SRH-কে হারাতেই KKR ও RCB কে পিছনে ফেলল MI, কমলা ও বেগুনি টুপির দৌড়ের কী অবস্থা
Updated: 19 Apr 2023, 10:47 AM ISTআইপিএল-এর ১৬ তম আসরের পয়েন্ট টেবিলে ২৫ তম ম্যাচের পর টেবিলের নীচের দলের অবস্থান পাল্টেছে। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স দুই পয়েন্ট পেয়েছে এবং দলটি দুই ধাপ লাফিয়ে উঠেছে। একই সঙ্গে পিছলে যেতে হয়েছে আরও দুই দলকে। হায়দরাবাদের দল আগের জায়গা ধরে রেখেছে।
পরবর্তী ফটো গ্যালারি