বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI celebrates RCB's loss: বিরাটরা ছিটকে যেতেই সে কী উচ্ছ্বাস রোহিতদের! গিলের শটে হাততালি অর্জুনের- ভিডিয়ো

MI celebrates RCB's loss: বিরাটরা ছিটকে যেতেই সে কী উচ্ছ্বাস রোহিতদের! গিলের শটে হাততালি অর্জুনের- ভিডিয়ো

আরসিবি হারতেই আইপিএলের প্লে-অফে মুম্বই। (ছবি সৌজন্যে, টুইটার ভিডিয়ো MIPaltanFamily ও টুইটার)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হার এবং আইপিএলের প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্সের টিকিট পাওয়া নিয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সচিন তেন্ডুলকরও। টুইটারে মজা করে সচিন বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ ব্যাটিং করেছে ক্যামেরন গ্রিন এবং শুভমন গিল।

একমুহূর্তও চোখ সরাচ্ছিলেন না টিভির পর্দা থেকে। শুধুমাত্র জয়সূচক শটের অপেক্ষা ছিল। শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে শুভমন গিলের ব্যাট থেকে লং-অনের বাউন্ডারির দিকে বলটা উড়ে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। কেউ কেউ সতীর্থদের সঙ্গে হাত মেলাতে থাকলেন। কেউ কেউ একেবারে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠলেন। ইশান কিষান তো সতীর্থদের কার্যত কোলে উঠে যাচ্ছিলেন। একেবারে বাচ্চাদের মতো গলা ধরে টানতে থাকেন মুম্বইয়ের তারকা ওপেনার। কেউ কেউ আবার স্রেফ তারস্বরে চিৎকার করতে থাকেন। আবার বসেই হাততালি দিতে থাকেন অর্জুন তেন্ডুলকরের মতো কেউ-কেউ। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

রবিবার দুপুরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিলেও আইপিএলের প্লে-অফে উঠবে কিনা, সেজন্য বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামের দিকে তাকিয়ে থাকতে হচ্ছিল রোহিত শর্মাদের। কারণ আরসিবি জিতলেই প্লে-অফে উঠতে পারত না মুম্বই। তাই মুম্বইয়ের সকলেই গুজরাট টাইটানসের হয়ে গলা ফাটাচ্ছিলেন। প্রার্থনা করছিলেন যাতে গুজরাট জিতে যায়। আর তাঁদের সেই প্রার্থনা যেন ক্রিকেট দেবতার কানে পৌঁছে গিয়েছিল। গিলের দুরন্ত ইনিংসের সুবাদে হেরে যায় ব্যাঙ্গালোর। তার ফলে চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফের টিকিট পেয়ে যায় মুম্বই। তারপরই উচ্ছ্বাসে ফেটে পড়ে মুম্বই শিবির।

এমনকী উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সচিন তেন্ডুলকরও। এক কদম এগিয়ে ‘মাস্টার ব্লাস্টার’ তো বলে দেন যে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত ব্যাটিং করার জন্য গিল অভিনন্দন জানাচ্ছেন। টুইটারে মজা করে সচিন বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ ব্যাটিং করেছে ক্যামেরন গ্রিন এবং শুভমন গিল। দুর্দান্ত খেলেছে বিরাট কোহলিও। পরপর দুটি শতরান করেছে। ওদের প্রত্যেকেরই নিজেদের খেলার বিশেষ ধরন আছে এবং প্রত্যেকেরই আলাদা প্রতিভা আছে। মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে ওঠায় খুব খুশি। এগিয়ে চল মুম্বই।'

আরও পড়ুন: IPL 2023 playoffs schedule: হার্দিক বনাম ধোনি, ক্রুণাল বনাম রোহিত- IPL-র প্লে-অফের পুরো সূচি দেখে নিন

এবার মুম্বইয়ের কাছে প্লে-অফে ওঠাটা সত্যিই অত্যন্ত স্পেশাল। কারণ শেষ দুটি মরশুম একেবারেই ভালো যায়নি মুম্বইয়ের। গতবার তো লিগ তালিকার একেবারে নীচে ছিলেন রোহিতরা। ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিততে পেরেছিলেন পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবারও শুরুটা ভালো হয়নি। শুরুতে পরপর হারছিলেন রোহিতরা। শেষপর্যন্ত সব বাধা-বিপত্তি অতিক্রম করে প্লে-অফের টিকিট পেয়েছেন। যাঁরা আগামী বুধবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে এলিমিনেটরে নামবেন।

আরও পড়ুন: Gill abused by ‘Virat fans': ‘পন্তের মতো দুর্ঘটনা হোক গিলের, দিদিকে ধর্ষণ করা হোক’, RCB হারতেই নোংরামি 'বিরাট ভক্তদের'

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন