আইপিএলের মিনি নিলামে আটজনকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কায়রন পোলার্ডের পরিবর্ত হিসেবে ১৭.৫ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে নিয়েছেন রোহিত শর্মারা। এবার আইপিএলের মিনি নিলামে মুম্বইয়ের পারফরম্যান্স কেমন হল, তারপরও কী কী সমস্যা থাকল, তা দেখে নিন -
মুম্বই ইন্ডিয়ান্সের পুরো স্কোয়াড
কোন কোন খেলোয়াড়কে রিটেন করা হয়েছিল? রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ত্রিস্তান স্টাবস, জসপ্রীত বুমরাহ, জোফ্রা আর্চার, তিলক বর্মা, টিম ডেভিড, রামনদীপ সিং, ডেওয়াল্ড ব্রেভিস, অর্জুন তেন্ডুলকর, আরশাদ খান, কুমার কার্তিকেয়, জেসন বেহরেনডর্ফ, হৃত্বিক শোকিন, আকাশ মাধওয়াল।
নিলামে কাকে কাকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স? ক্যামেরন গ্রিন (১৭.৫ কোটি টাকা), ঝাই রিচার্ডসন (১.৫ কোটি টাকা), পীযূষ চাওলা (৫০ লাখ টাকা), ডুয়ান জানসেন (২০ লাখ টাকা), নেহাল ওয়াধেরা (২০ লাখ টাকা), শামস মুলানি (২০ লাখ টাকা), রাঘব গোয়েল (২০ লাখ টাকা) এবং বিষ্ণু বিনোদ (২০ লাখ টাকা)।
মিনি নিলামে কেমন পারফরম্যান্স করল মুম্বই ইন্ডিয়ান্স?
১) কায়রন পোলার্ডের পরিবর্ত খোঁজার জন্য মাঠে নেমেছিল মুম্বই। সেই কাজে পুরোপুরি সফল হয়েছেন রোহিতরা। ১৭.৫ কোটি টাকায় গ্রিনকে নিয়েছে। যিনি বিধ্বংসী ছন্দে ইনিংস শেষ করতে পারবেন। নামতে পারবেন ওপেনিংয়েও। সেইসঙ্গে ওয়াংখেড়ের পিচে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারবেন লম্বা বোলার।
২) আর্চারের বিকল্পের প্রয়োজন ছিল মুম্বইয়ের। আর্চারের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ান রিচার্ডসনকে নিয়েছে। যদিও বেহরেনডর্ফ থাকায় রিচার্ডসনের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
৩) প্রবলভাবে ভারতীয় স্পিনারের দরকার ছিল মুম্বইয়ের। সেক্ষেত্রে বর্ষীয়ান পীযূষ এবং মুলানিকে নেওয়া হয়েছে। পীযূষকে নিয়ে অবশ্য কিছুটা ধন্দ আছে।মুলানি ভালো ছন্দে আছেন। তবে অভিজ্ঞ না হলেও সম্ভবত হৃতিক এবং কার্তিকেয়ের উপরেই ভরসা রাখবে মুম্বই।
৪) নেহাল, বিষ্ণু, ডুয়ান, রাঘবদের নেওয়া হয়েছে। তাঁদের মূলত ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছে। রাঘবকে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে দেখছে মুম্বই।
নিলামের পরও কোন কোন অস্বস্তি থাকল মুম্বই ইন্ডিয়ান্সের?
১) আর্চার এবং বুমরাহ ফিট থাকলে কোনও কথাই নেই। কিন্তু কেউ চোট পেলেই সমস্যা শুরু হবে মুম্বইয়ের। দুই তারকাই যেখানে চোট সারিয়ে উঠছেন, সেখানে দু'জনের পর্যাপ্ত বিকল্প নেই। যা মুম্বইয়ের কাজ ভয়ঙ্কর কঠিন করতে পারে।
২) ভারতের সেরা টি-টোয়েন্টি বোলার আছে। সঙ্গে আছেন আকাশ মাধওয়াল (তিনি এখনও প্রথমসারির বোলার হয়ে ওঠেননি)। তাছাড়া মুম্বইয়ে কোনও ভারতীয় পেসার নেই। অথচ এবারের মিনি নিলামে একজনও ভারতীয় পেসারকে নেয়নি মুম্বই। সেই ফাঁক ঢাকতে বিদেশিদের সাহায্য নিতে বাধ্য হবেন রোহিতরা।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, হৃতিক শোকিন, কুমার কার্তিকেয়, জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরাহ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।