বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG VS SRH IPL 2023: ২৪ বল বাকি থাকতেই জিতল লখনউ, হায়দরাবাদকে হারাল পাঁচ উইকেটে
আইপিএল-এর চলতি মরশুমে ঘরের মাঠে দ্বিতীয় জয় পেল লখনউ সুপার জায়ান্টস (ছবি-টুইটার)

LSG VS SRH IPL 2023: ২৪ বল বাকি থাকতেই জিতল লখনউ, হায়দরাবাদকে হারাল পাঁচ উইকেটে

IPL 2023-এর দশম ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের ঘরের মাঠে ফের জয় পেল লখনউ। সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তোলে, জবাবে ১৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লখনউ। ক্রুণাল বল হাতে ৩ উইকেট নিলেন এবং ব্যাট হাতে ৩৪ রান করলেন।

Lucknow Super Giants vs Sunrisers Hyderabad Live Bangla Commentary: শুক্রবার লখনউতে সানরাইজার্স হায়দরাবাদকে পাঁচ উইকেটে হারাল লখনউ সুপার জায়ান্টস। 

07 Apr 2023, 10:50:55 PM IST

১৬ ওভারে LSG স্কোর ১২৭/৫

২৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করল লখনউ। টি নটরাজনের এই ওভারের শেষ বলে ছক্কা মেরে লখনউ-এর জয় নিশ্চিত করেন নিকোলাস পুরান। পাঁচ উইকেটে এই ম্যাচ জিততে সক্ষম হয় লখনউ। নিকোলাস পুরান ৬ বলে অপরাজিত ১১ রান করেন অন্যদিকে মার্কাস স্টোইনিস ১৩ বলে অপরাজিত ১০ রান করেন।

07 Apr 2023, 10:44:49 PM IST

১৫ ওভারে LSG স্কোর ১১৮/৫

হায়দরাবাদের জন্য দারুণ একটা ওভার করলেন রশিদ খান। রাহুল-শেফার্ডকে আউট করে দিলেন মাত্র চারন। কিন্তু অনেক দেরি হয়েগিয়েছে। লখনউ-এর ম্যাচ জিততে ৩০ বলে দরকার ৪ রান।

07 Apr 2023, 10:40:40 PM IST

আউট রোমারিও শেফার্ড

খাতা খুলতে পারলেন না রোমারিও শেফার্ড। কেএল রাহুলের পরে ব্যাট করতে এসে শূন্য রানে সাজঘরে ফিরলেন তিনি। লখনউ-এর স্কোর ১১৪/৫ রান।

07 Apr 2023, 10:38:49 PM IST

কেএল রাহুল আউট

আদিল রশিদের বলে আউট হলেন কেএল রাহুল। ৩১ বলে ৩৫ রান করলেন রাহুল। রশিদের বলে LBW হলেন লখনউ ক্যাপ্টেন। 

07 Apr 2023, 10:37:32 PM IST

১৪ ওভারে LSG স্কোর ১১৪/৩

ফারুকির এই ওভারে পাঁচ রান নিল লখনউ। জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে লখনউ।

07 Apr 2023, 10:30:39 PM IST

১৩ ওভারে LSG স্কোর ১০৯/৩

এই ওভারে উমরান উইকেট পেলেও অনেক রান খরচ করলেন। যার ফলে লখনউ নিজেদের লক্ষ্যের কাছে অনেক আগেই পৌঁছে যেতে চলেছে। এই ওভারে ক্রুণালকে আউট করলেও ১৩ রান খরচ করলেন। উইকেটে রয়েছেন কেএল রাহুল ও মার্কাস স্টোইনিস।

07 Apr 2023, 10:26:08 PM IST

আউট ক্রুণাল

উমরান মালিকের বলে আউট হলেন ক্রুণাল পান্ডিয়া। ২৩ ৩৪ রান করে সাজঘরে ফিরলেন ক্রুণাল। ১০০ রানে ৩ উইকেট হারাল লখনউ।

07 Apr 2023, 10:24:39 PM IST

১২ ওভারে LSG স্কোর ৯৬/২

২১ বলে ৩০ রান করে খেলছেন ক্রুণাল, রাহুল ২৯ বলে ৩৪ রান করে ক্রিজে রয়েচেন। ম্যাচ জিততে লখনউ-এর ৪৮ বলে ২৬ রান দরকার।

07 Apr 2023, 10:20:00 PM IST

১১ ওভারে LSG স্কোর ৯১/২

১৯ বলে ২৮ রান করে খেলছেন ক্রুণাল পান্ডিয়া। নিজের এই ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি। কেএল রাহুল ২৫ বলে ৩১ রান করে ক্রিজে রয়েছেন। তিনি চারটি চার মেরেছেন।

07 Apr 2023, 10:12:56 PM IST

১০ ওভারে LSG স্কোর ৮২/২

১৫ বলে ২৩ রান করে ক্রিজে রয়েছেন ক্রুণাল, কেএল রাহুল ২৩ বলে ৩০ রান করে খেলছেন। টি নটরাজন নিজের প্রথ ওভারে ৯ রান দিলেন। ওভারে একটি বাই রান পেয়েছে লখনউ। 

07 Apr 2023, 10:04:33 PM IST

৯ ওভারে LSG স্কোর ৭২/২

আদিল রশিদ এই ওভারটি ভালো ভাবেই করছিলেন কিন্তু ওভারের শেষ বলে ছক্কা হাঁকান ক্রুণাল পান্ডিয়া। এই ওভারে ৯ রান নেয় লখনউ। ক্রুণাল পান্ডিয়া ১০ বলে ১৫ রান করেছেন, কেএল রাহুলের সংগ্রহ ২২ বলে ৩০ রান।

07 Apr 2023, 10:01:03 PM IST

৮ ওভারে LSG স্কোর ৬৩/২

এই ওভার থেকে আট রান নিল লখনউ। ২০ বলে ২৮ রান করেছেন কেএল রাহুল এবং ৬ বলে ৮ রান করে খেলছেন ক্রুণাল পান্ডিয়া।

07 Apr 2023, 09:57:16 PM IST

৭ ওভারে LSG স্কোর ৫৫/২

আদিল রশিদের এই ওভারে দশ রান নিল লখনউ। এই ওভারে একটি চার মেরেছিলেন কেএল রাহুল। ১৯ বলে ২৭ রান করে ক্রিজে রয়েছেন দলের অধিনায়ক।

07 Apr 2023, 09:54:03 PM IST

৬ ওভারে LSG স্কোর ৪৫/২

পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে লখনউ। এখনও ক্রিজে রয়েছেন কেএল রাহুল। মাঠে এসেছেন ক্রুণাল পান্ডিয়া।

07 Apr 2023, 09:52:16 PM IST

দীপক হুডা আউট 

ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন দীপক হুডা। এই ওভারের প্রথম বলে ছক্কা মারেন দীপক হুডা। পরের চারটি বল রান নিতে না পারলেও ওভারের শেষ বলে ভুবির হাতেই ক্যাচ দিয়ে ৮ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন হুডা। 

07 Apr 2023, 09:48:00 PM IST

৫ ওভারে LSG স্কোর ৩৯/১

১৪ বলে ১৮ রান করে খেলছেন কেএল রাহুল। দীপক হুডা ২ বলে ১ রান করেছেন। ফারুকি ২ ওবারে ৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

07 Apr 2023, 09:44:18 PM IST

আউট কাইল মায়ার্স

১৪ বলে ১৩ করে ফারুকির বলে মায়াঙ্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মায়ার্স।৪.৩ ওভারে ৩৫ রানে প্রথম উইকেট হারাল লখনউ।  

07 Apr 2023, 09:41:16 PM IST

৪ ওভারে LSG স্কোর ৩৫/০

স্পিনের আক্রমণ চালাচ্ছে সানরাইজার্স, চার ওভার শেষে উইকেট না হারিয়ে ৩৫ রান তুলল লখনউ।

07 Apr 2023, 09:37:40 PM IST

৩ ওভারে LSG স্কোর ২৯/০

ফারুকির এই ওভারে মাত্র ৫ রান নিতে পারল লখনউ। পাওয়ার প্লে দারুণ ভাবে কাজে লাগাচ্ছে কেএল রাহুল ও কাইল মায়ার্স। এই ওভারের একটি বল মায়ার্সকে বিড করেছিল এবং সেই বল উইকেটে লেগেছিল। কিন্তু বেলের লাইট না জ্বলে ওঠার জন্য রক্ষা পান মায়ার্স।

07 Apr 2023, 09:32:14 PM IST

২ ওভারে LSG স্কোর ২৪/০

ওয়াশিংটন সুন্দরের এই ওভারে ১১ রান নিল লখনউ। মায়ার্স ৭ বলে ৮ রান করেছেন এবং রাহুল ৫ বলে ১১ রান করে খেলছেন।

07 Apr 2023, 09:27:34 PM IST

প্রথম ওভারে LSG স্কোর ১৩/০ 

প্রথম ওভারে ১৩ রান তুলল লখনউ। ২ বলে ৫ রান করলেন কেএল রাহুল, ৪ বলে ৩ রান করলেন মায়ার্স।

07 Apr 2023, 09:24:00 PM IST

লক্ষ্য তাড়া রতে নামল রাহুল অ্যান্ড কোম্পানি

কাইল মায়ার্স ও কেএল রাহুল রান তাড়া করতে নামল। ভুবিকে দিয়ে আক্রমণ শুরু করল হায়দরাবাদ। নেমেই বাউন্ডারি মেরে নিজের ইনিংসের শুরু করলেন তিনি।

07 Apr 2023, 09:08:18 PM IST

২০ ওভারে SRH স্কোর ১২১/৮

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তুলল সানরাইজার্স। এখন দেখার কেএল রাহুলের লখনউ আদিল রশিদদের বিরুদ্ধে কী করেন? 

07 Apr 2023, 09:05:00 PM IST

উমরান মালিক আউট

অমিত মিশ্র জায়গায় মাঠে এলেন আয়ুষ বাদোনি। তারপরেই বল করতে আসেন উনাদকাট। তবে সেই ওভারের প্রথমেই রান আউট হলেন উমরান মালিক। 

07 Apr 2023, 09:01:42 PM IST

আউট আদিল রশিদ

ফের উইকেট পেলেন অমিত মিশ্র। বড় শট মারতে গিয়ে দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে বসেন আদিল রশিদ। ১৯ তম ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন অমিত মিশ্র।

07 Apr 2023, 08:58:29 PM IST

আউট সুন্দর

অমিত মিশ্রের বলে ছক্কা মারতে গিয়ে দীপক হুডারে হাতে ক্যাচ দিয়ে বসেন ওয়াশিংটন সুন্দর। ২৮ বলে ১৬ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

07 Apr 2023, 08:56:08 PM IST

১৮ ওভারে SRH স্কোর ১০২/৫

আব্দুল সামাদ ব্যাট করতে নেমেছেন। ৩ বলে সাত রান করে খেলছেন তিনি। 

07 Apr 2023, 08:54:00 PM IST

আউট রাহুল ত্রিপাঠি

যশ ঠাকুরের বলে পিছনে বাউন্ডারি খুঁজতে গিয়ে অমিত মিশ্রের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রাহুল ত্রিপাঠি। ৪১ বলে ৩৫ রান করে আউট হন তিনি। ১৭.২ ওভারে SRH স্কোর ৯৪/৫ রান।

07 Apr 2023, 08:51:02 PM IST

১৭ ওভারে SRH স্কোর ৯২/৪

অমিত মিশ্র তিন ওভার বল করে ১৭ রান খরচ করেছেন। এই ওভারে রাহুল ত্রিপাঠি রিভার সুইপে একটি চার মারেন। এই ওভারে মোট ৮ রান তোলে SRH.  

07 Apr 2023, 08:47:08 PM IST

১৬ ওভারে SRH স্কোর ৮৪/৪

দারুণ একটা স্পেল করলেন ক্রুণাল পান্ডিয়া। এই ওভারে তিনি মাত্র এক রান খরচ করলেন। মোট চার ওভার বল করে ১৮ রান দিয়ে তিন উইকেট নিলেন তিনি।

07 Apr 2023, 08:43:43 PM IST

১৫ ওভারে SRH স্কোর ৮৩/৪

অমিত মিশ্রের এই ওভারে শেষ বলে চার মেরে রানের কিছুটা গতি দিতে চাইলেন রাহুল ত্রিপাঠি। এই ওভারে সাত রান নিল SRH.

07 Apr 2023, 08:38:04 PM IST

১৪ ওভারে SRH স্কোর ৭৬/৪

এই ওভারে মাত্র চার রান খরচ করলেন রবি বিষ্ণোই। ২৯ বলে ২৩ রান করে খেলছেন রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর ১৭ বলে ৯ রান করে খেলছেন। 

07 Apr 2023, 08:32:32 PM IST

১৩ ওভারে SRH স্কোর ৭২/৪

বল করতে এলেন অমিত মিশ্র। নিজের এই ওভারে মাত্র ৩ রান দিলেন ৪০ বছরের এই বোলার।  বেশ চাপে রয়েছে SRH.

07 Apr 2023, 08:29:21 PM IST

১২ ওভারে SRH স্কোর ৬৯/৪

যশ ঠাকুর আর একটি ভালো ওভার করলেন। এই ওভারে দিলেন চার রান। ১২ ওভার শেষ SRH স্কোর ৬৯/৪ রান। বেশ চাপে রয়েছেন হায়দরাবাদ।

07 Apr 2023, 08:24:57 PM IST

১১ ওভারে SRH স্কোর ৬৫/৪

৫.৯১ স্ট্রাইক রেটে রান করছে সানরাইজার্স। ২২ বলে ১৯ রান করে ক্রিজে রয়েছেন রাহুল ত্রিপাঠি। সুন্দর ৬ বলে ৩ রান করে ক্রিজে রয়েছেন।

07 Apr 2023, 08:21:04 PM IST

১০ ওভারে SRH স্কোর ৬৩/৪

চাপের মধ্যে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছে SRH. রাহুল ত্রিপাঠি ২০ বলে ১৮ রান করে ক্রিজে রয়েছেন, তাঁকে সঙ্গ দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর।

07 Apr 2023, 08:15:15 PM IST

আউট হ্যারি ব্রুক

চার বলে তিন রান করে রবি বিষ্ণোই-এর বলে স্টাম্প আউট হলেন হ্যারি ব্রুক। ৮.৬ ওভারে SRH স্কোর ৫৫/৪ রান।

07 Apr 2023, 08:10:56 PM IST

আউট এইডেন মার্করাম

প্রথম বলেই বোল্ড হলেন SRH-এর অধিনায়ক মার্করাম। ৫০ রানে তিন উইকেট হারাল সানরাইজার্স। 

07 Apr 2023, 08:08:58 PM IST

আউট হলেন আনমোলপ্রীত সিং

ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট শিকার করলেন ক্রুণাল পান্ডিয়া। ২৬ বলে ৩১ রান করে সাজঘরে ফিরলেন আনমোলপ্রীত সিং।

07 Apr 2023, 08:04:32 PM IST

সাত ওভারে SRH স্কোর ৪৮/১

রবি বিষ্ণোই-এর এই ওভারে মাত্র পাঁচ রান এসেছে। আনমোলপ্রীত সিং ২৪ বলে ৩০ রান করে খেলছেন এবং রাহুল ত্রিপাঠি ১১ বলে ৯ রান করে খেলছেন।

07 Apr 2023, 08:00:49 PM IST

ছয় ওভারে SRH স্কোর ৪৩/১

যশ ঠাকুরের এই ওভারে LBW কে চ্যালেঞ্জকে করে রক্ষা পান আনমোলপ্রীত সিং। এই ওভারে ১০ রান নেয় SRH. পাওয়ার প্লেতে ৪৩/১ রান তুলল হায়দরাবাদ। 

07 Apr 2023, 07:54:04 PM IST

পঞ্চম ওভারে SRH স্কোর ৩৩/১

ক্রুণালের এই ওভারে ৯ রান নিল SRH. আনমোলপ্রীত দুটো চার মেরে স্কোরের গতি কিছুটা বাড়ালেন। 

07 Apr 2023, 07:50:40 PM IST

চতুর্থ ওভারে SRH স্কোর ২৪/১

আনমোলপ্রীত সিং দারুণ ব্যাটিং করছেন। তবে লখনউ-এর উইকেট কী ভূমিকা পালন করে সেই দিকে সকলে তাকিয়ে রয়েছেন। উনাদকাটের এই ওভারে  মাত্র তিন রান নিল সানরাইজার্স।

07 Apr 2023, 07:46:43 PM IST

তৃতীয় ওভারে SRH তুলল ২১/১

মায়াঙ্ক আউট হয়ে যেতেই ব্যাট করতে নামলেন রাহুল ত্রিপাঠি। তিন ওভার শেষে SRH স্কোর  ২১/১ রান। আনমোলপ্রীত ১২ রান করে ক্রিজে রয়েছেন।

07 Apr 2023, 07:44:33 PM IST

আউট হলেন মায়াঙ্ক

সাত বলে ৮ রান করে ক্রুণাল পান্ডিয়ার বলে স্টোইনিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন মায়াঙ্ক আগরওয়াল। ২.৫ ওভারে প্রথম উইকেট হারাল SRH.

07 Apr 2023, 07:41:44 PM IST

দ্বিতীয় ওভারে SRH তুলল ১৫/০

এই ওভারটি জয়দেব উনাদকাট বল করেছিলেন। সেই ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়েছিলেন আনমোলপ্রীত সিং।  

07 Apr 2023, 07:35:28 PM IST

প্রথম ওভারে SRH তুলল ৫/০

কোন উইকেট না হারিয়ে প্রথম ওভারে পাঁচ রান তুলল SRH. মায়াঙ্ক ও আনমোলপ্রীত ব্যাট করতে নেমেছেন। প্রথম ওভার বল করেছেন কাইল মায়ার্স।

07 Apr 2023, 07:27:38 PM IST

খেলছেন না মার্ক উড

জ্বর হয়েছে বলে এই ম্যাচে মার্ক উডকে দেখা যাবে না। ফলে বলা যেতেই পারে একটু হলেও চিন্তা কমেছে এইডেন মার্করামের দলের।

07 Apr 2023, 07:13:46 PM IST

লখনউ সুপার জায়ান্টসের প্লেয়িং ইলেভেন

কেএল রাহুল (অধিনায়ক), কাইল মায়ার্স, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, অমিত মিশ্র, যশ ঠাকুর, জয়দেব উনাদকাট, রবি বিষ্ণোই

07 Apr 2023, 07:12:46 PM IST

দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়িং ইলেভেন

তিন বিদেশিকে নিয়ে মাঠে নামছে সানরাইডার্স হায়দরাবাদ। দেখে নিন SRH-এর একাদশ-মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম (অধিনায়ক), হ্যারি ব্রুক, ওয়াশিংটন সুন্দর, আবদুল সামাদ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, আদিল রশিদ

07 Apr 2023, 07:08:42 PM IST

মার্করামের সিদ্ধান্ত কি বেশ সাহসী হয়ে গেল?

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। লখনউ দল প্রথমে বল করবে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ম্যাচে প্রথমে বল করতে হয়, পরে হারের মুখে পড়তে হয়। মার্করামের এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা বেশ সাহসী সিদ্ধান্ত বলছেন। 

07 Apr 2023, 07:03:16 PM IST

টস জিতল সানরাইডার্স হায়দরবাদ

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের নতুন ক্যাপ্টেন এইডেন মার্করাম। এই ম্যাচে বড় স্কোর করতে চাইবে সানরাইজার্স।

07 Apr 2023, 06:27:57 PM IST

ফিরছেন SRH ক্যাপ্টেন এইডেন মার্করাম

এইডেন মার্করামের অনুপস্থিতিতে, ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে সানরাইজার্স প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৭২ রানের বিধ্বংসী পরাজয়ের সম্মুখীন হয়েছিল, কিন্তু এখন তাদের অধিনায়ক মার্কো জনসেন এবং হেনরিখ ক্লাসেন যোগ করার মাধ্যমে দল আরও শক্তিশালী হয়েছে। লখনউ যতদূর উদ্বিগ্ন, অধিনায়ক কেএল রাহুলের ফর্ম উদ্বেগের বিষয় কারণ তারা তাদের ভালো শুরুকে বড় স্কোরে রূপান্তর করতে পারেননি। কাইল মায়ার্স অবশ্য তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের উজ্জ্বল উদাহরণ উপস্থাপন করে প্রথম দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছিলেন।

07 Apr 2023, 06:27:57 PM IST

IPL 2023-এর দশ নম্বর ম্যাচে আপনাকে স্বাগত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শুরু হয়েছে। শুক্রবার লখনউতে লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে মরশুমের ১০ম ম্যাচটি অনুষ্ঠিত হবে। লখনউ এবং হায়দরাবাদের ম্যাচের লাইভ ব্লগে স্বাগতম।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অক্ষয় তৃতীয়া ২০২৪ এ বহু শুভ যোগ! তারিখ তিথি দেখে নিন, লাকি মীন সহ ৩ রাশি ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা ডায়মন্ড হারবারে ‘হেরো প্রার্থী' না পসন্দ, বদলের দাবিতে BJP রাজ্য সভাপতিকে চিঠি মেশানো হচ্ছে চিনি, ভারতে বেবি-ফুড তৈরিতে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে নেসলে! ৩৪% জেনারেল পাশ করলেন UPSC সিভিল সার্ভিসেসে! ‘মেধা হারানোর উদযাপন’, বলল নেটপাড়া 'সিকান্দর'-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে প্রীতম, সলমনের জন্য কি থাকছে ঝুলিতে? শিল্পা শেট্টির ফ্ল্যাট সহ রাজ কুন্দ্রার ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি পদ্মপাঁকে গজিয়ে উঠল ঘাসফুল! ভোটের মুখে তৃণমূলের 'গুগলিতে' হতচকিত বিজেপি TRP: সৃজন-পর্ণার মেয়ে আসায় লাভ কি হল? জগদ্ধাত্রীকে হটিয়ে ঝামেলা ফুলকি-নিম ফুলের রাজ্যের দেওয়া ১০০ দিনের টাকাও লুঠ! TMC নেতাদের ঘেরাও করে রাখলেন গ্রামবাসীরা

Latest IPL News

ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.