বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs MI: আকাশকে দিয়ে আর্চারের অভাব ঢাকতে চেয়েছিলেন রোহিতরা, বাস্তবে ৮ কোটির মহাতারকাকে ছাপিয়ে গেলেন ২০ লাখের মাধওয়াল

LSG vs MI: আকাশকে দিয়ে আর্চারের অভাব ঢাকতে চেয়েছিলেন রোহিতরা, বাস্তবে ৮ কোটির মহাতারকাকে ছাপিয়ে গেলেন ২০ লাখের মাধওয়াল

আকাশের পিঠ চাপড়ে দিচ্ছেন রোহিত। ছবি- পিটিআই।

Lucknow Super Giants vs Mumbai Indians IPL 2023 Eliminator: বুমরাহ-আর্চার না থাকায় কার্যত বাধ্য হয়েই গত বছরের নেট বোলারকে এবছর মাঠে নামায় মুম্বই ইন্ডিয়ান্স। ছুপা রুস্তম মাধওয়ালই মুম্বইকে এলিমিনেটরের বাধা পার করান।

একজনকে একবছর পাওয়া যাবে না জেনেও পরের মরশুমের জন্য ৮ কোটি টাকার মোটা অঙ্কে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। অন্যজন নেট বোলার থেকে চোট পাওয়া ক্রিকেটারের বদলে ২০ লক্ষ টাকার বিনিময়ে মুম্বইয়ের মূল স্কোয়াডে ঢোকেন। উল্লেখযোগ্য বিষয় হল, এবছর ৮ কোটির মহাতারকার অনুপস্থিতিতে তাঁর অভাব মেটাচ্ছেন ২০ লক্ষ টাকার ঘরোয়া ক্রিকেটার। বরং বলা ভালো যে, জোফ্রা আর্চারের অনুপস্থিতিতে তাঁর থেকে ঢের ভালো পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন আকাশ মাধওয়াল।

গতবছর সূর্যকুমার যাদব চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে উত্তরাখণ্ডের পেসার আকাশ মাধওয়ালকে পরিবর্ত ক্রিকেটার হিসেবে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। গতবছর কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। তবে এবছর একপ্রকার বাধ্য হয়েই ২৯ বছরের পেসারকে মাঠে নামাতে হচ্ছে রোহিতদের। কেননা চোটের জন্য জসপ্রীত বুমরাহ নেই। আইপিএলের মাঝপথেই ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার।

এহেন আকাশ মাধওয়ালই বল হাতে রং ছড়াচ্ছেন মুম্বইয়ের হয়ে। বুধবার চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩.৩ ওভার বল করে মাত্র ৫ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন আকাশ। আইপিএলের প্লে-অফের ইতিহাসে কখনও কোনও বোলার এত ভালো বোলিং করেননি কোনও ম্যাচে।

আরও পড়ুন:- LSG vs MI: 'সব দোষ আমার', খারাপ শটে আউট হয়ে ম্যাচ হারার দায় নিজের ঘাড়ে নিলেন ক্রুণাল

স্বাভাবিকভাবেই আকাশকে নিয়ে উচ্ছ্বসিত মুম্বই শিবির। ক্যাপ্টেন রোহিত শর্মা সঙ্গত কারণেই প্রশংসায় ভরিয়ে দেন মাধওয়ালকে। পুরস্কার বিতরণী মঞ্চে হিটম্যান স্বীকার করে নেন যে, জোফ্রা ছিটকে যাওয়ার পরে আকাশকেই তাঁর সেরা বিকল্প হিসেবে মনে হয়।

রোহিত বলেন, ‘আকাশ গত বছর সাপোর্ট বোলার হিসেবে আমাদের দলে ছিল। পরে স্কোয়াডে নেওয়া হয়। যদিও কোনও ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে এবছর জোফ্রা চলে যাওয়ার পরে আমার মনে হয়ে ওর (আকাশের) মধ্যে সেই দৃঢ়তা ও স্কিল রয়েছে। আমাদের এমন একজনকে দরকার ছিল, যে নেটে বল করে এসেছে। ওকে দিয়ে কাজ চালানো যাবে বলে আত্মবিশ্বাসী ছিলাম আমরা।’

আরও পড়ুন:- KKR গম্ভীরকে তাড়ানোর পরে শেষ দু'বছর নাইট শিবিরে কেমন অবস্থা হয়েছিল তাঁর, ক্ষোভের সঙ্গে জানালেন উথাপ্পা

আনকোরা ক্রিকেটারদের স্পটলাইটে আনার ক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যাঁরা প্রতিভা খুঁজে বার করেন, তাঁদেরও কৃতিত্ব দিলেন রোহিত। তিনি বলেন, 'বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি, মুম্বই ইন্ডিয়ান্স থেকে উঠে আসা ক্রিকেটাররা জাতীয় দলে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাই যারা নেপথ্যে কাজ করেন, তাঁদেরকেও কৃতিত্ব দিতে হয়।'

উল্লেখ্য, বুধবার চিপকের এলিমিনেটরে শুরুতে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ১৬.৩ ওভারে ১০১ রানে অল-আউট হয়ে যায়। ৮১ রানে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করেন মুম্বই। লখনউকে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? প্রথম দফায় 'বাম্পার' ভোটিং, ‘মোদী-মোদী’ বলে ভোট মানুষের, BJP-র গ্রাফ উঠছে- শাহ অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২০ থেকে একলাফে ৪-এ কেএল রাহুল, বেগুনি টুপি দেখছেন মুস্তাফিজ এককালে যেখানে পোস্টার মেরেছি সেখানে আজ রোড শো করছি-রাজনৈতিক সফর নিয়ে অকপট শাহ ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ India-Pakistan Test Series নিয়ে রোহিত শর্মার দাবিকে সমর্থন করলেন শাহিদ আফ্রিদি সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের ভাগ্যে আজ কী রয়েছে? শনিবার ২০ এপ্রিলের রাশিফল দেখুন মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে শনিবার কে লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি

Latest IPL News

RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.