আইপিএল জেতার জন্য মহাতারকাদের দলে নিতে চায় মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)। সেখানে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) দর্শনটা আলাদা। সেরা খেলোয়াড়দের পিছনে দৌড়ায় না মহেন্দ্র সিং ধোনির দল। বরং ড্রেসিংরুমের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করে যে খেলোয়াড়রা মানসিকভাবে অনেক বেশি স্বস্তিতে থাকেন। তাতে ভর করেই আইপিএলে সাফল্য ছিনিয়ে নেয় চেন্নাই। এমনই মন্তব্য করলেন হার্দিক পান্ডিয়া। যে মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের ভক্তদের তোপের মুখে পড়েছেন গুজরাট টাইটানসের অধিনায়ক। আবার হার্দিকের পক্ষ নিয়েছেন চেন্নাইয়ের ভক্তরা।
জিয়ো সিনেমায় রবিন উথাপ্পাকে দেওয়া সাক্ষাৎকারে সাফল্যের রেসিপি নিয়ে ব্যাখ্যা করেন হার্দিক। তিনি বলেন, 'কোনও দল দু'রকমভাবে সাফল্য পেতে পারে। প্রথমত, সব ক্ষেত্রেই একেবারে সেরা খেলোয়াড়দের নিয়ে নাও। আমার মতে, সেটা মুম্বই ইন্ডিয়ান্সের ছিল। যে সময় আমরা আইপিএল জিতেছি, ওই সময় সেটাই ছিল। দ্বিতীয়ত, জেতার জন্য সেরা পরিবেশ তৈরি করা। যা চেন্নাই সুপার কিংসের মতো দলে হয়। যে খেলোয়াড়রা খেলুক না কেন, তারা (সিএসকেতে) মানসিকভাবে শান্তিতে থাকে। যেটা আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। সেরা খেলোয়াড়দের নিতে হবে না। কিন্তু সবথেকে বড় ভালো পরিবেশ তৈরি করে সেরা ফল ছিনিয়ে নেওয়া হয়।'
মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন খেলোয়াড় হার্দিকের সেই মন্তব্যে চটেছেন মুম্বইয়ের ভক্তরা। তাঁদের দাবি, মুম্বইয়ের বিষয়ে যে মন্তব্য করেছেন হার্দিক, সেটা তো তাঁর ক্ষেত্রেই প্রয়োজ্য নয়। কারণ হার্দিক তো মুম্বইয়ের ‘স্কাউটিংয়ের’ ফসল। তেমনই এক নেটিজেন বলেন, ‘এটা সত্যি কথা। কিন্তু সেটা বলা উচিত হয়নি। ওঁকে এবং বুমরাহকে তৈরি করেছে মুম্বই ইন্ডিয়ান্স। অথচ রাজ্য দলই ওঁদের বিষয়ে বেশি কিছু জানত না। মালিঙ্গা (লাসিথ মালিঙ্গা), পোলি (কায়রন পোলার্ড), জনসন (মিচেল জনসন), বোল্টের (ট্রেন্ট বোল্ট) মতো খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা ঠিক।’
আরও পড়ুন: আমি ম্যাচটি শেষ করতে পারিনি- DC-র বিরুদ্ধে ম্যাচ হারের সম্পূর্ণ দায় নিলেন GT ক্যাপ্টেন হার্দিক
একইসুরে অপর একজন বলেন, 'এটা হার্দিকের শুনতে হওয়ায় অত্যন্ত হতাশ হয়েছি। কীভাবে তরুণদের গড়ে নিয়ে সুপারস্টার বানায় মুম্বই ইন্ডিয়ান্স, সেটার সবথেকে বড় উদাহরণ হলেন হার্দিকই। সেখানে হার্দিক যখন বলেন যে (আইপিএল) জিততে সেরা খেলোয়াড়দের দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স, তখন হতাশ লাগে।' একজন আবার ২০১৫ সালের মুম্বইয়ে প্রথম একাদশের ছবি পোস্ট করে লেখেন, 'এটা ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ। কিন্তু বরোদার হার্দিকের দাবি যে মুম্বই সবসময় সেরা খেলোয়াড়দের নেয় (হার্দিক এবং জসপ্রীত বুমরাহ তখনও প্রথম একাদশে নিয়মিত থাকতেন না)।'
উল্লেখ্য, ২০১৫ সালে আইপিএলে অভিষেক হয় হার্দিকের। মুম্বইয়ের জার্সি পরে নেমেছিলেন মাঠে। সেখান থেকেই উত্থান শুরু হয় হার্দিকের। সুপারস্টার হয়ে ওঠেন। ২০২১ সাল পর্যন্ত রোহিত শর্মাদের দলেই ছিলেন। তবে ২০২২ সালের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল মুম্বই। তাঁকে দলে নেয় গুজরাট। অধিনায়ক হিসেবে প্রথম আইপিএলেই ট্রফি জেতেন হার্দিক।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)