একই মাঠ, একই প্রতিপক্ষ, একই ব্যাটম্যান। ১২ বছরের ব্যবধানে ধোনির গেম প্ল্যান এতটুকু বদলায়নি। সেবারও নিজের পরিকল্পনায় সফল হয়েছিলেন ধোনি। এবারও ধোনির বিছিয়ে দেওয়া ফাঁদেই পা দিলেন পোলার্ড।
২০১০ আইপিএলের ফাইনালে ডিওয়াই পাতিল স্টেডিয়ামেই মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেবার পোলার্ডকে আউট করতে সুরেশ রায়নাকে বোলারের পিছনে যতটা সম্ভব সোজাসুজি লং-অফে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন ধোনি। মাঝে হেডেনকে ত্রিশ গজের বৃত্তের একেবারে প্রান্তে মিড-অফে দাঁড় করিয়েছিলেন। তিনি ছিলেন বোলারের একেবার পাশেই। শেষমেশ পোলার্ড মর্কেলের বলে ধরা পড়েন হেডেনের হাতে।
এবার ধোনি ক্যাপ্টেন না হলেও পোলার্ড ব্যাট করার সময় তাঁকে ফিল্ডিং সাজাতে দেখা যায়। এবার তিনি শিবম দুবেকে কার্যত আম্পায়ারের পিছনে লং-অন বাউন্ডারিতে দাঁড় করিয়ে দেন। শেষমেশ থিকসানার বলে দুবের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কায়রন।
দু'বারই ধোনির জালে পা দিয়ে মাঠ ছাড়তে হয় ক্যারিবিয়ান তারকাকে। যা দেখে সোশ্যাল মিডিয়ায় মজাদার মন্তব্য করেন ওয়াসিম জাফর। তিনি লেখেন, ‘শিশুরা ১০ বছরের বেশি সময় ধরে একই নাপিতের কাছে চুল কাটে। প্রাপ্তবয়স্করা ১০ বছরের বেশি সময় ধরে একই ডিপি ব্যবহার করেন। আর কিংবদন্তিরা একই গেমপ্ল্যান আঁকড়ে থাকেন ১০ বছরেরও বেশি সময় ধরে।’