ অনেকটাই মিটিয়ে নেন।

আরও পড়ুন: নো-বলে আউট? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে হতবাক টিম ডেভিড, নেটপাড়ায় বিতর্কের ঝড়

দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আকাশ প্রথম ধাক্কা দেন লখনউ সুপার জায়ান্টসকে। প্রেরক মানকডকে ফেরান তিনি। ৬ বলে ৩ করে হৃত্বিক শোকিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রেরক। এর পর দশ নম্বর ওভারে বল করতে এলে চতুর্থ বলে বাদোনিকে প্রথমে বোল্ড করেন আকাশ। ৭ বলে ১ করে সাজঘরে ফেরেন আয়ুশ বাদোনি। পরের বলেই পুরানকে ফেরান তিনি। প্রথম বলেই ইশান কিষাণের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান পুরান। হ্যাটট্রিকের সুযোগ এসেছিলেন আকাশের সামনে। তবে ষষ্ঠ বলে কোনও উইকেট পড়েনি। দীপক হুডা ১ রান নেন। হ্যাটট্রিক করতে না পারলেও, এই ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন আকাশ মাধওয়াল। এই ওভারটা মুম্বইয়ের জয়ের পথ প্রশস্ত করে। ১০ ওভার শেষে লখনউয়ের রান দাঁড়ায় ৫ উইকেটে ৭৫।

এরপর আরও ২ উইকেট নেন আকাশ। ১৫তম ওভারের তৃতীয় বলে আকাশ ফেরান রবি বিষ্ণোইকে। ৬ বলে ৩ রান করে ক্রিস জর্ডনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিষ্ণোই। এর পর মহসিন খানেরও উইকেট নেন আকাশ। ১৭ ওভারে বল করতে এসে মহসিন খানকে আউট করে ষোলকলা পূর্ণ করেন আকাশ। ৭ বলে খেলে শূন্য করে বোল্ড হন মহসিন। আকাশই লখনউয়ের কফিনে শেষ পেরেক পোঁতেন। ১০১ রানে অলআউট হয়ে যায় লখনউ। এ দিকে আকাশ ৩.৩ ওভার বল করে ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন।

আরও পড়ুন: T20 ক্রিকেটে অ্যাঙ্করের কোনও ভূমিকাই নেই- কোহলির একেবারে উল্টো দাবি রোহিতের

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। শুরু থেকেই নবীন-উল-হক আগুনে মেজাজে ছিলেন। চতুর্থ ওভারেই রোহিত শর্মাকে (১০ বলে ১১ রান) ফিরিয়ে মুম্বইকে প্রথম ধাক্কাটা দেন তিনি। এর পর ১১তম ওভারে সূর্যকুমার যাদব (২০ বলে ৩৩ রান) এবং ক্যামেরন গ্রিনকে (২৩ বলে ৪১ রান) ফিরিয়ে মুম্বইয়ের ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দেন নবীন। তৃতীয় উইকেটে সূর্য-গ্রিন জুটি ৩৬ বলে ৬৬ রানের পার্টনারশিপ করেন। গ্রিন আউট হওয়ার পরে মুম্বই আর ৭৭ রান যোগ করতে পারে। নবীন এর পর তিল বর্মাকেও (২২ বলে ২৬ রান) ফেরান।

এ দিন নবীন ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তবে সাতে ব্যাট করতে নেমে শেষ পাতে নেহাল ওয়াধেরার ১২ বলে ২৩ রানের সুবাদে ৮ উইকেটে ১৮২ রান করে মুম্বই। লখনউয়ের হয়ে নবীনের ৪ উইকেট ছাড়াও ৩ উইকেট নিয়েছেন যশ ঠাকুর। একটি উইকেট নিয়েছেন মহসিন খান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন