বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs CSK: আইপিএলে তাণ্ডব চালিয়েও আক্ষেপ ঝরে পড়ল রাহানের গলায়, বোঝা গেল, ভারতের টেস্ট জার্সি তাঁর কাছে কত প্রিয়

MI vs CSK: আইপিএলে তাণ্ডব চালিয়েও আক্ষেপ ঝরে পড়ল রাহানের গলায়, বোঝা গেল, ভারতের টেস্ট জার্সি তাঁর কাছে কত প্রিয়

অজিঙ্কা রাহানে। ছবি- পিটিআই।

MI vs CSK IPL 2023: ওয়াংখেড়েতে চার-ছক্কার ঝড় তুলে চলতি আইপিএলের সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন অজিঙ্কা রাহানে।

টসের আগে জানতে পেরেছেন চেন্নাই তাঁকে মাঠে নামাচ্ছে মুম্বইয়ের বিরুদ্ধে। অজিঙ্কা রাহানে সুযোগের অপেক্ষায় যে ওৎ পেতে বসেছিলেন, সেটা বোঝা যায় তাঁর ব্যাটিং দেখেই। ম্যাচের শেষে রাহানে জানাতে কুণ্ঠা বোধ করেননি যে, তিনি নিজেকে প্রস্তুত রেখেছিলেন যাতে সুযোগ এলেই কাজে লাগাতে পারেন।

মইন আলি সুস্থ নন বলে ওয়াংখেড়েতে মাঠে নামতে পারেননি। মহেন্দ্র সিং ধোনির মতো বিচক্ষণ ক্যাপ্টেন ভালোভাবেই জানেন, কোথায় কোন ক্রিকেটারকে কীভাবে ব্যবহার করে হবে।

রাজ্যদলের হয়ে ওয়াংখেড়েতে বহু ম্যাচ খেলেছেন অজিঙ্কা। মুম্বইয়ের হয়ে গত ঘরোয়া মরশুমে বিস্তর রানও পেয়েছেন। সুতরাং, ঘরের মাঠে খেলতে নামলে রাহানে যে বাড়তি আত্মবিশ্বাস পাবেন, সেটা বুঝতে অসুবিধা হয়নি ধোনির। শেষমেশ রাহানেকে নামানোর মাস্টারস্ট্রোকটাই চেন্নাইয়ের জয়ের রাস্তা পরিষ্কার করে।

অজিঙ্কা মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। হাতের তালুর মতো চেনা ওয়াংখেড়েতে তাণ্ডব চালিয়ে তৃপ্ত রাহানে। সেটাই অবশ্য স্বাভাবিক। কেননা মুম্বইয়ের বিরুদ্ধে যেরকম ব্যাট করেন, তাতে চেন্নাইয়ের পক্ষে পরের ম্যাচগুলিতে তাঁকে বসিয়ে রাখা মুশকিল হবে। তার উপর চলতি আইপিএলের দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।

আরও পড়ুন:- IPL-এ দ্রুততম ৬০০০, কোহলির রেকর্ড ভাঙলেন ওয়ার্নার, সব থেকে বেশি রান করা ৫ ক্রিকেটারের তালিকায় চোখ রাখুন

প্রাপ্তির ভাঁড়ার কার্যত পূর্ণ। তা সত্ত্বেও তৃপ্তির মাঝে আক্ষেপের কথা শোনা গেল রাহানের গলায়। ম্যাচের শেষে অজিঙ্কা যে কথাগুলো বলেন, তাতে স্পষ্ট বোঝা যায় তাঁর আসল উদ্দেশ্য কী। আসলে ওয়াংখেড়েতে কখনও টেস্ট ম্যাচ না খেলার হতাশাই ঝরে পড়ে রাহানের গলায়।

অজিঙ্কা বলেন, ‘ওয়াংখেড়েতে খেলা আমার ভীষণ পছন্দের। আমি খুব ভালো করে চিনি এই মাঠকে। তবে এখানে কখনও টেস্ট খেলা হয়নি আমার। ওয়াংখেড়েতে অন্তত একটি টেস্ট ম্যাচ খেলতে চাই।'

রাহানের কাছে জাতীয় দলের টেস্ট জার্সি কত প্রিয়, সেটা স্পষ্ট বোঝা যায় তাঁর কথাবার্তায়। এটাও বোঝা যায় যে, আইপিএলের পারফর্ম্যান্স দিয়েই তিনি জাতীয় দলে ফিরতে মরিয়া।

আরও পড়ুন:- MI vs CSK IPL 2023: সুযোগ পেয়েই চমকে দিলেন রাহানে, রোহিতদের ডেরায় দাদাগিরি ধোনিদের

অজিঙ্কা এও স্পষ্ট করে দেন যে, বাকিদের মতো উদ্ভাবনী শট খেলার কথা কখনও ভাবেন না। কেননা তাঁর খেলার ভিত্তিই হল স্বাভাবিক ক্রিকেটীয় শট। সেটাই তাঁর আসল শক্তি।

রাহানের কথায়, ‘আমার ঘরোয়া মরশুমটা দারুণ কেটেছে। নেটেও ভালো ব্যাট করছিলাম। আমি শুধু স্বাভাবিক ক্রিকেটীয় শট খেলার চেষ্টা করি। ওটাই আমার শক্তি। বাকিদের মতো স্লগ শট খেলাটা আমার কাজ নয়। টাইমিং আর বলের কাছে পৌঁছনোর দিকে নজর থাকে আমার। সব মিলিয়ে, এই ইনিংসটি দারুণ উপভোগ করেছি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভাঙড়ে শওকত মোলার নামে পড়ল পোস্টার, উঠল তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবি পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য-সারার ছবি? আপাতত হচ্ছে না বহু প্রতীক্ষিত মোদী-মাস্ক বৈঠক, সফর পিছিয়ে দিলেন টেসলা প্রধান ‘কী করে তুমি…’!মদের গ্লাস, লাল-সাদা শাড়ি, বারে স্বস্তিকা! মন্তব্য মেয়ে অন্বেষার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল ব্রণ হোক বা ক্লান্তির ছাপ! শসা দিয়ে ত্বক ঝকঝকে করুন এভাবে, রইল টিপস তিল ধারণের জায়গা নেই! ট্রেনের দ্বিতীয় AC কামরায় ঠাসাঠাসি ভিড়, ভিডিয়ো ঘিরে চর্চা জিনাতের 'লিভ-ইন' মন্তব্যে চটলের মুকেশ, বললেন, ভেবেচিন্তে কথা বলা উচিত… কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার

Latest IPL News

শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.