বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: পরপর ২ ম্যাচে হার দিয়ে শুরু MI-র, টানা ম্যাচে হারেনি GT- একেবারে উলটো পথে কোয়ালিফায়ার ২-য়ে হার্দিক ও রোহিতরা

IPL 2023: পরপর ২ ম্যাচে হার দিয়ে শুরু MI-র, টানা ম্যাচে হারেনি GT- একেবারে উলটো পথে কোয়ালিফায়ার ২-য়ে হার্দিক ও রোহিতরা

মুম্বই ইন্ডিয়ান্স দল ও গুজরাট টাইটানস দল। ছবি- পিটিআই ও এএনআই 

পরপর দুই ম্য়াচ হেরে এবারের আইপিএল শুরু করে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু গ্রুপ পর্বের শেষের দিকে জ্বলে ওঠেন তারা। পাশাপাশি দুরন্ত ছন্দে থাকা গুজরাট প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ধাক্কা খেয়েছে।

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন তারা। আইপিএলে অন্যতম ধারাবাহিক দল মুম্বই ইন্ডিয়ান্স। তবে তাদের এবারের শুরুটা মোটেই ভালো হয়নি। শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মাদের। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে ধীরে ধীরে জয়ের মুখ দেখতে শুরু করেন সূর্যকুমার যাদবরা। স্বাভাবিক ভাবেই এবারের টুর্নামেন্টে যে মুম্বই ইন্ডিয়ান্স ধারাবাহিক ছন্দে ছিল তা একেবারেই বলা যাবে না।

একটা সময় এমনও পরিস্থিতি তৈরি হয়েছিল, প্লেঅফে জায়গা করতে পারবে কিনা তা নিয়ে একটা দ্বিমত তৈরি হয়। যদিও টুর্নামেন্টের শেষের দিকে তারা জ্বলে ওঠে। তাতেই প্লে-অফে জায়গা করে নেওয়ার দরজা খোলা রাখে তারা। আরসিবি হারতেই প্লেঅফে জায়গা করে নেয় মুম্বই। ১৪ ম্য়াচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট কাটেন রোহিত শর্মারা।

তবে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। গ্রুপ পর্বের প্রথমে যতটা ব্যাকফুটে ছিল রোহিত শর্মার দল। গ্রুপ পর্বের শেষে এবং প্লে-অফে ততটাই দাপুটে ক্রিকেট খেলছে মুম্বই। রোহিতের দলের এমন পরিবর্তন দেখে অনেকেই অবাক। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সামনে গুজরাট টাইটানস। যারা গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে ছিল। কিন্তু প্লে-অফে এসে কিছুটা হলেও তাল কাটে হার্দিক পান্ডিয়ার দলের।

১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেয় গুজরাট টাইটানস। কিন্তু প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয় হার্দিক পান্ডিয়ার দলকে। গতবারের চ্যাম্পিয়নদের এই ভাবে হার কেউ মেনে নিতে পারেনি। তবে সেই ম্যাচে হারের জন্য যে চিপকের পিচ অনেকটাই দায়ী তা বলার অপেক্ষা রাখে না।

যা দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে। সেখানেও প্রথমে ব্যাট করতে নেমে বড় রান করে মুম্বই। শুধু তাই নয়, গুজরাটের মতো অবস্থা হয় ক্রুণাল পান্ডিয়াদের। পরে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে অল আউট হয়ে যেতে হয় লখনউকে। তবে চিপক নিয়ে আর কোনও দলই ভাবতে চায় না। কারণ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ একেবারে আলাদা। ফলে আগামী ম্যাচ নিয়ে ভাবতে চলেছে দুই দল।

এখন এটাই দেখার বিষয়, গুজরাটকে হারিয়ে ফের মুম্বই চেন্নাইয়ের সঙ্গে ফাইনালে জায়গা করে নিতে পারে কিনা। নাকি মুম্বইকে হারিয়ে পরপর দু'বার আইপিএলের ফাইনালে জায়গা করে নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে এবারের আইপিএলে এই দুই দল দুইবার মুখোমুখি হয়। আর তাতে একটিতে জিতেছে মুম্বই। এবং অপরটিতে জিতেছে গুজরাট। আইপিএলের ইতিহাসে তিনবার মুখোমুখি হয়েছে তারা। আর তাতে ২ ম্যাচ জিতে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সেই পরিসংখ্যান কাজে লাগে কিনা সেটাই এখন দেখার।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন