আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ আগেই তাদের দলের নাম ঘোষণা করেছিল। আর সোমবার তারা দলের লোগোর আত্মপ্রকাশ করল। আর সেই লোগোতে পুরাণের গল্পের ছোঁয়া। হিন্দু পুরাণ অনুযায়ী, গরুড় হল বিষ্ণুর বাহন। আর সেই গরুড়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে লখনউ সুপার জায়েন্টসের লোগো।
দল যাতে মসৃণ ভাবে নতুন সফরে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা থেকেই বেছে নেওয়া হয়েছে বিষ্ণুর বাহনকে। দেশের আবেগ ধরে রাখতে আবার গরুড় পাখির দু'টি ডানার রং করা হয়েছে তেরঙা। দলটি যদিও লখনউয়ের, তবে গোটা ভারত জুড়ে সমর্থক তৈরি করতেই এই উদ্যোগ আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি টিমের।
লোগোয় গরুড় পাখিটির দেহের মূল অংশতে নীলের ছোঁয়া। নীল রংয়ের ব্যাটের মাধ্যমে ক্রিকেটের ফ্লেভার আনতে চাওয়া হয়েছে। ব্যাটের উপরিভাগে দেখা যাচ্ছে লাল রংয়ের একটি বল, যার সিমের রং আবার গেরুয়া। জয় তিলক ফুটিয়ে তুলতেই এমন ভাবনা। এমনটাই দাবি করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে।
দলের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাফল্যের লক্ষ্যে পজিটিভ এনার্জি তুলে ধরতেই এমন লোগো তৈরি করা হয়েছে। লখনউ সুপার জায়ান্টস প্রতিটি ভারতীয়র দল, গোটা দেশকে ঐক্যবদ্ধ রাখবে বলে দাবি দলের কর্তাদের।
লখনউ ইতিমধ্যে তাদের দলের অধিনায়ক হিসেবে কেএল রাহুলের নাম ঘোষণা করেছে। ১৭কোটি টাকা দিয়ে রাহুলকে দলে নেওয়া হয়েছে। এ ছাড়া মার্কাস স্টোইনিস এবং রবি বিষ্ণোইকেও ইতিমধ্যে দলে নিয়েছে লখনউ। অ্যান্ডি ফ্লাওয়ারকে দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিজয় দাহিয়া সহকারী কোচ হিসেবে এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রথম বছরই ভালো টিম করে সাফল্য পেতে মরিয়া লখনউ সুপার জায়ান্টস।