বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে মাহির ব্যাট! SRH-এর বিরুদ্ধে ধোনির শেষ বলে ছয় দেখে মুগ্ধ গাভাসকর-পিটারসেন

প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে মাহির ব্যাট! SRH-এর বিরুদ্ধে ধোনির শেষ বলে ছয় দেখে মুগ্ধ গাভাসকর-পিটারসেন

সুনীল গাভাসকর ও কেভিন পিটারসেন

চলতি আইপিএল-এ চেন্নাই ম্যাচ জিতলেও সানরাইজার্স ম্যাচের আগে পর্যন্ত ব্যাটে ফর্মে দেখা যাচ্ছিলনা মাহিকে। যা নিয়ে সমালোচনা করেছিলেন আকাশ চোপড়া। অনেকে বলেছিলেন তাহলে কি পরের মরশুমে চেন্নাই মাহিকে দলে রাখবে। সানরাইজার্স ম্যাচে সকল সমালোচনার জবাব দিয়ে দিলেন ধোনি।

চলতি আইপিএল-এর প্লে-অফে জায়গা করেই বিপক্ষকে ভয় দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। যেভাবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে, ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকালেন, তাতে অন্য দলের কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে। চলতি আইপিএল-এ চেন্নাই ম্যাচ জিতলেও সানরাইজার্স ম্যাচের আগে পর্যন্ত ব্যাটে ফর্মে দেখা যাচ্ছিলনা মাহিকে। যা নিয়ে সমালোচনা করেছিলেন আকাশ চোপড়া। অনেকে বলেছিলেন তাহলে কি পরের মরশুমে চেন্নাই মাহিকে দলে রাখবে। সানরাইজার্স ম্যাচে সকল সমালোচনার জবাব দিয়ে দিলেন ধোনি।  

সানরাইজার্সের বিরুদ্ধে সিএসকে ১৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলেছিল। আম্বাতি ১৬ ও ধোনি ৮ রানে ব্যাট করছিলেন। শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ৩ রান। জয়ের জন্য শেষ তিন বলে দরকার ছিল ২ রান। সিদ্ধার্থ কউলের শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন ধোনি। ঠিক এভাবেই বহু ম্যাচ জিতিয়েছিলেন মাহি। এই ছক্কা দেখে অনেকে মনে করছেন ফর্মে ফিরছেন সিএসকে অধিনায়ক। এই ছয় দেখে প্লে অফের আগেই প্রতিপক্ষরা ভয় পেলেও খুশি ফিরেছে মাহি ভক্তদের মনে। 

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর জানান, ‘তিনি (ধোনি) এটি প্রায়শই করে থাকেন। তিনি খেলাটিকে শেষ ওভারে নিয়ে যান। সমর্থকেরা তখন নিজেদের নোখ কামড়ান- তারাও জানে যে তিনি এটি করতে যাচ্ছেন। কিন্তু সেটা এক অন্যরকম উদ্বেগ যা আপনি অনুভব করেন। তিনি তার ক্যারিয়ারে এটি অনেকবার করেছেন।’ 

কেভিন পিটারসেন বলেন, ‘ধোনি এত বছর ধরে এটি করে এসেছেন। তিনি এটি করেছেন এবং করছেন এবং করে চলেছেন। তিনি এখন যা করেছেন, তাতে বিরোধীদের ভয় দেখাতে পারে। তিনি দুই মরশুম ধরে ফর্মে ছিলেন না, তাই যদি তিনি এখন এখানে এটি করতে শুরু করেন তাহলে ভালো। তারা ট্রফির দিকে এক হাত এগিয়েছে। সুতরাং, যদি ধোনি এখন থেকে এমনভাবে খেলা শেষ করে, তাহলে অন্য দলের সমস্যা হতে পারে, ভয়ের কারণ হতে পারে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন