বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs CSK IPL 2023: সুযোগ পেয়েই চমকে দিলেন রাহানে, রোহিতদের ডেরায় দাদাগিরি ধোনিদের
ঝোড়ো হাফ-সেঞ্চুরি রাহানের। ছবি- বিসিসিআই।

MI vs CSK IPL 2023: সুযোগ পেয়েই চমকে দিলেন রাহানে, রোহিতদের ডেরায় দাদাগিরি ধোনিদের

Mumbai Indians vs Chennai Super Kings Live Score: ওয়াংখেড়েতে ব্যাটে-বলে নিখুঁত ক্রিকেট উপহার দিয়ে হাসতে হাসতে জয় চেন্নাই সুপার কিংসের।

বেশিরভাগ মরশুমের মতো মুম্বই ইন্ডিয়ান্স এবারও আইপিএল অভিযান শুরু করে হার দিয়ে। তারা চিন্নাস্বামীতে আরসিবির কাছে পরাজিত হয়। অন্যদিকে চেন্নাই সুপার কিংস আমদাবাদে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানসের কাছে পরাজিত হয়। তবে ঘরের মাঠে জয়ে ফেরে তারা। চিপকে লখনউ সুপার জায়ান্টসকে হাই-স্কোরিং ম্যাচে হারিয়ে দেন মহেন্দ্র সিং ধোনিরা। এবার ওয়াংখেড়েতে টুর্নামেন্টের সেরা দু'দল সম্মুখসমরে নামে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই চেয়েছিল নিজেদের ডেরায় জয়ে ফিরতে। অন্যদিকে চারবারের চ্যাম্পিয়ন সিএসকে মরিয়া ছিল জয়ের ধারা বজায় রাখতে। শেষমেশ ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারের মুখ দেখতে হয়। চলতি আইপিএলে টানা ২টি ম্যাচে জয় তুলে নেন ধোনিরা।

08 Apr 2023, 11:21:11 PM IST

ম্যাচের সেরা জাদেজা

৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ৩টি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা।

08 Apr 2023, 10:54:18 PM IST

৭ উইকেটে জয় চেন্নাইয়ের

মুম্বই ইন্ডিয়ান্সের ৮ উইকেটে ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ১৮.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে সিএসকে। রুতুরাজ ৩৬ বলে ৪০ রান করে নট-আউট থাকেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন আম্বাতি। তিনি ৩টি চার মারেন।

08 Apr 2023, 10:50:47 PM IST

১৫০ টপকাল চেন্নাই

১৮তম ওভারে জেসন বেহরেনডর্ফের বলে ২টি চার মারেন আম্বাতি রায়াড়ু। ওভারে ১৩ রান ওঠে। চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৫৩ রান। রুতুরাজ ৪০ রানে ব্যাট করছেন। ১৬ রান করেছেন আম্বাতি। জিততে ২ ওভারে ৫ রান দরকার চেন্নাইয়ের। জেসন ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

08 Apr 2023, 10:47:14 PM IST

কার্তিকেয়ার বোলিং কোটা শেষ

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বল করতে নেমে ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন কুমার কার্তিকেয়া। ১৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৪০ রান। রুতুরাজ ৩৯ রানে ব্যাট করছেন।

08 Apr 2023, 10:41:53 PM IST

চাওলার বোলিং কোটা শেষ

১৬তম ওভারে মাত্র ১ রান খরচ করেন পীযূষ চাওলা। চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৩৫ রান। চাওলা ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

08 Apr 2023, 10:35:46 PM IST

দুবেকে ফেরালেন কার্তিকেয়া

১৪.২ ওভারে কুমার কার্তিকেয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিবম দুবে। ২৬ বলে ২৮ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ১২৫ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন আম্বাতি রায়াড়ু। তিনি দীপক চাহারের বদলে মাঠে নামেন। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন রুতুরাজ। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৩৪ রান। ৩৭ রানে ব্যাট করছেন রুতুরাজ। ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন কার্তিকেয়া।

08 Apr 2023, 10:34:27 PM IST

জিততে ৩৩ রান দরকার চেন্নাইয়ের

১৪তম ওভারে হৃত্বিক শোকিনের বলে ১টি ছক্কা মারেন দুবে। ১টি চার মারেন রুতুরাজ। ওভারে ১৩ রান ওঠে। ১৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১২৫ রান। জিততে ৬ ওভারে ৩৩ রান দরকার সিএসকের।

08 Apr 2023, 10:30:16 PM IST

কার্তিকেয়ার ওভারে ৪ রান

১৩তম ওভারে ইমপ্যাক্ট প্লেয়ার কুমার কার্তিকেয়ার বলে ৪ রান ওঠে। চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১১২ রান। দুবে ২০ ও রুতুরাজ ২৪ রানে ব্যাট করছেন।

08 Apr 2023, 10:28:43 PM IST

হৃত্বিকের ওভারে ৬ রান

১২তম ওভারে হৃত্বিক শোকিনের বলে ৬ রান সংগ্রহ করে চেন্নাই। একটি চার মারেন শিবম। সিএসকের স্কোর ২ উইকেটে ১০৮ রান। রুতুরাজ ২২ ও দুবে ১৮ রানে ব্যাট করছেন।

08 Apr 2023, 10:21:55 PM IST

১০০ টপকাল চেন্নাই

১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই সুপার কিংস। গ্রিনের ওভারে ৫ রান ওঠে। সিএসকের স্কোর ২ উইকেটে ১০২ রান। গায়কোয়াড় ২১ ও শিবম ১৩ রানে ব্যাট করছেন। গ্রিন ৩ ওভারে ২০ রান খরচ করেছেন।

08 Apr 2023, 10:18:27 PM IST

১০ ওভারে ৬১ রান দরকার চেন্নাইয়ের

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২ উইকেটে ৯৭ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে ৬১ রান দরকার তাদের। রুতুরাজ ২০ ও দুবে ৯ রানে ব্যাট করছেন। চাওলা ৩ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

08 Apr 2023, 10:13:58 PM IST

গ্রিনের ওভারে ৪ রান

নবম ওভারে ক্যামেরন গ্রিন মাত্র ৪ রান খরচ করেন। চেন্নাই সুপার কিংসের স্কোর ২ উইকেটে ৮৬ রান। রুতুরাজ ১৫ রানে ব্যাট করছেন। ৩ রান করেছেন দুবে।

08 Apr 2023, 10:07:44 PM IST

অজিঙ্কা রাহানে আউট

৭.৬ ওভারে পীযূষ চাওলার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ২৭ বলে ৬১ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ৩টি ছক্কা। ৮২ রানে ২ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন শিবম দুবে।

08 Apr 2023, 09:55:06 PM IST

দ্রুততম হাফ-সেঞ্চুরি রাহানের

৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অজিঙ্কা রাহানে। চলতি আইপিএলে সব থেকে কম বলে অর্ধশতরানের নজির গড়লেন অজিঙ্কা। তিনি টপকে যান বাটলার ও শার্দুলের ২০ বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড। পীযূষ চাওলার বলে ২টি চার মারেন রাহানে। পাওয়ার প্লের ৬ ওভারে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৬৮ রান। রাহানে ৫৩ ও রুতুরাজ ৮ রানে ব্যাট করছেন।

08 Apr 2023, 09:52:45 PM IST

৫০ টপকাল চেন্নাই

পঞ্চম ওভারে ক্যামেরন গ্রিনের বলে ১টি ছক্কা মারেন রাহানে। ওভারে ১১ রান ওঠে। ৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১ উইকেটে ৫৫ রান। রাহানে ৪৪ ও রুতুরাজ ৪ রানে ব্যাট করছেন।

08 Apr 2023, 09:47:33 PM IST

আর্শাদের ওভারে ২৩ রান রাহানের

চতুর্থ ওভারে অর্শাদ খানের বলে ১টি ছক্কা ও ৪টি চার মারেন অজিঙ্কা রাহানে। শেষ বলে ১ রান নেন তিনি। ওভারে মোট ২৩ রান ওঠে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৪৪ রান। ১৪ বলে ৩৬ রান করেছেন রাহানে। 

08 Apr 2023, 09:40:34 PM IST

জেসনকে ছক্কা হাঁকালেন রাহানে

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন জেসন বেহরেনডর্ফ। তৃতীয় বলে ছক্কা মারেন রাহানে। ওভারে মোট ৯ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ২১ রান। ১৩ রানে ব্যাট করছেন রাহানে।

08 Apr 2023, 09:39:35 PM IST

আর্শাদের ওভারে ৬ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন আর্শাদ খান। তাঁর ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১২ রান।

08 Apr 2023, 09:31:51 PM IST

প্রথম ওভারেই আউট কনওয়ে

রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। বোলিং শুরু করেন জেসন বেহরেনডর্ফ। প্রথম ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কনওয়ে। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি কনওয়ে। চেন্নাই শূন্য রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। প্রথম ওভারে ৬ রান ওঠে।

08 Apr 2023, 09:14:24 PM IST

দেড়শো টপকে থামল মুম্বই

শেষ ওভারে প্রিটোরিয়াসের বলে ৩টি চার মারেন হৃত্বিক শোকিন। ওভারে ১৬ রান ওঠে। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৮ রান করে নট-আউট থাকেন হৃত্বিক। ৬ বলে ৫ রান করে অপরাজিত থাকেন চাওলা। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১৫৮ রান। প্রিটোরিয়াস ৪ ওভারে ২৮ রান খরচ করেন।

08 Apr 2023, 09:06:17 PM IST

মাগালার বোলিং কোটা শেষ

৪ ওভারের বোলিং কোটায় ৩৭ রান খরচ করে ১টি উইকেট দখল করেন সিসান্দা মাগালা। ১৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮ উইকেটে ১৪১ রান।

08 Apr 2023, 08:58:02 PM IST

টিম ডেভিড আউট

১৬.১ ওভারে তুষার দেশপান্ডের বলে টিম ডেভিডের ক্যাচ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড়। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে ৬, ৪ ও ৬ মারেন ডেভিড। শেষ বলে রাহানের হাতে ধরা পড়েন ডেভিড। ২২ বলে ৩১ রান করেন তিনি। মুম্বই ১৩১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পীযূষ চাওলা। তুষার ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

08 Apr 2023, 08:54:39 PM IST

স্টাবসকে ফেরালেন মাগালা

১৫.৬ ওভারে সিসান্দা মাগালার বলে ত্রিস্তান স্টাবসের ক্যাচ ধরেন রুতুরাজ গায়কোয়াড়। ১০ বলে ৫ রান করেন স্টাবস। মুম্বই ১১৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হৃত্বিক শোকিন। মাগালা ৩ ওভারে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ১৪ রানে ব্যাট করছেন টিম ডেভিড।

08 Apr 2023, 08:45:25 PM IST

স্যান্টনারের বোলিং কোটা শেষ

৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন মিচেল স্যান্টনার। তিনি ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। ১৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ১০৯ রান। ১২ রানে ব্যাট করছেন টিম ডেভিড।

08 Apr 2023, 08:37:27 PM IST

জাদেজার তৃতীয় শিকার তিলক

১২.৬ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিলক বর্মা। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১৮ বলে ২২ রান করেন তিলক। মারেন ২টি চার ও ১টি ছক্কা। মুম্বই ১০২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ত্রিস্টান স্টাবস। জাদেজা ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

08 Apr 2023, 08:35:08 PM IST

১০০ টপকাল মুম্বই

১১তম ওভারে জাদেজা মাত্র ৩ রান খরচ করেন। ১২তম ওভারে ৬ রান খরচ করেন প্রিটোরিয়াস। ১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই।

08 Apr 2023, 08:24:01 PM IST

আর্শাদ খান আউট

৯.১ ওভারে স্যান্টনারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন আর্শাদ খান। ৪ বলে ২ রান করেন তিনি। মুম্বই ৭৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫ উইকেটে ৮৪ রান। ১১ রানে ব্যাট করছেন তিলক। ৩ ওভারে ২৪ রানে ২ উইকেট নিয়েছেন স্যান্টনার।

08 Apr 2023, 08:16:10 PM IST

জাদেজার দ্বিতীয় শিকার গ্রিন

৮.২ ওভারে জাদেজার বলে তাঁর দিকেই জোরালো শট নেন ক্যামেরন গ্রিন। জাদেজা কোনওরকমে বাঁচার চেষ্টা করেন। বলে বল তাঁর হাতে আটকে যায়। ফলে কট অ্যান্ড বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় গ্রিনকে। ১১ বলে ১২ রান করেন গ্রিন। মারেন ১টি চার। মুম্বই ৭৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আর্শাদ খান। ৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ৭৬ রান।

08 Apr 2023, 08:11:20 PM IST

সূর্যকুমার আউট

৭.২ ওভারে মিচেল স্যান্টনারের বলে ধোনির দস্তানায় ধরা পড়েন সূর্যকুমার যাদব। লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ মারার চেষ্টা করেন যাদব। আম্পায়ার ওয়াইড বলের সিগন্যাল দেন। তবে ধোনি তড়িঘড়ি রিভিউ নেনে। আল্ট্রা এজে দেখা যায় বল সূর্যকুমারের গ্লাভস ছুঁয়ে ধোনির দস্তানায় ধরা পড়েছে। ফলে মাঠ ছাড়তে হয় তাঁকে। ২ বলে ১ রান করে মাঠ ছাড়েন যাদব। মুম্বই ৬৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক বর্মা। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৭৩ রান।

08 Apr 2023, 08:08:11 PM IST

ইশানকে ফেরালেন জাদেজা

৬.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ডোয়েন প্রিটোরিয়াসের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ২১ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৫টি চার। মুম্বই ৬৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

08 Apr 2023, 08:01:59 PM IST

৫০ টপকাল মুম্বই

ষষ্ঠ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। মাগালার বলে ২টি চার মারেন ইশান। ওভারে ১৪ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৬১ রান। ইশান ৩১ ও গ্রিন ৭ রানে ব্যাট করছেন।

08 Apr 2023, 07:57:17 PM IST

স্যান্টনারের ওভারে ৯ রান

পঞ্চম ওভারে বল করতে আসেন মিচেল স্যান্টনার। ১টি চার মারেন গ্রিন। ওভারে মোট ৯ রান ওঠে। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৪৭ রান। ইশান ১৮ রানে ব্যাট করছেন।

08 Apr 2023, 07:52:14 PM IST

রোহিত শর্মা আউট

চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন তুষার দেশপান্ডে। প্রথম বলেই ছয় মারেন রোহিত। তবে ৩.৬ ওভারে তুষারের বলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন হিটম্যান। ১৩ বলে ২১ রান করেন রোহিত। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। মুম্বই ৩৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন।

08 Apr 2023, 07:49:27 PM IST

সিসান্দার ওভারে আগ্রাসী ইশান

তৃতীয় ওভারে বল করতে আসেন সিসান্দা মাগালা। ওভারে ৩টি চার মারেন ইশান কিষাণ। মোট ১৪ রান ওঠে ওভারে। ৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৩০ রান। রোহিত ও ইশান, উভয়েই ব্যক্তিগত ১৪ রানে ব্যাট করছেন।

08 Apr 2023, 07:43:32 PM IST

তুষারের ওভারে ৬ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। ১টি চার মারেন রোহিত। ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ১৬ রান।

08 Apr 2023, 07:31:33 PM IST

রোহিতের বাউন্ডারিতে ম্যাচ শুরু

ইশান কিষাণকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন দীপক চাহার। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন রোহিত। শেষ বলে আরও একটি চার মারেন হিটম্যান। প্রথম ওভারে ১০ রান ওঠে। রোহিত ৯ রানে ব্যাট করছেন।

08 Apr 2023, 07:21:12 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ডোয়েন প্রিটোরিয়াস, দীপক চাহার, মিচেল স্যান্টনার, সিসান্দা মাগালা ও তুষার দেশপান্ডে।

08 Apr 2023, 07:19:29 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ত্রিস্তান স্টাবস, টিম ডেভিড, আর্শাদ খান, হৃত্বিক শোকিন, পীয়ূষ চাওলা ও জেসন বেহরেনডর্ফ।

08 Apr 2023, 07:09:07 PM IST

স্টোকস, মইন, আর্চার নেই

চোটের জন্য বেন স্টোকস মাঠে নামতে পারছেন না। মইন আলি সুস্থ নন। তাঁদের বদলে অজিঙ্কা রাহানে ও ডোয়েন প্রিটোরিয়াসকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। জোফ্রা আর্চারকে এই ম্যাচে দলে পাচ্ছে না মুম্বই।

08 Apr 2023, 07:07:02 PM IST

টস জিতলেন ধোনি

ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রোহিত শর্মাদের।

08 Apr 2023, 06:38:14 PM IST

গত মরশুমের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই দু'দলের

গত মরশুমে চেন্নাই সুপার কিংস ৯ নম্বরে থেকে আইপিএল অভিযান শেষ করে। মুম্বই ইন্ডিয়ান্স থাকে একেবারে শেষে ১০ নম্বরে। সুতরাং গত মরশুমে সব থেকে ব্যর্থ দু'দলের ঘুরে দাঁড়ানোর লড়াই নতুন মরশুমে।

08 Apr 2023, 06:13:02 PM IST

পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি

ওয়াংখেড়ের বাইশগজে শুরুর দিকে পেসাররা সুইং আদায় করে নিতে পারেন। তবে রান ওঠার সম্ভাবনা বিস্তর। সুতরাং, হাই-স্কোরিং ম্যাচ দেখা যেতে পারে মুম্বইয়ে।

08 Apr 2023, 05:48:30 PM IST

পাল্লা ঝুঁকে মুম্বইয়ের দিকে

আইপিএলের ইতিহাসে মোট ৩৪ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে মুম্বই ও চেন্নাই। ২০টি ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৪টি ম্যাচ জিতেছে চেন্নাই সুুপার কিংস। সুতরাং, মুখোমুখি লড়াইয়ের পাল্লা ঝুঁকে রোহিতদের দিকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে ১০টি ম্যাচ খেলেছে মুম্বই। রোহিতরা জিতেছেন ৭টি ম্যাচ। ধোনিরা জিতেছেন ৩টি ম্যাচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইস্টবেঙ্গলের জার্সিকে অপমানের অভিযোগ, রেডিয়ো জকির ওপর খচল নেটপাড়া ভোটের দিনে দ্বিতীয় মৃত্যু, বুথের কাজ করতে করতেই প্রাণ হারালেন CPIM কর্মী ২০২৪ হনুমান জয়ন্তী ২৩ এপ্রিল পড়ছে শুভ যোগ! অর্থ, প্রেমের ভাগ্যে লাভ ৫ রাশির GTA শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মুখ পুড়ল রাজ্যের! ডিভিশন বেঞ্চেও মালুম হল ‘গরম’ দুবাইতে বর্ষণের জেরে দেরি, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে নামা হল না দীপকদের ‘‌আমরা দশম তফসিল সংশোধন করব’‌, দলবদল রুখতে তৃণমূলের প্রতিশ্রুতি, খোঁচা বিরোধীদের টর্নেডোয় ৬ কিমি দূরে উড়ে গিয়েছিল আধার কার্ড, সেই নথি দেখিয়েই ভোট দিলেন শিবু রায় ভোট হিংসায় টেক্কা BJP-TMC'র, হাঁসুয়ার কোপ থেকে হাতাহাতির সাক্ষী শীতলকুচি শাহরুখ-গৌরীর ভাড়া বাড়ির গল্প শোনালেন চাঙ্কি, বললেন, ‘ও একটুও বদলায়নি..’ তীব্র গরমে বেআইনি বহুতলে পুনরায় বিদ্যুৎ সংযোগের নির্দেশ, নরম কলকাতা হাইকোর্ট

Latest IPL News

লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.