বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs PBKS: ডি'কক কি রাহুলের সঙ্গে ওপেন করবেন? জয়ে ফিরতে পঞ্জাব দলে বদল আনবে?

LSG vs PBKS: ডি'কক কি রাহুলের সঙ্গে ওপেন করবেন? জয়ে ফিরতে পঞ্জাব দলে বদল আনবে?

কেএল রাহুল নাকি শিখর ধাওয়ান- শেষ হাসি হাসবেন কে?

ভারতের আসার পর থেকে কুইন্টন ডি'ককের মতো প্লেয়ার রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন। তবে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মেয়ার্সের পরপর দুই ম্যাচে ব্যর্থতার পরে তাঁকে একাদশের বাইরে রেখে ডি'কককে খেলানো হতে পারে।

গত বছর অভিষেকেই প্লে-অফে পৌঁছেছিল লখনউ সুপার জায়ান্টস। যদি ফাইনালে তারা পৌঁছতে পারেনি। তবে এ বারও দুরন্ত ছন্দে রয়েছে কেএল রাহুলের টিম। চারটি ম্যাচের তিনটিতেই তারা জিতেছে। শুধু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছে। শনিবার ডাবল হেডারের ম্যাচে রাতে লখনউ মুখোমুখি হবে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের। পঞ্জাব আবার প্রথম দু'টি ম্যাচ জিতলেও, পরের দু'টিতে হেরেছে। লখনউকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে জয়ের ফিরতে মরিয়া পঞ্জাব। তবে কাজটা খুব সহজও হবে না। আইপিএলে এই দুই দল মাত্র একবারই মুখোমুখি হয়েছে। সে বার জিতেছিল লখনউ। স্বভাবতই পরিসংখ্যানেও এগিয়ে রাহুলের দল।

লখনউয়ের মিডল অর্ডারে ভরসা মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরানরা। তবে ওপেন করতে নেমে কাইল মেয়ার্সের ব্যর্থতা চিন্তায় ফেলেছে লখনউকে। মেয়ার্সের প্রথম দিকের সাফল্যের কথা মাথায় রেখেই তাঁকে একাদশে খেলানো হচ্ছে। এ দিকে ভারতের আসার পর থেকে কুইন্টন ডি'ককের মতো প্লেয়ার রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন। তবে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মেয়ার্সের পরপর দুই ম্যাচে ব্যর্থতার পরে তাঁকে একাদশের বাইরে রেখে ডি'কককে খেলানো হতে পারে। তবে বোলিং বিভাগটা লখনউয়ের শক্তি।

আরও পড়ুন: খুঁড়িয়ে মাঠ ছাড়েন,ব্যাট হাতে ব্যর্থ হন, রাসেলের চোটের হাল কী?আপডেট দিলেন নীতিশ

মার্ক উড, রবি বিষ্ণোইরা ধারাবাহিক ভাবে উইকেট নিচ্ছেন। অমিত মিশ্রর অভিজ্ঞতা কাজে লাগছে। ক্রুণাল পাণ্ডিয়াও বল হাতে নজর কেড়েছেন। হায়দরাবাদের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখেন।

পঞ্জাবের তারকা প্লেয়ার লিয়াম লিভিংস্টোন হাঁটু এবং গোড়ালির চোট সারিয়ে দেরীতেই ভারতে এসে পৌঁছেছেন। এর মধ্যেই আবার তিনি প্রশিক্ষণের সময়ে পেশীতে টান অনুভব করেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন শিখর ধাওয়ান। সুতরাং তাঁর দলে থাকার সম্ভাবনা কম। আর যদি একাদশে থাকেন, তবে তিনি ভানুকা রাজাপক্ষের জায়গায় খেলতে পারেন।

এ ছাড়াও পঞ্জাব কিংস তাদের সিমারদের রোটেশনে খেলানোর কথা ভাবতে পারে। ৪৮ ঘন্টার মধ্যে তারা দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। যদি তাই হয়, সে ক্ষেত্রে কাগিসো রাবাডা, যিনি গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যয়বহুল প্রমাণিত হয়েছিলেন, তাঁকে বসিয়ে নাথান এলিসকে খেলানো হতে পারে।

আরও পড়ুন: SRH-এর কাছে হেরে শীর্ষে ওঠা হল না KKR-এর, বড় লাফ দিল সানরাইজার্স

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): কুইন্টন ডি'কক, কেএল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, ক্রুনাল পাণ্ডিয়া, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরাণ (উইকেটরক্ষক), আয়ুশ বাদোনি, জয়দেব উনাদকাট, মার্ক উড, রবি বিষ্ণোই, আবেশ খান।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): কুইন্টন ডি'কক, কেএল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, ক্রুনাল পাণ্ডিয়া, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরাণ (উইকেটরক্ষক), অমিত মিশ্র/কৃষ্ণাপ্পা গৌতম, জয়দেব উনাদকাট, মার্ক উড, রবি বিষ্ণোই, আবেশ খান

পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): প্রভসিমরান সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথিউ শর্ট, ভানুকা রাজাপক্ষে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান, এম শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, 11 আর্শদীপ সিং।

পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথিউ শর্ট, ভানুকা রাজাপক্ষে/প্রভসিমরান সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান, এম শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, আর্শদীপ সিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.