সময় সময়ে মহেন্দ্র সিং ধোনির কাছে টিপস চাইতে ছুটে গিয়েছেন একের পর এক ক্রিকেটার। কাউকে খালি হাতে ফেরাননি ধোনি। এই তালিকায় দেশি-বিদেশি তারকা কে নেই। গত মরশুমে ব্যাট হাতে হয়তো তেমন পারফর্ম করতে পারেননি। তবে দলের প্রয়োজনে প্রথম কোয়ালিফায়ারে জ্বলে উঠেছিল ধোনির ব্যাট। আট বলে ১৬ রান করে দলকে ফাইনালে তুলেছিলেন মাহি।
সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফাইনাল ওভারে ১৩ দরকার ছিল। তিনটি চার মেরে দলকে জয় এনে দিয়েছিলেন ধোনি। এরপরেই ফিনিশার মাহির কাছে টিপস নিতে ছোটেন মার্কাস স্টইনিস। এতদিনে সেই ঘটনার বিবরণ দিলেন অজি তারকা। Backstage with Boria নামক শোতে স্টইনিস বলেন, ‘গত মরশুমে ও একাহাতে দিল্লিকে সেমিফাইনালে হারানোর পর আমি ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। উনি কীভাবে ম্যাচটা বিচার করেন, কীভাবে নিয়ন্ত্রণ করেন, নিজের রুটিনের খুঁটিনাটি বিষয়ে আমাকে জানান। বলেন যে সবসময় ম্যাচের শেষ অবধি টিকে থাকার চেষ্টা করতে হবে এবং দায়িত্বে নিয়ে ম্যাচ শেষ করতে হবে। ও আউট হয়ে গেলেও বাকি কারুর ঘাড়ে দায়িত্ব যাতে পড়ে না যায়, সেই জন্যই কিন্তু ও ঝুঁকি নিতে চাননা।’
স্টইনিস ধোনির প্রশংসা করে আরও জানান, বাকিরা যেখানে চাপে পড়ে যায়, সেখানে ধোনির একেবারে ম্যাচের শেষের দিকে শান্ত থাকাটা প্রাক্তন ভারতীয় অধিনায়ককে বাড়তি সুবিধা দেয়। ‘ধোনি আমাকে চাপের মুখে সবসময় শান্ত থাকার পরামর্শ দেন। ওই পরিস্থিতিতে চাপের মুখে সবাই প্যানিক করে, ওরা ক্রিজে এদিক ওদিক করতে থাকে। ধোনি কিন্তু নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকেন, যার ফলে বাড়তি সুবিধাও পান। গোটা কথোপকথনটা বেশ ভাল ছিল। আমাদের যুগের অন্যতম সেরার থেকে পরামর্শ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার।’ বলেন স্টইনিস।