বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Gambhir and Virat's clash history: ঝামেলার ‘জন্মদিন’ পালন বিরাট ও গম্ভীরের! ২০১৩ সালের ১০ বছর পরে ফের হল সংঘাত

Gambhir and Virat's clash history: ঝামেলার ‘জন্মদিন’ পালন বিরাট ও গম্ভীরের! ২০১৩ সালের ১০ বছর পরে ফের হল সংঘাত

২০১৩ সালের আইপিএলে বিরাট ও গম্ভীরের ঝামেলা (বাঁদিকে), ২০২৩ সালে ঝামেলা দুই তারকার (ডানদিকে)। (ছবি সৌজন্যে, আইপিএল ভিডিয়ো এবং টুইটার)

২০১৩ সালের আইপিএলে ঝামেলায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে সেই ঝামেলা হয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি হল ২০২৩ সালে।

২০১৩ সালের ১১ এপ্রিল থেকে ২০২৩ সালের ১ মে - ১০ বছরের ব্যবধানে যেন কিছু পালটাল না। ১০ বছর আগে যখন আইপিএলে দুই তারকার ঝামেলা হয়েছিল, তখন দু'জনেই খেলোয়াড় ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (আরসিবি) খেলতেন বিরাট কোহলি। সোমবার যখন ফের দুই তারকা সংঘাতে জড়ালেন, তখন লখনউ সুপার জায়েন্টসের হেড কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন গম্ভীর। সেই আরসিবিতে খেলছেন বিরাট। আর দুই দিল্লির ছেলের সেই ঝামেলা দেখে নেটিজেনদের টিপ্পনি, যেন দশম ‘ঝামেলা’ বার্ষিকী পালন করছেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট এবং গম্ভীর।

সোমবার একানা স্টেডিয়ামে লখনউ এবং ব্যাঙ্গালোরের ম্যাচের পর বিরাট ও গম্ভীরের মধ্যে সেই ঝামেলা শুরু হয় (ওই ম্যাচে ১৮ রানে হেরে যায় লখনউ, প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে হেরেছিল ব্যাঙ্গালোর)। দু'জনেই একে অপরের দিকে তেড়ে যান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গিয়েছিল যে তাঁদের সামলাতে পারছিলেন না কেএল রাহুল, কৃষ্ণাপ্পা গৌতম, অমিত মিশ্ররা। শেষপর্যন্ত দু'দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা তাঁদের কোনওক্রমে সরিয়ে নিয়ে যান। 

লখনউয়ের মাঠের সেই ঝামেলা দেখে নেটিজেনরা নস্ট্যালজিয়ায় ডুব দিয়েছেন। তাঁরা ফিরে গিয়েছেন ১০ বছর আগে, যখন আইপিএলে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বিরাট এবং গম্ভীর। ২০১৩ সালের আইপিএলে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে দুই তারকার সংঘাত হয়েছিল। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৪ রান তুলেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। সেই রান তাড়া করতে নেমে একেবারে হাসতে-হাসতে জয়ের দিকে এগোচ্ছিল আরসিবি। 

আরও পড়ুন: আফগানকে ‘জুতো দেখান’ বিরাট, কীভাবে গম্ভীরের সঙ্গে শুরু ঝামেলা? রইল পুরো ভিডিয়ো

তারইমধ্যে ৯.১ ওভারের প্রথম বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন বিরাট (২৭ বলে ৩৫ রান)। তারপরই দুই তারকার ঝামেলা হয়েছিল। আউট হয়ে ফেরার সময় কেকেআর খেলোয়াড়দের উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন বিরাট। তাঁকে উদ্দেশ্য করে প্রথমে কিছু বলা হয়েছিল কিনা, তা অবশ্য স্পষ্ট ছিল না। তারপর গম্ভীর এবং বিরাট একে অপরের দিকে তেড়ে গিয়েছিলেন। তাঁদের আলাদা করেছিলেন দিল্লির অপর ক্রিকেটার রজত ভাটিয়া। ছুটে এসেছিলেন অনফিল্ড আম্পায়ারও। দু'জনকে আলাদা করে দেওয়া হয়েছিল।

তবে বিরাট ও গম্ভীরের যাত্রার শুরুটা অত্যন্ত মধুর ছিল। বিরাটকে নিজের ম্যাচের সেরা পুরস্কার তুলে দিয়েছিলেন গৌতি। ২০০৯ সালের ডিসেম্বরে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ৩১৬ রান তাড়া করতে নেমে বিরাট এবং গম্ভীর ২২৪ রানের জুটি গড়ে তুলেছিলেন। চার নম্বরে ব্যাট করে ১১৪ বলে ১০৭ রান করেছিলেন বিরাট। সেটাই আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের প্রথম শতরান ছিল। তবে অপরাজিত ১৫০ রানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন গৌতি। যিনি নিজের ম্যাচের সেরার পুরস্কার বিরাটের হাতে তুলে দিয়েছিলেন। 

আরও পড়ুন: মাঠে ঝামেলার জন্য কোহলি-নবীন-গম্ভীরকে শাস্তি দিল BCCI! দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

গৌতির বক্তব্য ছিল, প্রথম আন্তর্জাতিক শতরানের অনুভূতিটা আলাদাই হয়। বিরাট হয়ত ১০০ টি শতরান করবেন। সেটা বিরাট করতেও পারবেন বলে আস্থা রেখেছিলেন গম্ভীর। তিনি বলেছিলেন, ‘আমি ওই মুহূর্তটা (আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের প্রথম শতরান) ওর (বিরাটের) জন্য স্পেশাল করে তুলতে চেয়েছিলাম। কারণ প্রথম সেঞ্চুরির অনুভূতি আলাদাই হয়। এটা এমন কোনও কাজ নয়, যেটা আমার বা অন্য কারও করা উচিত নয়।’

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ সাত বার ভিটে ছাড়া করেছে গঙ্গা, তবুও দিনবদলের স্বপ্ন দেখেন তৌফিকরা তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানকে শোকজ, নির্বাচন কমিশন জবাব তলব করল মুখ্যমন্ত্রীর বীরভূমের সভায় লাভবান কাজল শেখ, ভোট–পর্বের আগে আবার কোর কমিটিতে পর্দার ‘রাম’কে দেখে হাত তুলে ‘জয়শ্রীরাম’ বলতেই পকেট থেকে ৩৬ হাজার হাপিশ ব্যক্তির 'নেচে-নেচে মঞ্চে কথা বলেন, উনি এতই অশিক্ষিত…', SSC নিয়ে মমতাকে আক্রমণ অভিজিতের সৌরভ অতীত, 'নতুন শুরু' অনিন্দিতার, শুভেচ্ছা এল প্রাক্তন স্বামী গৌরবের তরফে! রায়গঞ্জে দেবের সামনে চেয়ার ছোঁড়াছুড়ি চলল, কেন এমন ঘটল?‌ সামলালেন নেতা বাংলার ৪২এ কতগুলি আসন দখলের টার্গেট সেট শাহের? ২য় দফার আগে তুলে ধরলেন শাহি-অঙ্ক ‘এবার রুল জারি করব!’ নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবকে কড়া বার্তা হাইকোর্টের

Latest IPL News

১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.