এ বার IPL-এ বল হাতে গতিতে সকলকে মাত দিয়েছেন লকি, দেখে নিন গতির রাজাদের তালিকা
Updated: 26 Apr 2022, 08:00 AM ISTআইপিএলে ১৫০-এর উপর গতিতে আকছার বল করছেন জোরে বোলাররা। কখনও উমরান মালিক, তো কখনও লকি ফার্গুসন। ১৫০-এর উপর গতিতে বল করাটাই যেন অভ্যেস করে ফেলছেন তাঁরা। তবে উমরানকে টক্কর দিয়ে এখন গতির রাজা লকি ফার্গুসন।
পরবর্তী ফটো গ্যালারি